-: NUMBER :-
( বচন )
ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝাতে যে Noun বা Pronoun ব্যবহার করা হয় তাকে Number বা বচন বলে । number বা বচনের উপর Sentence এর Verb নির্ভর করে । বাংলা ব্যাকরণে যেমন বচন দুই প্রকার -
একবচন
ও
বহুবচন
সেইরূপ ইংরেজি ব্যাকরণে Number দুই প্রকার -
Singular Number
&
Plural Number
এক বা একটি বোঝাতে যে Noun বা Pronoun ব্যবহৃত হয় তাকে বলে Singular Number বা একবচন এবং একের অধিক বোঝাতে যে Noun বা Pronoun ব্যবহৃত হয় তাকে বলা হয় Plural Number বা বহুবচন ।
যেমন:-
Book , Man , Boy , I , He , She , It , Teacher , Student
এখানে প্রত্যেকটি Noun বা Pronoun এর ক্ষেত্রে এক বা একটি অর্থ প্রকাশ পাচ্ছে তাই এই সব Word গুলি হল Singular Number বা একবচন ।
আবার ,
Books , Men , Boys , We , They , Teachers , Pens , Girls , Students
এই Noun বা Pronoun গুলির ক্ষেত্রে একের অধিক অর্থ প্রকাশ পাচ্ছে তাই এইসব Word গুলি হলো Plural Number বা বহুবচন ।
Singular number কে Plural number এ পরিবর্তন করার বেশ কিছু নিয়ম আছে সেগুলি জেনে রাখা ভীষণ দরকার । কেননা Noun এর এই Number ওপর Sentence এর Verb নির্ভর করে । নিচে নিয়মগুলি উদাহরণসহ আলোচনা করা হলো :-
Singular Word এর শেষে s বসিয়ে
বেশিরভাগ ক্ষেত্রে countable noun এর শেষে কেবলমাত্র s যুক্ত করে Plural করা হয় । যেমন :-
Singular
Book - বই
Cat - বিড়াল
Dog - কুকুর
Girl - বালিকা
Boy - বালক
Pen - কলম
School - বিদ্যালয়
Egg - ডিম
Plural
Books - বইগুলি
Cats - বিড়াল গুলি
Dogs - কুকুরগুলি
Girls - বালিকারা
Boys - বালকেরা
Pens - কলম গুলি
Schools - বিদ্যালয় গুলি
Eggs - ডিম গুলি
Singular Word এর শেষে es বসিয়ে
অনেক countable noun আছে যেগুলোর শেষে কেবলমাত্র es বসিয়ে Plural করা হয় । যেমন :-
Singular
Fox - খেকশিয়াল
Bus - বাস গাড়ি
Boss - মনিব
Ass - গাধা
Gas - গ্যাস
Class - শ্রেণি
Fish - মাছ
Glass - গেলাস
Plural
Foxes - খেকশিয়াল গুলি
Buses - বাস গাড়ি গুলি
Bosses - মনিবগণ
Asses - গাধা গুলি
Gases - গ্যাস গুলি
Classes - শ্রেণি গুলি
Fishes - মাছ গুলি
Glasses - গেলাস গুলি
ভিন্ন শব্দ বসিয়ে
Singular
I - আমি
He/She - সে
Me - আমাকে
My - আমার
His/Her - তার
This - এইটা
That - ওইটা
Myself - আমি নিজে
Plural
We - আমরা
They - তারা
Us - আমাদেরকে
Our - আমাদের
Their - তাদের
These - এইগুলি
Those - ওইগুলি
Ourselves - আমরা নিজেরা
সিঙ্গুলার Word এর শেষে যদি y থাকে তাহলে সেই y এর বদলে ies বসিয়ে Plural করা হয় । যেমন :-
Singular
Story - গল্প
Baby - বাচ্চা
City - শহর
Secretary - সম্পাদক
Lady - ভদ্রমহিলা
Plural
Stories - গল্পগুলি
Babies - বাচ্চাগুলি
Cities - শহরগুলি
Secretaries - সম্পাদকগণ
Ladies - ভদ্রমহিলাগণ
Noun এর শেষে যদি y থাকে এবং সেই y এর আগে যদি Vowel থাকে তাহলে Plural করার সময় Word টির সঙ্গে কেবলমাত্র s যুক্ত করতে হয় ।
যেমন :-
Day - Days
Boy - Boys
Toy - Toys
Singular Word এর শেষে যদি f বা fe থাকে তাহলে সেই f বা fe- এর পরিবর্তে ves বসিয়ে Plural করা হয় । যেমন :-
Singular
Life - জীবন
Knife - ছুরি
Thief - চোর
Wife - স্ত্রী
Calf - বাছুর
Leaf - পাতা
Plural
Lives - জীবন গুলি
Knives - ছবিগুলি
Thieves - চোরেরা
Wives - স্ত্রীরা
Calves - বাছুর গুলি
Leaves - পাতাগুলি
কোন কাউন্টেবল নাউন এর শেষে যদি s , ss , sh , ch , o , x থাকে তাহলে es যুক্ত করে Plural করা হয় । যেমন :-
Singular
Bus - বাসগাড়ি
Class - শ্রেণি
Dish - থালা
Match - ম্যাচ
Mango - আম
Box - বাক্স
Plural
Buses - বাস গাড়ি গুলি
Classes - শ্রেণি গুলি
Dishes - থালাগুলি
Matches - ম্যাচ গুলি
Mangoes - আমগুলি
Boxes - বাক্স গুলি
এখানে একটা কথা মনে রাখতে হবে ch এর উচ্চারণ যদি "চ"এর মত হয় তাহলে প্লুরাল করার সময় es যুক্ত করতে হয় আর যদি"ক" (k) এর মত মত হয় তাহলে Plural এর ক্ষেত্রে শুধুমাত্র s যুক্ত করতে হয় । যেমন :-
Monarch - Monarchs
Stomach - Stomachs
আবার Noun এর শেষে যদি o থাকে এবং তার আগে Vowel থাকলে Plural করার সময় শুধুমাত্র s যুক্ত করতে হয় । যেমন :-
Studio - Studios
Radio - Radios
Audio - Audios
Bamboo - Bamboos
কিছু কিছু Word আছে যেগুলো Singular ও Plural একই হয় , বানান ও উচ্চারণেও কোন পরিবর্তন ঘটে না । যেমন :-
Deer
Sheep
Swine
Dozen
You
মনে রাখা দরকার এইসব ওয়ার্ডের আগে সংখ্যাবাচক ওয়ার্ড যেমন - a , an , one , two , three প্রভৃতি বসিয়ে Singular ও Plural সংখ্যা প্রকাশ করতে হয় । কিন্তু "you" এর ক্ষেত্রে এই নিয়ম খাটে না ।
Compound Word এর ক্ষেত্রে কেবলমাত্র প্রধান Word টির শেষে s বসিয়ে Plural করা হয় । যেমন :-
Singular
Father-in-law - শশুর
Mother-in-law - শাশুড়ি
Brother-in-law - শ্যালক
Maid-servant - কাজের মেয়ে
Man-of-war - রণতরী
Plural
Fathers-in-law - শশুরগণ
Mothers-in-law - শাশুড়িগণ
Brothers-in-law - শ্যালকগণ
Maid-servants - কাজের মেয়ে গুলি
Men-of-war - রণতরী গুলি
যদি compound word এর শেষে ful থাকে তাহলে সেই Word টিকে Plural করতে কেবল মাত্র Word টির শেষে s বসাতে হয় । যেমন :-
Spoonful - Spoonfuls
Mouthful - Mouthfuls
কিছু কিছু Noun আছে যেগুলির সবসময়ই Plural হয় । যেমন :
News
Dues
Scissors
Lungs
Goods
Thanks
Ashes
Spectacles
Trousers
Bowels
কিছু কিছু Word আছে যেগুলো কোনো বাধা ধরা নিয়ম মেনে Plural হয় না । যেমন :-
Singular
Man - মানুষ
Mouse - ইঁদুর
Child - শিশু
Louse - উকুন
Tooth - দাঁত
Woman - মহিলা
Ox - ষাঁড়
Foot - পায়ের পাতা
Plural
Men - মানুষগুলি
Mice - ইঁদুরগুলি
Children - শিশুরা
Lice - উকুন গুলি
Teeth - দাঁত গুলি
Women - মহিলারা
Oxen - ষাঁড় গুলি
Feet - পায়ের পাতাগুলি
কিছু কিছু Noun আছে যেগুলির Plural form হয় না । যেমন :-
১. Proper Noun এর Plural হয় না । যেমন :-
Sujoy , Ajoy , Gita , Lata , Sunday , Monday , January , February , Kolkata , Mumbai
ইত্যাদি ।
২. Material Noun এর Plural হয় না । যেমন :-
Hot , Cold , Gold , Silver , Wheat , Rice ইত্যাদি ।
৩. Abstract Noun এর Plural হয় না । যেমন :-
Honesty , Poverty , Cruelty , Kindness , Braveness , Friendship ইত্যাদি ।
৪. Collective Noun এর Plural হয় না । যেমন :-
Public , Furniture , Cattle , Scenery , Class , Club , Company ইত্যাদি ।
এই অধ্যায়টা ভালো করে আয়ত্ত করতে হবে । কেননা Noun এর Number এর উপর Sentence এর Verb নির্ভর করে । Number এর ওপর সঠিক জ্ঞান না থাকলে Sentence এ Verb প্রয়োগে ভুল হতে পারে ।
0 মন্তব্যসমূহ