CLASSIFICATIONS OF SENTENCE -:- SIMPLE, COMPLEX ও COMPOUND SENTENCE কাকে বলে? উদাহরণ সহ আলোচনা

-: CLASSIFICATIONS OF SENTENCE :-



Simple, Complex ও Compound Sentence কাকে বলে?


বাংলা ভাষায় যাকে আমরা বাক্য বলি ইংরেজিতে তাকেই বলে Sentence।একটি ভাষার ব্যাকরণের সবচেয়ে বড় গঠনগত একক হল Sentence বা বাক্য। Sentence কাকে বলে এবং Sentence-এর Functional বা অর্থগত দিক নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি আজকে Sentence-এর Structural বা গঠনগত দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ব্যাকরণের গঠনগত কাঠামো অনুসারে বাক্যকে মূল তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা:-


১. Simple Sentence বা সরল বাক্য

২. Complete Sentence বা জটিল বাক্য

৩. Compound Sentence বা যৌগিক বাক্য


    . Simple Sentence বা সরল বাক্য 


    ব্যাকরণে যেসব Sentence- এ একটিমাত্র Subject ও একটিমাত্র Finite Verb থাকে তাকেই Simple Sentence বা সরল বাক্য বলে। 

    >>>>> উদাহরণ <<<<<


    Sujoy is a good boy.

    সুজয় ভালো ছেলে।

    [এই Sentence- এ একটি Subject (Sujoy) ও একটি Finite Verb (is) রয়েছে।]


    Cow gives us milk.

    গরু আমাদের দুধ দেয়।

    [উপরের বাক্যটিতে একটি মাত্র Subject (Cow) ও একটিমাত্র Finite Verb (gives) রয়েছে।]


    I am writing now.

    আমি এখন দেখছি।

    [উপরের বাক্যটিতে একটি Subject (I) ও একটি Finite Verb (writing) রয়েছে।]


    Finite Verb বা ক্রিয়াপদটি Subject- এর Person, Number এবং Tense- এর নিয়মানুযায়ী পরিবর্তিত হয়। যেমন:-

    I eat rice.

    আমি ভাত খাই।

    He eats rice.

    সে ভাত খায়।

    উপরের Sentence দুটিতে Finite Verb Subject এর Person, Number এবং Tense এর সঙ্গে পরিবর্তিত হয়েছে। [eat >>>>> eats]


    Simple Sentence- এ একাধিক Verb থাকতে পারে কিন্তু তাদের মধ্যে Finite Verb একটিই হবে এবং বাকিগুলি Non-Finite Verb হবে। যেমন:-

    I love to read story book.

    আমি গল্পের বই পড়তে ভালোবাসি।

    He loves to read story book.

    তিনি গল্পের বই পড়তে ভালোবাসেন।

    এই বাক্যটিতে দুটি Verb আছে, একটি Finite Verb এবং বাকিটি Non-Finite verb। "Love" হল Finite Verb কেননা এই Verb টি Subject এর Person এবং নাম্বারের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়েছে (loves) কিন্তু অপর Verb "read" হল Non-Finite Verb কেননা এই Verb টি Subject এর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়নি।


    ২. Complex Sentence বা জটিল বাক্য 


    যে বাক্যে একটিমাত্র Principal Clause বা প্রধান অংশ এবং এক বা একের বেশি sub-ordinate clause-বা অপ্রধান অংশ থাকে সেই ধরণের বাক্যকে Complex Sentence বা জটিল বাক্য বলে। একটি Complex Sentence গঠন করতে হলে অনেকগুলি sub-ordinate clause-এর ব্যবহার করা যায় কিন্তু সর্বদাই একটিমাত্র Main Clause বা Principal Clause ব্যবহার করতে হবে। Principal Clause এর সঙ্গে sub-ordinate clause-টি sub-ordinating Linker বা conjunction দ্বারা যুক্ত থাকে।

                                 অর্থাৎ 

    একটি main clause ও একটি sub-ordinate clause একটি subordinating linker বা conjunction দ্বারা যুক্ত হলেই তাকে Complex Sentence বা জটিল বাক্য বলে।


    >>>>> উদাহরণ <<<<<


    I know the girl who stood first in the dance competition.

    আমি মেয়েটিকে চিনি যে নাচের প্রতিযোগিতায় প্রথম হয়েছিল।

    এই বাক্যটিতে

    Principal Clause = I know the girl

    Subordinating Conjunction = who 

    Subordinate Clause = who stood first in the dance competition


    This is the mobile phone that my father gave me.

    এটা সেই মোবাইল ফোন যেটা আমার বাবা আমাকে দিয়েছিল।

    এই বাক্যে

    Main Clause = This is the mobile phone

    Subordinating Conjunction = that

    Subordinate Clause = that my father gave me 


    I need the book which I gave you yesterday.

    আমি গতকাল যে বইটা তোকে দিয়েছিলাম সেটা আমার দরকার।

    এই বাক্যে আমরা দুটি clause পাচ্ছি।

    Clause I = I need the book

    Clause II = which I gave you yesterday 


    এই দুটি clause এর মধ্যে "I need the book" টি হল স্বাধীন clause যেহেতু এটির নিজস্ব একটি অর্থ আছে। এটাকে main clause বা principal clause বলা হয়।

                              কিন্তু 

    "which I gave you yesterday" clause টি Clause I এর সাহায্য ছাড়া নিজে নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। Subordinating Conjunction "which" ব্যবহৃত হবার ফলে clause টি পরাধীন হয়ে পড়েছে। এটাকে Subordinate Clause বলে।


    Complex Sentence এর তিনটি অংশ থাকে।সেগুলো হলো -

    1. Principal/ main  Clause বা প্রধান উপবাক্য।

    2. Subordinating Linker বা Conjunction । 

    3. Subordinate Clause বা অপ্রধান বা অধীনস্ত উপবাক্য।


    1. Principal/ main clause বা প্রধান উপবাক্য:


    বৃহত্তর sentence বা বাক্যের মধ্যে যেটি প্রধান অংশ তাকে বলে principal clause বা প্রধান উপবাক্য। এই ধরনের clause বাক্যে হয় একটিই থাকে অথবা অন্য Clause- এর সঙ্গে থাকলেও main clause টি অন্য clause এর উপর নির্ভরশীল হয় না। যেমন:-

    I did it.

    আমি এটা করেছিলাম।

    এই বাক্যটি কারো সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তাই এটি main clause।

    I heard that they will come.

    আমি শুনেছিলাম যে তারা আসবে।

    উপরের বাক্যে "I heard" অংশটি হল Principal Clause কেননা এই উপবাক্যটি অন্য কোন বাক্যের সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে।


    2. Subordinating Linker বা Conjunction:


    Main বা Principal Clause-এর সাথে Subordinate Clause-কে যুক্ত করার জন্য যে শব্দগুলি ব্যবহৃত হয়, তাদেরকেই Subordinating Linker বা conjunction বলে। এই Subordinating conjunction দ্বারা Subordinate Clause-কে চেনা যায়, কারণ Subordinate Clause সর্বদা  Sub-ordinating Linker বা conjunction দিয়ে শুরু হয়। যেমন:-

    Who, Which, That ইত্যাদি।


    3. Subordinate Clause বা অধীনস্ত উপবাক্য:


    বৃহত্তর sentence-এর এমন অংশ থাকে যেটিকে অর্থের সম্পূর্ণতার জন্য principal clause বা প্রধান উপবাক্যের উপর নির্ভর করতে হয় এই ধরনের sentence-কে sub-ordinate clause বা অধীনস্থ উপবাক্য বলে। যেমন:-

    Listen to me what I am saying.

    আমি যা বলছি শোনো।

    এই বাক্যে Subordinate Clause "what I am saying" এর অর্থের সম্পূর্ণতার জন্য Main Clause "Listen to me" এর ওপর নির্ভর করতে হচ্ছে।


    ৩. Compound Sentence বা যৌগিক বাক্য 


    যেসব sentence- এ একাধিক principal clause বা main clause বা প্রধান উপবাক্য থাকে সেসব sentence কে Compound Sentence বা যৌগিক বাক্য বলে। Compound Sentence বা যৌগিক বাক্যের দুটি main clause co-ordinating Linker বা conjunction দ্বারা সংযুক্ত থাকে।

                                    অর্থাৎ

    দুই বা ততোধিক principal বা main clause কোন co-ordinating linker বা conjunction দ্বারা যুক্ত হলে তাকে Compound Sentence বা যৌগিক বাক্য বলে।

    Co-ordinating linkers বা conjunctions :- and, or, but ইত্যাদি।


    >>>>> উদাহরণ <<<<<


    Mintu and Sujoy are my brothers.

    মিন্টু ও সুজয় আমার ভাই।

    উপরের বাক্যে দুটি main clause একটি co-ordinating linker বা conjunction (and) দ্বারা যুক্ত হয়েছে।


    He or I will go there.

    সে অথবা আমি সেখানে যাব।

    এই sentence টি দুটি main clause একটি co-ordinating conjunction (or) দ্বারা যুক্ত হয়ে গঠিত হয়েছে তাই এটি Compound Sentence বা যৌগিক বাক্য।


    He is poor but honest.

    তিনি গরিব কিন্তু সৎ।

    Main clause I = he is poor

    Co-ordinating conjunction = but

    Main clause II = he is honest

    এখানে দুটি main clause একটি co-ordinating conjunction দ্বারা যুক্ত হয়ে sentence গঠন করেছে তাই এটি Compound Sentence বা যৌগিক বাক্য। 


    তিন প্রকার Sentence এর উদাহরণ:

    Simple Sentence = 

    Ram went to Kolkata.

    রাম কলকাতা গিয়েছিল।

    Complex Sentence = 

    This is the boy who went to Kolkata.

    এটা সেই ছেলে যে কলকাতা গিয়েছিল।

    Compound Sentence = 

    Ram and Shyam went to Kolkata.

    রাম ও শ্যাম কলকাতা গিয়েছিল।


    Simple Sentence = 

    Joy is a student.

    জয় একজন ছাত্র।

    Complex Sentence = 

    I know Joy who stood first in the examination.

    আমি জয়কে চিনি যে পরীক্ষায় প্রথম হয়েছিল।

    Compound Sentence = 

    Joy and Sabuj are good students.

    জয় ও সবুজ ভালো ছাত্র।


    Simple Sentence = 

    You have done this.

    তুমি এটা করেছ।

    Complex Sentence = 

    You are the man who has done this.

    তুমি সেই লোক যে এটা করেছ।

    Compound Sentence = 

    You, he and I have done this.

    তুমি, সে এবং আমি এটা করেছি।


    এখানে একত্রে তিন প্রকার sentence এর উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হল - এগুলোকে ভালো করে অভ্যাস ও অনুশীলন করতে হবে তবেই আয়ত্ত করা যাবে।এর পাশাপাশি আরো নতুন নতুন sentence তৈরি করার চেষ্টা করতে হবে যাতে বিষয়টি খুব সহজ হয়ে যায়।


    আশাকরি Sentence এর গঠনগত দিক নিয়ে আলোচনা করতে পেরেছি। আজ এই পর্যন্তই থাক। খুব শীঘ্রই অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। ততদিন পর্যন্ত সবাই নিজেরা ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবে।

                             ধন্যবাদ


    পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।


    <<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>


    (অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)


    PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA



    একটি মন্তব্য পোস্ট করুন

    0 মন্তব্যসমূহ