INTRODUCTORY "THERE" ( পরিচয় - জ্ঞাপক 'THERE' ) এর ব্যবহার -:- HOW TO USE "INTRODUCTORY THERE"


         Introductory "There" 

    ( পরিচয় - জ্ঞাপক "There" )

        


        এই অধ্যায়ে Introductory "There" বা পরিচয় জ্ঞাপক "There" বিষয়ে আলোচনা করা হবে । ইংরেজি ভাষার ক্ষেত্রে এগুলির বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে । শুদ্ধ ইংরেজিতে বলতে বা লিখতে গেলে এসব শিখে রাখা ভীষণ দরকার ।


        "There" শব্দটির বাংলা অর্থ "সেখানে" । কিন্তু পরিচয় করিয়ে দেবার জন্য বা Introduce করার সময় যখন Sentence এ "There" শব্দটি ব্যবহার করা হয় তখন তার কোন অর্থ থাকে না । এই ধরনের "There" কে বলা হয় Introductory "There" ।


Structure:-

 There + be verb + Sub + ...............


       কিছু উদাহরণের সাহায্যে এ বিষয়টি পরিস্কার করে বুঝে নেওয়া যাক :-

            


 There is a primary school in our village

আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় আছে ।


        এই Sentence এ There এর কোনো অর্থ নেই ; কিন্তু in our village এর অর্থ আছে । এখানে There শব্দটি পরিচয় জ্ঞাপক অর্থে ব্যবহৃত হয়েছে । তাই এই There কে বলা হবে Introductory "There" । এককথায় কোথাও কিছু আছে বা ছিল অর্থ বোঝাতে Introductory "There" ব্যবহার করা হয় ।


 আরো কিছু উদাহরণ দেওয়া যাক:-

            


 There was a cow in the field

মাঠে একটি গরু ছিল ।


 There is a temple in this village

এই গ্রামে একটি মন্দির আছে ।


 There is no pen in his bag 

তার ব্যাগে কোন কলম নেই ।


 There are many tigers in the Sundarban

সুন্দরবনে অনেক বাঘ আছে ।


 There were some teachers in the school

বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক ছিল ।


 There was a big tree by the side of the path

পথের ধারে একটা বড় গাছ ছিল ।


 There is no doubt in this matter

এই ব্যাপারে কোন সন্দেহ নেই ।


 Is there any student in the classroom?

শ্রেণিকক্ষে কি কোন ছাত্র আছে?


 Is there any Bird on the branches of the tree?

গাছের ডালে কি কোন পাখি আছে?


 There were many mango trees in the forest

বনটিতে অনেক আম গাছ ছিল ।


 There are six lions in the zoo

চিড়িয়াখানায় ছয়টি সিংহ আছে ।


 Is there umbrellas in this shop?

এই দোকানে কি ছাতা আছে?


 Are there no cows in your house?

তোমাদের বাড়িতে কি কোন গরু নেই?


 There is no one in the room

ঘরে কেউ নেই ।


 There are many books in this library 

এই গ্রন্থাকারে অনেক বই আছে ।


 There is a book on the table

টেবিলের উপর একটি বই আছে ।



         উপরের সবগুলো Sentence এই "There" এর কোনো অর্থ নেই । কিন্তু এইসব Sentence এ "There" না বসালে ইংরেজি ভাষার নিয়ম অনুযায়ী Sentence গুলি ভুল হবে এবং এগুলির কোনো অর্থই থাকবে না ।

                                                              


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ