English Proverb series - এর দ্বিতীয় অধ্যায়ে প্রতিদিনের জীবনযাত্রায় ব্যবহৃত ৫১ টি প্রয়োজনীয় প্রবাদ বাক্য বাংলা অর্থসহ আলোচনা করা হলো ।
Barking dogs seldom bite.
যত গর্জে , তত বর্ষে না ।
One does not know whether to laugh or weep.
হাসিও পায়, দুঃখও হয়।
Beat black and blue.
উত্তম-মধ্যম দেওয়াা ।
People often change with time.
মানুষ সময়ের সাথে বদলে যায়।
Silence is a sign of consent.
নীরবতা সম্মতির লক্ষণ।
Build castles in the air.
আকাশ কুসুম কল্পনা করা ।
The shaft once shot does not return.
মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না।
Beggars must not be choosers.
ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া ।
More haste, less speed.
যত তাড়াহুড়ো করবে ততই দেরি হবে।
A cock and bull story.
আষাঢ়ে গল্প ।
A painting dog can not be a hunting dog.
হাপাতে হাপাতে কাজ হয়না।
Birds of a feather flock together.
চোরে-চোরে মাসতুতো ভাই ।
All are blaming nobody.
যত দোষ নন্দ ঘোষ।
Where there is will , there is way.
ইচ্ছা থাকলেই উপায় হয় ।
Make the best of an opportunity.
সু-সময় থাকতে কাজ গুছিয়ে নাও।
Beat about the bush.
অন্ধকারে ঢিল ছোড়া ।
The enemy of my enemy is my friend.
শত্রুর শত্রু, নিজের বন্ধু।
Better an empty house than an ill tenant.
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো ।
Cast pearls before swine.
উলো বনে মুক্ত ছড়ানো ।
Women's advice leads to unhappy results.
স্ত্রী বুদ্ধি প্রলয়ংকারী হয়।
Don't count your chickens before they are hatched.
গাছে কাঁঠাল , গোঁফে তেল ।
A host in himself.
একাই একশো ।
When in Rome do as the Romans do.
যস্মিন দেশে যদাচার।
Do or die.
মন্ত্রের সাধন কিংবা শরীর পতন' ।
In black and white.
শুধু কাগজে কলমে ।
Strike while the iron is hot.
সুবিধে হারালে আর পাওয়া যায় না।
Empty vessels sound much.
খালি কলসি বাজে বেশি ।
None but the sufferer knows his trouble.
যার ব্যাথা সেই বোঝে।
Pride goeth before destruction.
অতি দর্পে হত লঙ্কা ।
All our sweetest hours fly fastest.
সুখের সময় গুলো খুব দ্রুত চলে যায়।
Every shoe fits not every foot.
অন অভ্যাসের ফোটা কপাল চড়চড় করে ।
Too much cunning overreaches itself.
অতি চালাকের গলায় দড়ি ।
Be true to your salt.
নুন খেলে গুন গাও।
Every man is for himself.
চাচা আপন প্রাণ বাঁচা ।
Every dog has his day.
সুখের দিন কারো চিরস্থায়ী হয় না।
Day and night are alike to a blind man.
অন্ধের দিন রাত্রি সমান ।/অন্ধের আর দিনরাত্রি ।
Carry coal to Newcastle.
তেলা মাথায় তেল দেওয়া ।
Those who make sword shall perish by the sword.
যে ফাঁদ পাতে সেই ফাঁদে পড়ে।
Don't speak an unpleasant truth.
অপ্রিয় সত্য কথা বলতে নেই ।
The cautious suffer no loss.
সাবধানের মার নেই।
Cut off one's nose to spite one's face.
নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা ।
To cry in the wilderness.
অরণ্যে রোদন করা ।
None so blind as those that will not see.
যে জেগে ঘুমায় তাকে জাগানো কঠিন।
Familiarity breeds contempt.
বেশি মাখামাখি করলে মান থাকে না ।
Love is the best virtue.
অহিংসা পরম ধর্ম ।
Honour is love in silence.
সম্মান হল নীরব প্রেম।
Fools rush in where Angels fear to tread.
কত হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল ।
To play with fire.
আগুন নিয়ে খেলা করা ।
Good wine needs no bush.
চেনা বামুনের পৈতার প্রয়োজন হয় না ।
Many a little makes a mickle.
দশের লাঠি একের বোঝা।
Charity begins at home.
আগে ঘর তবে তো পর ।
0 মন্তব্যসমূহ