ইংরেজি Letter এর বাংলা উচ্চারণে ব্যবহার
ইংরেজিতে যে 26 টি Letter বা বর্ণ রয়েছে তাদেরকে কিভাবে বাংলা অক্ষর এর মাধ্যমে উচ্চারণ করতে হয় সেটা জেনে রাখা ভীষণ দরকার । কেননা ইংরেজি Letter বা বর্ণের উচ্চারণ না জানলে আমরা ইংরেজি পড়তে বা বলতে পারবোনা । হলে আমরা প্রতিমুহূর্তে সমস্যায় পরবো । তাই যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য এই অধ্যায় খুব ভালো করে দেখবে এবং মুখস্থ করে রাখবে ।
ইংরেজি Letter বা অক্ষরগুলোকে কিভাবে বাংলায় উচ্চারণ করতে হয় তা এই Lesson এ আলোচনা করার চেষ্টা করব । এই উচ্চারণ গুলি না শিখলে যে কোন ইংরেজি শব্দ উচ্চারণ করা কঠিন হয়ে যাবে ।
English Letters বাংলা উচ্চারণে ব্যবহার
A ( a ) অ,আ,এ
B ( b ) ব
C ( c ) ক,চ
D ( d ) ড,দ
E ( e ) ই,ঈ,এ
F ( f ) ফ
G ( g ) গ,জ
H ( h ) হ,অ
I ( i ) ই,ঈ,আ,আয়
J ( j ) জ,য
K ( k ) ক
L ( l ) ল
M ( m ) ম
N ( n ) ণ,ন
O ( o ) অ,আ,ও,ওয়া
P ( p ) প
Q ( q ) ক
R ( r ) র
S ( s ) শ,ষ,স
T ( t ) ট
U ( u ) আ,উ,ঊ
V ( v ) ব,ভ
W ( w ) অ,ব,ওয়
X ( x ) জ,কস
Y ( y ) ই,ঈ,ইয়
Z ( z ) জ
এই ছকটি খুব ভালো করে আয়ত্ত করতে পারলে যে কোন ইংরেজি শব্দ উচ্চারণ করা খুব সহজ হয়ে যাবে ।
0 মন্তব্যসমূহ