( উদ্দেশ্য ও বিধেয় )
এর আগের Lesson এ আমরা পড়েছি যে Sentence কাকে বলে । এখন আমরা জানবো এই Sentence এর কয়টি অংশ ও কি কি । Sentence কে প্রধানত দুটি অংশে ভাগ করা যায় । যথা-
1. SUBJECT বা উদ্দেশ্য
2. PREDICATE বা বিধেয়
Sentence - এ যে ব্যাক্তি, বস্তু বা বিষয়কে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে আমরা কিছু বলি বা লিখি তাকে বলে SUBJECT বা উদ্দেশ্য ।
Sentence বা বাক্যের SUBJECT বা উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা বা লেখা হয় তাকেই বলা হয় PREDICATE বা বিধেয় । অর্থাৎ Sentence এর মধ্যে SUBJECT বা উদ্দেশ্য বাদ দিয়ে বাকি সবটুকুই PREDICATE বা বিধেয় ।
অর্থাৎ
Sentence-এর কর্তা হল SUBJECT এবং কর্তা যাকিছু করে বা বলে তা হলো PREDICATE ।
এবার কয়েকটি উদাহরণ দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে -
Ram is a student-
রাম হয় একজন ছাত্র
এটি একটি Sentence বা বাক্য । এই Sentence এ 'Ram' সম্পর্কে বলা হয়েছে । অর্থাৎ 'Ram' হল Subject বা উদ্দেশ্য । আবার Ram সম্পর্কে বলা হচ্ছে সে একজন ছাত্র (is a student) । অর্থাৎ বাকি অংশটুকু (is a student) হলো PREDICATE বা বিধেয় ।
They own the prize- তারা উপহার জিতেছিল
এই Sentence বা বাক্যে 'They' বা তাদের সম্পর্কে বলা হচ্ছে । 'They' হল SUBJECT আর বাকি অংশটুকু (won the prize) হল PREDICATE বা বিধেয় ।
Sujoy is writing a letter- সুজয় একটি চিঠি লিখছে
এই Sentence এ 'Sujoy' হল SUBJECT এবং বাকি সবটুকু অংশ অর্থাৎ 'is writing a letter' হল PREDICATE বা বিধেয় ।
আবার কোন কোন sentence এ subject উহ্য থাকে ।
যেমন- Look at the blackboard
Blackboard এর দিকে তাকাও
এই Sentence এ 'You' (তুমি) SUBJECT- টি উহ্য আছে ।
তেমনই - Do not come here
এখানে এসো না
এখানেও 'You' (তুমি) SUBJECT - টি উহ্য আছে ।
মনে রাখতে হবে SUBJECT সবসময়ই Noun অথবা Noun এর পরিবর্তে ব্যবহৃত Pronoun হবে । এই SUBJECT একটি বা একাধিক Word হতে পারে ।
যেমন-
All the teachers have come late today. সমস্ত শিক্ষক আজ দেরি করে এসেছে
এই Sentence এ SUBJECT হল 'All the teachers'
মনে রাখা দরকার বাক্যের শুরুতে SUBJECT এবং তারপরে PREDICATE বসে । বাক্যের Verb বা ক্রিয়াকে 'Who' বা 'কে' দিয়ে প্রশ্ন করলে বাক্যের SUBJECT বা উদ্দেশ্য পাওয়া যায় ।
Ajoy is playing -
অজয় খেলছে
এই বাক্যের Verb বা ক্রিয়াকে যদি প্রশ্ন করা যায় 'কে খেলছে'? তবে উত্তর হবে 'Ajoy' খেলছে । সুতরাং 'Ajoy' হল বাক্যের SUBJECT বা উদ্দেশ্য । আবার SUBJECT, 'Ajoy' সম্পর্কে বাক্যে বলা হয়েছে সে 'খেলছে' (is playing) ।সুতরাং 'is playing' হচ্ছে বাক্যের PREDICATE বা বিধেয় ।
0 মন্তব্যসমূহ