ADJECTIVE বা বিশেষণ পদ কাকে বলে?
যেসব Word দ্বারা Noun বা Pronoun-এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি বোঝায় সেই সব Word গুলোকে Adjective বা বিশেষণ পদ বলে। Latin শব্দ "Adjectivus" শব্দের অর্থ হলো "সংযোজন"। অর্থাৎ Adjective বা বিশেষণ হল সেই সব শব্দ যেগুলি Noun বা বিশেষ্যের পূর্বে বসে অথবা Verb বা ক্রিয়ার পরে বসে Noun এর অর্থ সমৃদ্ধ করে ও নতুন মাত্রা সংযোজন করে। Adjective বা বিশেষণ Noun এর গুন বা বৈশিষ্ট্যের উল্লেখ করে। এগুলি Noun এর অর্থ বিশেষিত ও সীমায়িত করতে ব্যবহৃত হয়।
যেমন--
Good, Bad, Tall, Short, White, Black প্রভৃতি।
Sentence এ adjective এর ব্যবহার
RAM is a good student.
রাম ভালো ছাত্র।
এখানে 'good' শব্দটি দ্বারা রামের গুন প্রকাশ পাচ্ছে তাই 'good' হল adjective।
He is a bad boy.
সে খারাপ ছেলে।
এখানে 'bad' শব্দ দ্বারা 'boy' এর দোষ প্রকাশ পাচ্ছে তাই এটি হল adjective বা বিশেষণ পদ।
The cat was white.
বিড়ালটি সাদা ছিল।
এই sentence এ 'white' শব্দ দ্বারা বিড়ালের রং প্রকাশ করছে অতএব 'white' হলো adjective।
There is a tall tree in our house.
আমাদের বাড়িতে একটা লম্বা গাছ আছে।
এই বাক্যে 'tall' শব্দটি দ্বারা গাছের উচ্চতা সম্পর্কে বলা হয়েছে তাই 'tall' হলো adjective।
A black car is coming.
একটি কালো রঙের গাড়ি আসছে।
এই বাক্যে 'black' দ্বারা গাড়ির রং সম্পর্কে বলা হয়েছে তাই 'black' হল adjective।
উপরের sentence গুলো লক্ষ্য করলে দেখা যাবে যে adjective কখনো noun এর আগে আবার কখনো noun এর পরে বসেছে। সুতরাং এটা স্পষ্ট হলো যে adjective, noun বা pronoun এর আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে।
Adjective কে চিনতে গেলে noun বা pronoun কে কেমন, কতটা প্রভৃতি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলেই adjective পাওয়া যায়।
Uses of Adjective
Adjective এর দুই রকম ব্যবহার আছে। যথা-
a. Attributive Adjective:
অনেক সময়ে Adjective গুলি Noun বা বিশেষ্যের পূর্বে বসে এর অর্থের সঙ্গে বিশিষ্ট মাত্রা সংযোজন করে। এই ক্ষেত্রে Adjective গুলি Noun বা বিশেষ্যের pre-modifier বা প্রাক- বিশেষণ হিসেবে কাজ করে। এই Adjective গুলিকে বলে Attributive Adjective।
যেমন-
It is a blue pen.
এটা নীল কলম।
He is a funny man.
তিনি একজন মজার লোক।
This is my new address.
এটা আমার নতুন ঠিকানা।
উপরের বাক্যগুলোতে Adjective Noun এর পূর্বে বসে এর অর্থের সঙ্গে বিশিষ্ট অর্থ সংযোজন করেছে।
b. Predictive Adjective:
অনেক সময় Adjective Predictive বা post modifier হিসেবে কাজ করে। এক্ষেত্রে Adjective Verb এর পরে বসে Noun-র অর্থে নতুন মাত্রা সংযোজন করে। এই Adjective গুলিকে Post Modifier বা Predictive Adjective বলে।
যেমন-
The pen is red.
কলমটি লাল।
Ananta looks happy.
অনন্তকে খুশি লাগছে।
His dress was new.
তার পোষাক নতুন ছিল।
উপরের Sentence গুলিতে Adjective Verb এর পরে বসে Noun এর অর্থ সমৃদ্ধ ও নতুন মাত্রা সংযোজন করছে।
Adjective কত প্রকার ও কি কি?
Adjective কে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা হয়।
যথা--
১. Adjective of Quality বা দোষ, গুণ, অবস্থাবাচক বিশেষণ পদ
২. Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ পদ
৩. Adjective of Number/Numeral Adjective বা সংখ্যাবাচক বিশেষণ পদ
৪. Pronominal Adjective বা সর্বনামীয় বিশেষণ পদ
এখন প্রত্যেক প্রকার Adjective বা বিশেষণ পদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি।
১. Adjective of Quality বা দোষ, গুণ, অবস্থা বাচক বিশেষণ পদ
যে সমস্ত word দ্বারা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতি প্রকাশ পায় তাকে Adjective of Quality বা দোষ, গুণ, অবস্থা বাচক বিশেষণ পদ বলে।
যেমন--
Amal is a good student.
অমল ভালো ছাত্র।
এখানে good শব্দটি দ্বারা অমলের গুন প্রকাশ করা হয়েছে।
Manik is a bad boy.
মানিক খারাপ ছেলে।
এখানে bad শব্দটি দ্বারা মানিকের দোষ প্রকাশ করা হয়েছে।
Haran is a blind man.
হারান অন্ধ মানুষ।
এখানে blind শব্দটি দিয়ে হারানের অবস্থা প্রকাশ হচ্ছে।
২. Adjective of Quantity বা পরিমাণবাচক বিশেষণ পদ
যে সকল word দ্বারা noun বা pronoun-এর পরিমাণ প্রকাশ পায় সেই সব word কে Adjective of Quantity বা পরিমাণ বাচক বিশেষণ পদ বলে।
যেমন--
Give me some food.
আমাকে কিছু খাবার দাও।
এখানে some শব্দ দ্বারা খাবারের পরিমাণ বোঝানো হয়েছে।
He has enough money to start a new business.
তার কাছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট অর্থ আছে।
এখানে enough শব্দ দ্বারা অর্থের পরিমাণ বোঝাচ্ছে।
There are many men in the house.
বাড়িতে অনেক লোক আছে।
এখানে many শব্দের দ্বারা মানুষের সংখ্যা বোঝানো হয়েছে।
There were Much water in this pond.
এই পুকুরে অনেক জল ছিল।
এখানে much শব্দটি দ্বারা water এর পরিমাণ বোঝানো হয়েছে।
Pay a little attention to this subject.
এই বিষয়টির প্রতি একটু নজর দাও।
এখানে a little শব্দ দ্বারা attention এর পরিমাপ বোঝানো হয়েছে।
৩. Adjective of Number/ Numeral Adjective বা সংখ্যাবাচক বিশেষণ পদ
যে সমস্ত Word বা শব্দ দ্বারা Noun বা Pronoun-এর সংখ্যা প্রকাশ পায় তাকে Adjective of Number বা Numeral Adjective বা সংখ্যাবাচক বিশেষণ পদ বলে।
যেমন-
Sumanta bought four mangoes.
সুমন্ত চারটি আম কিনেছিল।
There are two birds on the tree.
গাছের উপরে দুইটি পাখি আছে।
January is the first month of the year.
জানুয়ারি হল বছরের প্রথম মাস।
উপরের বাক্যগুলোতে four, two ও first শব্দ দ্বারা mango, tree ও January মাসের সংখ্যা প্রকাশ পাচ্ছে তাই এগুলি হল Numeral Adjective বা সংখ্যাবাচক বিশেষণ পদ।
Numeral Adjective এর প্রকারভেদ:
Adjective of Number কে আবার দুই ভাগে ভাগ করা হয়।
যথা-
1. Definite Numeral Adjective বা নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ পদ
2. Indefinite Numeral Adjective বা অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ পদ
1. Definite Numeral Adjective বা নির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ পদ:
যেসব Adjective দ্বারা নির্দিষ্ট করে সঠিক সংখ্যা বোঝানো হয় তাদের Definite Numeral Adjective বলে।
যেমন-
Five men are there.
সেখানে পাঁচজন মানুষ আছে।
March is the third month of the year.
মার্চ হল বছরের তৃতীয় মাস।
উপরের বাক্য দুটিতে five এবং third শব্দ দ্বারা নির্দিষ্ট করে সঠিক সংখ্যাটা বোঝানো হয়েছে। তাই এগুলি হল Definite Numeral Adjective।
Definite Numeral Adjective আবার তিন প্রকার।
যথা-
a. Cardinal Numeral Adjective বা গণনাবাচক বিশেষণ পদ
(One, Two, Three, Four, Five etc.)
b. Ordinal Numeral Adjective বা ক্রমবাচক বিশেষণ পদ
(First, Second, Third, Forth, Fifth etc.)
c. Multiplicative Numeral Adjective
পূরণবাচক বিশেষণ পদ
(Single, Double, Tripple etc.)
2. Indefinite Numeral Adjective বা অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ পদ
যেসব Adjective সঠিকভাবে নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় না তাকে Indefinite Numeral Adjective বলে।
যেমন-
Some, Many, Few, Several, All etc.
>>>>> উদাহরণ <<<<<
There were many students.
সেখানে অনেক ছাত্র ছিল।
Some mangoes are green.
কিছু আম কাঁচা আছে।
উপরের বাক্য দুটিতে many এবং some শব্দ দ্বারা নির্দিষ্ট করে সঠিক সংখ্যা কে বোঝাচ্ছে না তাই এইগুলি ইন্ডিফিনিট Indefinite Numeral Adjective।
৪. Pronominal Adjective বা সর্বনামীয় বিশেষণ পদ
যখন কোন Pronoun কোন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন সেই Pronoun গুলোকে Pronominal Adjective বা সর্বনামীয় বিশেষণ পদ বলে।
মনে রাখতে হবে Pronoun সর্বদা একা ও আলাদা বসে।কিন্তু Pronoun Noun এর আগে বসলে তখন সেই Pronoun টি Adjective হয়ে যায়।
1. Demonstrative Adjective
যেসব Adjective এক ব্যক্তি বা এক বস্তু কে নির্দেশ করে তাকে Demonstrative Adjective বা নির্দেশক বিশেষণ পদ বলে।
যেমন--
This, That, These, Those etc.
The earth moves round the sun.
পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
এখানে the শব্দ দ্বারা নির্দিষ্ট করে পৃথিবী কে বোঝানো হয়েছে।
A cow has a tail.
গরুর একটা লেজ আছে।
এখানে a শব্দ দ্বারা একটি লেজ কে নির্দেশ করা হয়েছে।
That is an umbrella.
ওটা একটা ছাতা।
এখানে that শব্দ দ্বারা একটা ছাতা কে নির্দেশ করা হচ্ছে।
Look at this picture.
এই ছবিটির দিকে তাকাও।
এখানে this শব্দটি দিয়ে একটি ছবি কে নির্দেশ করা হয়েছে।
2. Distributive Adjective বা বিভাজক বিশেষণ পদ
Distributive Pronoun যখন Noun এর আগে বসে Adjective এর ভূমিকা পালন করে তখন তাকে Distributive Adjective বলে। কোন এক জাতির বা দলের বা এক শ্রেণীর অন্তর্গত প্রত্যেক ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করতে Distributive Adjective ব্যবহৃত হয়।
যেমন-
Either, Neither, Each, Every etc.
>>>>> উদাহরণ <<<<<
Every man should respect their parents.
প্রত্যেক মানুষের তাদের বাবা মাকে সম্মান করা উচিত।
Neither answer is accurate.
কোন উত্তর সঠিক নয়।
Every citizen has right to say.
প্রত্যেক নাগরিকের কথা বলার অধিকার আছে।
উপরের বাক্য তিনটিতে every, neither এবং every শব্দ দ্বারা কোন দল বা শ্রেণীর অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তি বা বস্তু কে বোঝানো হয়েছে। তাই এগুলি হল Distributive Adjective।
3. Interrogative Adjective
যে Adjective গুলি Noun এর পূর্বে বসে প্রশ্ন তৈরি করতে সাহায্য করে তাদেরকে Interrogative Adjective বলে।
যেমন-
Which, What, Whose etc.
>>>>> উদাহরণ <<<<<
Which book is yours?
কোন বইটা তোমার?
What dress do you need?
কোন পোষকটা তোমার প্রয়োজন?
Whose pen is this?
এটা কার কলম?
উপরের বাক্য গুলিতে which, what, whose শব্দগুলি Noun এর পূর্বে বসে প্রশ্ন তৈরিতে সাহায্য করছে তাই এগুলিকে Interrogative Adjective বলা হয়।
4. Possessive Adjective
Possessive Pronoun যদি Noun এর পূর্বে বসে Adjective এর ভূমিকা পালন করে তখন তাকে Possessive Adjective বলা হয়।
>>>>> উদাহরণ <<<<<
Give me my cap.
আমাকে আমার টুপি দাও।
It is his car.
এটা কার গাড়ি।
উপরে বাক্য দুটিতে Possessive Pronoun Noun এর পূর্বে Adjective হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এগুলো হল Possessive Adjective।
Exclamatory Adjective
"What" শব্দ দিয়ে কখনও কখনও বিস্ময় প্রকাশ করা হয়। তখন এটিকে Exclamatory Adjective বলে।
>>>>> উদাহরণ <<<<<
What a nice place it is!
এটা কি সুন্দর জায়গা!
What a fool you are!
তুমি কী বোকা!
আজ আবহাওয়া কী খারাপ!
What a dangerous thing a little learning is!
অল্প বিদ্যা কী ভয়ংকরী!
উপরের বাক্যগুলিতে "What" শব্দ দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়েছে। তাই এখানে What হল Exclamatory Adjective।
আশাকরি Adjective সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। এরপর যত অভ্যাস করবেন তত বিষয়টি সহজ ও পরিষ্কার হয়ে যাবে।
অধ্যায়টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস লেখাটি পড়ে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। তাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি নিজে শিখুন এবং অন্যকে শিখতে সহযোগিতা করুন।
নমস্কার
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ