-: Let alone :-
তো দূরের কথা/
তো ভাবাই যায় না
বাংলা বাক্যে যদি কাউকে তাচ্ছিল্য করা হয় অথবা "তো দূরের কথা" অথবা "তো ভাবাই যায় না" থাকে তাহলে সেই বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার সময় "Let alone" ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাক্যে দুটি কাজের কথা বলা হয়ে থাকে , একটি কাজ অপেক্ষাকৃত সহজ এবং আরেকটি কাজ অপেক্ষাকৃতভাবে কঠিন।
Structure :-
Sub+verb+simple task+let alone+difficult task
এবার let alone দিয়ে কিছু Sentence তৈরি করা যাক ।
সে ইংরেজি তো দূরের কথা বাংলাই বলতে পারেনা।
He cann't speak Bangla let alone English.
কারো ইংরেজি বিষয়ে দুর্বলতা নিয়ে তাচ্ছিল্য করতে এই sentence ব্যবহার করা হয়ে থাকে।
আমার গাড়ি তো দূরের কথা একটা কলম কেনার সামর্থ্যও নেই।
I am unable to buy a pen let alone a car.
তুমি সিংহ তো দূরের কথা একটি কুকুরও মারতে পারবে না।
You will not be able to kill a dog let alone a tiger.
আমার ল্যাপটপ তো দূরের কথা একটি এন্ড্রয়েড ফোনও নেই।
I don't have a Android phone let alone a laptop.
সে পরীক্ষায় প্রথম হওয়া তো দূরের কথা পাশই করতে পারবে না।
He will not be able to pass the examination let alone stood first.
সে দৌড়ানো তো দূরের কথা ভালো করে হাঁটতেও পারে না।
She can not walk well let alone run.
সে ইংরেজিতে কথা বলা তো দূরের কথা ভালো করে লিখতেও পারেনা।
He can not write English well let alone speak.
রবি প্রপোজ করা তো দূরের কথা পুজার সামনে দাঁড়াতেই পারেনা।
Robi cannot stand before Puja let alone propose.
জয় মোটরসাইকেল তো দূরের কথা সাইকেলও চালাতে পারেনা।
Joy cann't drive cycle let alone motor cycle.
আমি রান্না তো দূরের কথা চা-ই তৈরি করতে পারি না।
I cannot make tea let alone Cook.
অপর্ণা আমাকে ভালোবাসা তো দূরের কথা পছন্দই করে না।
Aparna does not like me let alone love.
সে ডান্স তো দূরের কথা গানও গাইতে পারে না।
She can not sing let alone dance.
আমার ছেলে ভাত খাওয়া তো দূরের কথা জলও পান করতে পারে না।
My son can not drink water let alone eat rice.
আমার মেয়ে বন্ধু তো দূরের কথা ছেলে বন্ধুও নেই।
I don't have a boyfriend let alone a girlfriend.
তারা আমাকে খাবার তো দূরের কথা এক গ্লাস জলও দেয়নি।
They didn't give me a glass of water let alone food.
সে সেঞ্চুরি করা তো দূরের কথা ক্রিকেট খেলতেই পারে না।
He can not play cricket let alone make century.
অমিত সাপ তো দূরের কথা একটা ব্যাং-ও ধরতে পারবে না।
Amit will not catch a frog let alone a snake.
0 মন্তব্যসমূহ