Hello শিক্ষার্থী বন্ধুরা, আশাকরি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই অধ্যায়ের মাধ্যমে ১০১ টি অতি পরিচিত ও গুরুত্বপূর্ণ English 'Idioms' ও 'Phrases' বাংলা অর্থ সহ আলোচনা করব। তোমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে যে ইংরেজিতে এমন কিছু গুরুত্বপূর্ণ অলংকার আছে যেগুলি Sentence গঠন করার সময় ব্যবহার করলে Sentence অনেক বেশি আকর্ষণীয় হয়। অর্থাৎ এই অলংকার গুলো Sentence কে জৌলুস প্রদান করে। এইসব অলংকার গুলো একাধিক Word বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। 'Idioms' এবং 'Phrases' এর অর্থ আক্ষরিকভাবে করা যায় না। তাই এদের অর্থ আলাদা আলাদা ভাবে না জেনে সামগ্রিকভাবে জানতে হয়। এই অধ্যায়ে এই রকমই ১০১ টি অতি প্রয়োজনীয় অলংকার বাংলা অর্থ সহ আলোচনা করা হলো।
1. A B C
প্রাথমিক জ্ঞান
2. A to Z
সম্পূর্ণ বিষয়
3. All the day long
সারাদিন ধরে
4. All the year round
সারাবছর ধরে
5. All of a sudden
হঠাৎ করে
6. All at once
হঠাৎ
7. All the same
একই কথা
8. All along
আগাগোড়া/ বরাবর
9. All moonshine
মিথ্যা/ মনগড়া
10. Above all
সর্বপরি/ বিশেষ করে
11. Absent minded
ভুলো মনা
12. After all
মোটের ওপর
13. Affect ignorance
কিছু না জানার ভাব দেখানো
14. Animal spirit
স্বতঃস্ফূর্ত প্রবৃত্তি/ প্রাণবন্ত ভাব
15. Apple of discord
ঝগড়ার কারণ
16. Apple of one's eye
অত্যন্ত প্রিয়
17. As a rule
সাধারণত
18. As usual
চিরাচরিত ভাবে
19. At once
অবিলম্বে
20. At times
কখনো কখনো
21. At last
অবশেষে
22. At least
অন্ততপক্ষে
23. At present
বর্তমানে
24. At the eleventh hour
একেবারে শেষ মুহূর্তে
25. At any rate
যেভাবেই হোক
26. At daggers drawn
শত্রুভাবাপন্ন
27. At all events
সবসময়
28. At best
বড় জোর
29. Back out of
কথার খেলাপ করা
30. Back stairs influence
অবৈধ প্রভাব
31. Bad blood
শত্রুতা
32. Ballad alley
কানা গলি
33. Bear down upon
যুদ্ধজহাজের আক্রমণ
34. Beat of prey
শিকারি পশু
35. Beast about the bush
অবান্তর কথা বলা
36. Beast of burden
ভারবাহী পশু
37. Beggar description
অবর্ণনীয়
38. Behind the scenes
আড়ালে/ অন্তরালে
39. Better half
স্ত্রী
40. Bide his time
সুযোগের অপেক্ষায় থাকা
41. Birds of a feather
সমভাবাপন্ন
42. Black sheep
বংশের কলঙ্ক
43. Blow one's own trumpet
নিজের ঢাক নিজেই পেটানো
44. Blow one's top
ক্রোধে উন্মত্ত হওয়া
45. Bossom friend
অন্তরঙ্গ বন্ধু/ ঘনিষ্ঠ বন্ধু
46. Boil down
শেষ পর্যন্ত দাঁড়ানো
47. Body and soul
মনপ্রাণ দিয়ে
48. Break in
জোর করে প্রবেশ করা
49. Break the ice
নীরবতা ভঙ্গ করা
50. Break the news
কোনো খবর প্রকাশ করা
51. Break over
আড়াল থেকে বাইরে আসা
52. Break up
বিচ্ছিন্ন
53. Breathe one's last
মারা যাওয়া
54. Bring to light
আলোকপাত করা
55. Bring to the hammer
নীলাম করা
56. Broad delight
প্রকাশ্য দিবালোকে
57. Brown study
চিন্তায় মগ্ন থাকা
58. Build castle in the air
আকাশকুসুম চিন্তা করা
59. Burn the candle at both ends
সাধ্যের অতিরিক্ত ব্যয় করা
60. Burning question
বিতর্কের বিষয়/ জ্বলন্ত প্রশ্ন
61. Bury the hatchet
শত্রুতার অবসান ঘটানো
62. By chance
ঘটনাক্রমে
63. By himself
একা
64. By and by
ধীরে ধীরে
65. By the by
প্রসঙ্গক্রমে
66. By all means
সর্বপ্রকার
67. By no means
কোনোভাবেই নয়
68. By the way
প্রসঙ্গক্রমে
69. By far
সবদিক থেকে
70. By way of
কখা প্রসঙ্গে
71. Be all ears
মনোযোগ দিয়ে শোনা
72. Be ill at ease
কষ্ট পাওয়া
73. Be no more
মরে যাওয়া
74. Be in the way
রাস্তা জুড়ে থাকা
75. Be a party of something
একমত হওয়া/ পক্ষে যাওয়া
76. Be up something
কোন পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকা
77. Be out of the question
অসম্ভব হওয়া
78. Bed of roses
সুখের শয্যা
79. Call to order
সভা আরম্ভ করা
80. Capital crime
মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ
81. Capital idea
উন্নত পরিকল্পনা
82. Capital punishment
মৃত্যুদণ্ড
83. Cast about for
অপেক্ষায় থাকা
84. Catch one's eye
দৃষ্টি আকর্ষণ করা
85. Chicken hearted
ভীতু
86. Close save
অল্পের জন্য বেঁচে যাওয়া
87. Close fisted man
কৃপণ লোক
88. Cold blooded murder
ঘৃণ্য হত্যাকান্ড
89. Cock and bull story
মনগড়া কাহিনী
90. Cold feet
ভয় পাওয়া
91. Cold shoulder
অপছন্দ হওয়া
92. Come of age
সাবালক হওয়া
93. Come of it
কু অভ্যাস ত্যাগ করা
94. Come to light
প্রকাশ হওয়া
95. Come to an end
শেষ হওয়া
96. Commanding view
উপর থেকে দেখা দৃশ্য
97. Confirmed bachelor
চিরকুমার
98. Corresponding to
সামঞ্জস্যপূর্ণ
99. Crocodile tears
ন্যাকা কান্না/ কুম্ভীরাশ্রু
100. Cry over split milk
বৃথা অনুশোচনা করা
101. Cut to the quick
আঘাত দিয়ে কথা বলা
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ