আমরা জানি পৃথিবীতে বিভিন্ন ভাষা-ভাষীর মানুষ বসবাস করেন । বিভিন্ন জনগোষ্ঠীর লোক আলাদা আলাদা ভাষায় তাদের অভিমত ব্যক্ত করেন । এই ভাষাই হলো মানুষের মনের ভাব প্রকাশের একমাত্র অন্যতম মাধ্যম । সুতরাং মনের ভাব প্রকাশের জন্য ভাষার গুরুত্ব অপরিসীম ।
যাইহোক আমারা যদি পৃথিবীর জনসংখ্যার হিসাবে দেখি তাহলে বলতে হয় যে এই বিপুল জনগোষ্ঠীর সর্বাধিক মানুষ "Mandarin"ভাষায় কথা বলেন । এই ভাষাটা হল চৈনিক ভাষা । যদিও এই চৈনিক ভাষা অনেক প্রকারের হয়ে থাকে । অবশ্য এই প্রকারভেদ সব ভাষাতেই বর্তমান ।
সামগ্রিক ভাবে বলতে গেলে এই চৈনিক ভাষায় (Mandarin)মোট জনসংখ্যার প্রায় পনের শতাংশের কিছু বেশি মানুষ কথা বলেন । এই চৈনিক মান্দারিন ভাষায় পৃথিবীর জনসংখ্যার সবচেয়ে বেশি মানুষ কথা বললেও এই ভাষা দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যাবে না , যেটা যাবে ইংরেজি ভাষা দিয়ে । আপনি পৃথিবীর যে প্রান্তেই জান ইংরেজি ভাষা জানে বা বোঝে বা বলতে পারে এমন মানুষ অবশ্যই খুঁজে পাবেন ।
এর পরেই যে ভাষার স্থান রয়েছে সেটি হলো ইংরেজি ভাষা । মোট জনসংখ্যার প্রায় বারো শতাংশ মানুষ এই ভাষায় কথা বলে থাকেন । এখন মনে প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীর বেশিরভাগ মানুষই যদি মান্দারিন ভাষায় কথা বলে তাহলে আমরা ইংরেজি ভাষাটা কেন শিখব । ইংরেজি ভাষা শেখার অজস্র কারন আছে কিন্তু না শেখার কোনো কারণ নেই । এই ভাষা দিয়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ কথা বলে থাকে ।
ইংরেজি ভাষা সমগ্র বিশ্বকে সমৃদ্ধ করেছে । পৃথিবীর প্রায় সকল দেশ ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে । এই ভাষা হল বিজ্ঞান, ইন্টারনেট ও গুরুত্বপূর্ণ গবেষণার ভাষা । পৃথিবীর প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন মানুষ এই ভাষা বোঝেন । সুতরাং আপনি যদি ইংরেজি ভাষা জানেন তাহলে কিন্তু পৃথিবীর কুড়ি শতাংশ মানুষের মধ্যে একজন হবেন । পৃথিবীর যে প্রান্তেই জান ইংরেজি ভাষা জানে এমন মানুষ আপনি খুঁজে পাবেনই পাবেন । সমগ্র পৃথিবী ঘুরে বেড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ইংরেজি ভাষা ।
ইংরেজি ভাষা জানা থাকলে আয় এর উৎস বাড়াতে পারবেন । কোন মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে চাইলেও এই ভাষাটা জানা জরুরী ।কেবল তাই নয়,এই ভাষা জানা থাকলে পৃথিবীর কোনো দেশে বিপদে পরতে হবে না । ইংরেজি জানে বা বোঝে এমন লোক খুজে পাওয়া যাবেই যাবে । ইংরেজিতে কথা বলতে পারলে বিদেশে কাজের পথকে সুগম করবে । আপনি সমাজে এরকম অনেক মানুষ দেখতে পাবেন যারা শুধুমাত্র ইংরেজি জানার এবং বলতে পারার কারণে জীবনকে অনেকটা সহজ করে তুলতে পেরেছে ।
ইংরেজি জানা থাকলে ইন্টারনেটকে সঠিকভাবে ব্যবহার করে জ্ঞানের ভান্ডার কে বিকশিত করতে পারবেন । কেননা ইন্টারনেটে বেশিরভাগ লেখা-লেখি ইংরেজি ভাষার মাধ্যমে হয়ে থাকে । তাছাড়া এই ভাষা বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছে । পৃথিবীতে এমন কোন বিখ্যাত সাহিত্য নেই যেটি ইংরেজি ভাষায় অনূদিত হয় নি । শুধুমাত্র ইংরেজির জানার কারণে আপনি বিশ্ব সাহিত্য সম্পর্কে অবগত হতে পারবেন ।
শুধু তাই নয় উচ্চ শিক্ষা এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজি ভাষার জুড়ি মেলা ভার। ইংরেজি ভাষা ছাড়া উচ্চ শিক্ষা লাভ করা প্রায় অসম্ভব। এই ভাষা দ্রুত ক্যারিয়ার তৈরি করতেও সাহায্য করে এবং আয়ের রাস্তাকে প্রশস্ত করে। যেকোনো উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কিন্তু ইংরেজি ভাষাতেই পড়তে হবে । শুধু বিদেশের বিশ্ববিদ্যালয় নয় আমাদের নিজের দেশের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ভাষা হল ইংরেজি ।
আমরা জানি ইংরেজি ভাষা হল আন্তর্জাতিক ভাষা । পৃথিবীর বেশিরভাগ দেশ এবং প্রদেশের আঞ্চলিক ভাষা যাই হোক না কেন অফিসিয়াল ভাষা কিন্তু এই ইংরেজি ভাষা । শুধু তাই নয় সাহিত্য জগতের ক্ষেত্রেও ইংরেজি ভাষার ব্যাপকতা ও বিস্তার বিশাল । সুতরাং এই বিশ্বকে ভালোভাবে বুঝতে ও জানতে হলে আমাদের ইংরেজি ভাষা শিখতেই হবে । আপনি যদি ইংরেজি জেনে থাকেন তাহলে কোথাও গিয়ে আপনাকে বিপদে পড়তে হবে না ।
চাকরি জীবন শুরু করতে প্রথম যে জিনিসটার প্রয়োজন সেই বায়োডাটাও কিন্তু ইংরেজিতে লেখা হয়। তাছাড়া ডাক্তারবাবুরা ইংরেজীতেই প্রেসক্রিপশন করে থাকেন। ওষুধ পত্রের নামও কিন্তু ইংরেজিতে থাকে। আবার আমরা যে মেডিকেল রিপোর্ট গুলো করি সেই রিপোর্ট গুলোও ইংরেজিতে লেখা হয়। তাহলে চিন্তা করুন ইংরেজী না জানলে প্রতি পদে পদে আমাদের কত সমস্যার সম্মুখীন হতে হবে। ইংরেজি কেন শিখতে হবে তা খুঁটে খুঁটে বলতে গেলে শেষ করা মুশকিল হয়ে পড়বে। ভালো করে বিশ্লেষণ করলে দেখা যাবে ইংরেজি ভাষা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
আপনারা বলতে পারেন যে আমি ইংরেজির হয়ে সাফাই গাইছি । না আমি কোন ভাষার হয়ে সাফাই গাইছে না শুধু বাস্তবটা বোঝাতে চাইছি । আমার মাতৃভাষা বাংলা । আমি যেমন আমার মাকে ভালোবাসি তেমনি আমার মাতৃভাষাকে ও শ্রদ্ধা করি । কিন্তু পৃথিবীতে সবাই বড় হতে চাই । এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে ইংরেজি ভাষা শিখতে হবে । কিন্তু সেটা কখনোই নিজের মাতৃভাষা কে অবহেলা করে নয় । ইংরেজি না জানলে আমাদেরকে অনেক পিছিয়ে পড়তে হবে । সবাই চাই ভালোভাবে এবং সচ্ছল ভাবে বাঁচতে । তাই যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আপগ্রেড করতে হবে ।
এবার বলি যেকোনো ভাষা বুঝতে,লিখতে ও বলতে হলে সেই ভাষার ব্যকরণ (Grammar) সম্মন্ধে অবশ্যই জ্ঞান থাকা দরকার । যদি আমরা ইংরেজি ভাষা শিখতে,বুঝতে,লিখতে ও বলতে চাই তাহলেও আমাদের ইংরেজি ব্যকরণ (English Grammar) শিখতে হবে । ইংরেজি গ্রামারের basic knowledge-ই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট । কেননা স্পোকেন ইংলিশ এর ক্ষেত্রে গ্রামার অতটা ম্যাটার করে না ।
আমরা আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে Alphabet থেকে শুরু করে সব বিষয়গুলি সম্পর্কে জানার চেষ্টা করব । এরপর থেকে আমরা Basic Level থেকে শুরু করে Advance Level পর্যন্ত পর্যালোচনা করবো যাতে আমরা সহজেই ইংরেজি ভাষাটাকে শিখতে পারি । ইংরেজি শেখার জন্য আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকুন ।
0 মন্তব্যসমূহ