বাংলায় যে 52 টি বর্ণ বা অক্ষর রয়েছে সেগুলোতে উচ্চারণ করতে কোন ইংরেজি Letter বা অক্ষর ব্যবহার করতে হবে সেটা না জানলে বাংলা শব্দকে ইংরেজিতে লেখা কঠিন হয়ে পড়বে । যেমন কোনো বাংলা নামকে আমরা ইংরেজিতে কেমন করে লিখব সেটা জানতে হলে আমাদের আগের শিখতে হবে বাংলা বর্ণ গুলো কে কিভাবে ইংরেজি লেটার এর সাহায্যে উচ্চারণ করা হয় । তাই এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে । তাই সবাই খুব মনযোগ সহকারে এই অধ্যায়টা দেখবে এবং মুখস্ত করবে , যাতে পরবর্তীতে তোমাদের কোনো অসুবিধায় পড়তে না হয় ।
বাংলা বর্ণের উচ্চারণ করতে কোন ইংরেজি Letter ব্যবহার করতে হয় তা এই lesson এ আলোচনা করার চেষ্টা করব ।
বাংলা বর্ণের উচ্চারণ English Letter
অ A
আ A,U
ই I
ঈ EE
উ U
ঊ OO
এ E
ঐ AI,OI
ও O
ঔ AU,OU
ক,কা K,KA
খ,খা KH,KHA
গ,গা G,GA
ঘ,ঘা GH,GHA
ঙ NG
চ,চা CH,CHA
ছ,ছা CH,CHA,CHH,CHHA
জ,জা J,JA
ঝ,ঝা JH,JHA
ট,টা T,TA
ঠ,ঠা TH,THA
ড,ডা D,DA
ঢ,ঢা DH,DHA
ণ N,NA
ত,তা T,TA
থ,থা TH,THA
দ,দা D,DA
ধ,ধা DH,DHA
ন,না N,NA
প,পা P,PA
ফ,ফা PH,PHA
ব,বা B,BA
ভ,ভা BH,BHA
ম,মা M,MA
য,যা J,JA
র,রা R,RA
ল,লা L,LA
শ,শা SH,SHA
ষ,ষা SH,SHA
স,সা S,SA
হ,হা H,HA
ক্ষ,ক্ষা KSH,KSHA
ড় R,RA
য় Y
ৎ T
ং N,NG
উপরের ছকটি খুব ভালো করে আয়ত্ত করতে হবে যাতে বাংলা বর্ণের উচ্চারণে কোন কোন ইংরেজি Letter বা অক্ষর ব্যবহার করা হয় তা শিখতে পারা যায় ।
0 মন্তব্যসমূহ