LIKE TO HAVE ( কিছু করে দেখতে চাই / চাওয়া ) এর ব্যবহার


                 Like to have             

  ( কিছু করে দেখতে চাই / চাওয়া )      


        বাংলা বাক্যে যদি কিছু করে দেখতে চাই বা কিছু করে দেখতে চাওয়া অর্থ প্রকাশ পায় সে ক্ষেত্রে Like to have ব্যবহার করতে হবে। 


  Structure:- 

 Sub+like to have+verb1+obj

            


I like to have a look at this book

আমি এই বইটি একবার দেখতে চাই 


I like to have a drink

আমি পানীয় পান করে দেখতে চান ।


I like to have a try

আমি চেষ্টা করে দেখতে চাই ।


I like to have a Write

আমি একটু লিখে দেখতে চাই ।


I like to have a post in this group

আমি এই গ্রুপে একটি পোস্ট করতে চাই ।


I like to have a eat

আমি খেয়ে দেখতে চাই ।


I like to have a learn English language

আমি ইংরেজি ভাষা শিখতে চাই ।


I like to a have a talk

আমি কথা বলতে চাই ।


I like to have taste

আমি স্বাদ পেতে চাই ।


He likes to have a go there

সে সেখানে গিয়ে দেখতে চায় ।


She likes to have a walk

সে একটু হেঁটে দেখতে চায় ।


Joy likes to have a meet with me

জয় আমার সঙ্গে দেখা করতে চায় ।


I like to have a hard work

আমি একটু কঠোর পরিশ্রম করে দেখতে চাই ।


I like to have a fly in the sky

আমি আকাশে উড়ে দেখতে চাই ।


I like to have a sing

আমি একটি গান গেয়ে দেখতে চাই ।


He likes to have a talk with me

তিনি আমার সাথে কথা বলে দেখতে চান ।


         সবাইকে আরো অনেক নতুন নতুন Sentence বা বাক্য গঠন করে Practice বা অভ্যাস  করতে হবেে।  তবেই মুখের জরতা কাটবে এবং Fluency বারবে ।                                                       

              


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ