( ইংরেজি বাক্যাংশ )
"Phrase" বলতে বোঝায় কতগুলি পদের সমষ্টি কে, যা একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় । Sentence এ এইসব Phrase প্রয়োগ করলে Sentence টি অনেক বেশি শ্রুতিমধুর হয় । এগুলি বাংলা অর্থসহ ভালো করে মুখস্থ করে রাখতে হবে , যাতে Sentence বা বাক্য গঠন করার সময় এই Phrases বা শব্দগুচ্ছ গুলোকে ব্যবহার করা যায় । Sentence বা বাক্যকে আলংকারিক করতে Phrase বা শব্দগুচ্ছের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ ।
এই Lesson এ কতগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত English Phrases শিখে নেওয়া যাক ।
Today
আজ
Today morning
আজ সকালে
Today afternoon
আজ বিকেলে
Tonight
আজ রাতে
Yesterday
গতকাল
Yesterday morning
গতকাল সকালে
Yesterday afternoon
গতকাল বিকেলে
Last night
গত রাতে
Day before yesterday
গত পরশু
On the last Sunday afternoon
গত রবিবার বিকেলে
The Monday before the last
গত সোমবারের আগের সোমবার
Tomorrow
আগামীকাল
Tomorrow morning
আগামীকাল সকালে
Tomorrow afternoon
আগামীকাল বিকালে
Day after Tomorrow
পরশু
The Tuesday after the next
পরের মঙ্গলবার
The week after the next
পরের সপ্তাহে
Every Wednesday
প্রতি বুধবার
On alternate days/Every other days
বিকল্প দিনগুলিতে
One day in a week
সপ্তাহে একদিন
After every hours
প্রতি ঘন্টা পরে
Seven days in a week
সপ্তাহে সাত দিন
One day or other
একদিন না একদিন
Previous day
আগের দিন
Next day
পরের দিন
Only the other day
শুধু অন্য দিন
The very day
সেইদিন
Very tomorrow
সেই কালকে
At a later date
পরবর্তী তারিখ
In due time
যথাসময়ে
From time to time
মাঝে মাঝে
For the time being
আপাতত
Before day
দিনের আগে
By day
দিনের মধ্যে
One of these days
এই দিন গুলোর মধ্যে একটি
One of those days
ঐ দিন গুলোর মধ্যে
Day long
দিনব্যাপী
Not be one's day
কারও দিন হবে না
Better day
শুভ দিন
in these days
এই দিনগুলোতে
in those days
ওই দিনগুলোতে
At the end of the day
দিনের শেষে
Day by day
দিনের পর দিন
All day long
সারা দিন ব্যাপী
As days go
যত দিন যাচ্ছে
As day goes
যত দিন যায়
Day off
ছুটি
0 মন্তব্যসমূহ