IMPERSONAL "IT" (অব্যক্তিগত "IT") এর ব্যবহার -:- HOW TO USE "IMPERSONAL IT"



             Impersonal "It" 

            ( অব্যক্তিগত "It" )

        


       এই অধ্যায়ে Impersonal "It" বিষয়ে আলোচনা করা হচ্ছে । ইংরেজি ভাষায় এগুলির বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে । শুদ্ধ ইংরেজি বলতে বা লিখতে হলে এসব শিখে রাখা খুবই প্রয়োজন ।

     

       "It" শব্দটির বাংলা অর্থ হলো "ইহা" । Sentence এর শুরুতে অনেক সময়ে "It" শব্দটি ব্যবহার করা হয়ে থাকে । কিন্তু এইসব ক্ষেত্রে "It" এর কোন অর্থ থাকে না । এই ধরনের "It" কে বলা হয় Impersonal "It" বা  অব্যক্তিগত "It"। 


Structure:- 

        Sub + be verb + .................


       এখন  উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যাক:-

           

 It is raining now

এখন বৃষ্টি হচ্ছে ।


      এই Sentence টিতে "It" এর কোনও অর্থ নেই । কিন্তু is raining now এর অর্থ আছে । তাই এই "It" কে বলা হয় impersonal "It" বা অব্যক্তিগত "It" ।


       আরো কিছু উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক:-            


 It was evening then

তখন ছিল সন্ধ্যা বেলা ।


 It is easy to say but difficult to do

বলা সহজ কিন্তু করা কঠিন ।


 It is very difficult to do the work

কাজটি করা খুব কঠিন ।


 It was not raining then

তখন বৃষ্টি হচ্ছিল না ।


 It is he who has done this work

সেই এই কাজটি করেছে ।


 It is now nine o'clock 

এখন নয়টা বাজে । 


 It is easy to write the letter

চিঠিটা লেখা সহজ ।


 It is now 5 p.m.

এখন বিকাল 5 টা বাজে ।


 It was morning when they came to our house

তারা যখন আমাদের বাড়ি এসেছিল তখন সকাল।


 It is very cold today

আজ খুব শীত পড়েছে ।


 Is it morning now?

এখন কি সকাল ?


 Was it raining then?

তখন কি বৃষ্টি হচ্ছিল ?


 It was stormy weather then 

তখন ঝড়ো আবহাওয়া ছিল ।


 It was evening when the cold wind was blowing

যখন ঠান্ডা হাওয়া বইছিলো তখন ছিল সন্ধ্যা ।


 It is very lonely here

এখানে খুব নির্জন ।


 It is getting dark

অন্ধকার হয়ে যাচ্ছে ।


 It is difficult for him to overcome the situation

পরিস্থিতিটা সামলানো তার পক্ষে কঠিন ।


 It was nearly midnight when I heard the sound of a horrible blast 

যখন আমি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শুনেছিলাম তখন প্রায় মধ্যরাত্রি ।


 It was exactly at 11 p.m. when the robbers attacked 

যখন ডাকাতেরা আক্রমণ করেছিল তখন ঠিক রাত এগারোটা বাজে ।



             উপরের সবগুলো Sentence এ "It" এর কোনো অর্থ নেই কিন্তু Sentence শুরু হয়েছে "It" দিয়ে । তাই এগুলি Impersonal "It" । কিন্তু এইসব ক্ষেত্রে "It" না বসালে ইংরেজি ভাষার নিয়ম অনুযায়ী Sentence গুলি ভুল হবে । এবং এগুলোর কোনো অর্থই থাকবে না ।

                                                

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ