MODAL AUXILIARY VERB " CAN "( পারা ) - এর ব্যবহার শিখুন



      Modal Auxiliary Verbs 

  


          Modal Verb সাধারণত Auxiliary Verb হিসাবে ব্যবহৃত হয়ে থাকে । এরা Principal verb এর আগে বসে বাক্যকে নতুন অর্থ প্রদান করে । Modal verbs গুলি হল - Can , Could , May , Might , Shall , Should , Will , Would , Must , Ought to , Dare to ইত্যাদি । Modal verb এর পর verb এর base form অর্থাৎ Present participle form ব্যবহৃত হয় ।

 

         এই অধ্যায়ে আমরা  Modal Verb "CAN" নিয়ে আলোচনা করব ।


                               -: CAN  :-

                            ( পারা )


      Can শব্দের অর্থ পারা । বর্তমান সময়ের সামর্থ্য প্রকাশ করতে Can ব্যবহার করা হয়ে থাকে । নিচে Can এর কিছু প্রয়োজনীয় ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো -



 বর্তমান সময়ের সাধারন কোন সক্ষমতা বোঝাতে Can ব্যবহৃত হয় । যেমন :- 


 I can do the work. 

= আমি কাজটি করতে পারি ।


 Sujoy can speak English fluently. 

= সুজয় সাবলীলভাবে ইংরেজি বলতে পারে ।


 Can you play football ?

= তুমি কি ফুটবল খেলতে পারো ? 


 He can sing well. 

= সে ভালো গান গাইতে পারে ।


 You can ask me. 

= তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ।



 অনুমতি দিতে এবং অনুমতি নিতে Can ব্যবহৃত হয় । যেমন :- 


 Can you lend me your pen ? 

= তুমি কি আমাকে তোমার কলম ধার দিতে পারো ?


 You can take this pen.

= তুমি এই কলমটি নিতে পারো ।


 Can we play here ?

= আমরা কি এখানে খেলতে পারি ?


 You can play here.

= তোমরা এখানে খেলতে পারো 


 You can stop writing now.

= তুমি এখন লেখা বন্ধ করতে পারো ।



 কোন ঘটনার সম্ভাবনা বোঝাতে Can ব্যবহৃত হয় । যেমন :- 


 Sound pollution can be dangerous.

= শব্দ দূষণ ভয়ঙ্কর হতে পারে ।


 He can come to me. 

= সে আমার কাছে আসতে পারে ।


 Your handwriting can be improved.

= তোমার হাতের লেখা আরো ভালো হতে পারে ।


 It can rain today. 

= আজ বৃষ্টি হতে পারে ।


 Can electricity be dangerous ?

= বিদ্যুৎ কি বিপজ্জনক হতে পারে ? 



 উপদেশ , পরামর্শ বা প্রস্তাব বোঝাতে Can ব্যবহৃত হয় । যেমন :- 


 You can go to the police.

= তুমি পুলিশের কাছে যেতে পারো ।


 You can help the poor.

= তুমি গরিবদের সাহায্য করতে পারো ।


 You can read this book if you like.

= আপনি চাইলে এই বইটি পড়তে পারেন ।


 They can apply to the government for this matter.

= এই বিষয়ের জন্য তারা সরকারের কাছে আবেদন করতে পারে ।


 You can go if you want.

= তুমি যদি চাও তাহলে যেতে পারো ।



 কারোর জন্য কোন কাজ করার প্রস্তাব বোঝাতে Can ব্যবহৃত হয় । যেমন :- 


 Can I help you ?

= আমি কি তোমাকে সাহায্য করতে পারি ? 


 Can I write this letter for you ?

= আমি কি তোমার জন্য চিঠিটা লিখতে পারি ? 


 Can I carry your bag ?

= আমি কি তোমার ব্যাগটি বহন করতে পারি ? 


 Can I call a doctor ?

= আমি কি ডাক্তার কে ডাকতে পারি ?


 Can I do this work for you ?

= আমি কি তোমার জন্য কাজটি করতে পারি ? 



 অধিকার এবং নিষেধ বোঝাতে Can ব্যবহৃত হয় । যেমন :- 


 A teacher can punish his students.

= শিক্ষক মহাশয় তার ছাত্রদের শাস্তি দিতে পারেন ।


 You can not do this now.

= তুমি এখন এটা করতে পারো না । 



 The children cannot play here.

= শিশুরা এখানে খেলতে পারে না ।


 You can not smoke here. 

= তুমি এখানে ধূমপান করতে পারো না ।


 Father can chide his children.

= বাবা তার সন্তানদের বকতে পারেন ।



 ঘটমান অর্থে অনুমান বোঝাতে can have + verb3 ব্যবহৃত হয় । যেমন :- 


 Where can he have gone ?

= সে কোথায় যেতে পারে ?


 They cannot have understood.

= তারা বুঝতে পারে না ।


 We can have breakfast on the way.

= আমরা যাওয়ার পথে প্রাতঃরাশ করতে পারি ।



 I can have read it before examination.

= আমি পরীক্ষার আগে এটি পড়ে নিতে পারি ।


 He can have met the minister.

= তিনি মন্ত্রীর সাথে দেখা করতে পারেন ।


আশাকরি Can এর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয়ে যত বেশি চর্চা করা যাবে ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।


আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।


পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।


বিশেষ দ্রষ্টব্য:-

(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)


PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM

            

                             

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ