( পারতো বা পারতাম )
"Could" শব্দের অর্থ হলো পারত বা পারতাম । এই পারতো বা পারতাম টা হল ইচ্ছা নির্ভর । Can এর Past হিসাবে Could ব্যবহার করা হয় । Sentence এ Could কিভাবে প্রয়োগ করতে হয় তা এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে । এখানে ব্যবহার ক্ষেত্র গুলি কে লক্ষ্য করতে হবে ।
Could এর ব্যবহারিক ক্ষেত্রগুলি নিম্নে আলোচনা করা হল :-
Can এর Past রূপ হিসাবে অর্থাৎ অতীতের সক্ষমতা বোঝাতে Could ব্যবহার করা হয় ।যেমন :-
He could do the work.
সে কাজটি করতে পারত ।
Geeta could go there.
গীতা সেখানে যেতে পারত ।
Ajoy I could finish the work.
অজয় কাজটি শেষ করতে পারত ।
She could do the sum.
সে অংকটি করতে পারত ।
You could speak with them.
তুমি তাদের সঙ্গে কথা বলতে পারতে ।
কিছু করার ইচ্ছা বোঝাতে Wish এর সঙ্গে Could ব্যবহার করা হয় । যেমন :-
I wish I could fly in the sky.
ইচ্ছা করে যদি আকাশে উড়তে পারতাম ।
I wish I could do the sum now.
ইচ্ছা করে যদি অংকটা এখনই করতে পারতাম ।
I wish I could speak English fluently.
ইচ্ছা করে সাবলীলভাবে যদি ইংরেজি বলতে পারতাম।
I wish I could work for my country.
আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম ।
I wish I could maintain a good health.
আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম ।
সম্ভাবনা বোঝাতে Could ব্যবহার করা হয় । যেমন :-
My father Could be in the market.
আমার বাবা সম্ভবত বাজারে আছেন ।
My mother Could be in the kitchen.
আমার মা সম্ভবত রান্নাঘরে আছেন ।
Mintu Could be in the office now.
মিন্টু সম্ভবত এখন অফিসে আছে ।
She Could be in the school.
সে সম্ভবত স্কুলে আছে ।
He could be in the bus.
সে সম্ভবত বাসে আছে ।
Request বা অনুরোধ বোঝাতে Could ব্যবহার করা হয় । Could , Can এর চেয়েও অনেক বেশি নম্র এবং বিনীত । যেমন :-
Could you lend me ten rupees ?
আপনি কি আমাকে 10 টাকা ধার দিতে পারেন ?
Could you tell me the way to the market?
আপনি কি আমাকে বাজারে যাওয়ার রাস্তাটা দেখাতে পারেন ?
Could not you come another day ?
আপনি কি অন্য কোন দিন আসতে পারেন না ?
Could you give me your pen ?
আপনি কি আমাকে আপনার কলমটা দিতে পারেন ?
Could I pay the electricity bill ?
আমি কি ইলেকট্রিসিটি বিল জমা দিতে পারি ?
Permission বা অনুমতি চাইতে Could ব্যবহার করা হয় । যেমন :-
Could I borrow your car ?
আমি কি আপনার গাড়িটি ধার নিতে পারি ?
Could I tell you something ?
আমি কি আপনাকে কিছু বলতে পারি ?
Could he ask you something ?
সে কি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারে ?
Could I use your pen ?
আমি কি আপনার কলম ব্যবহার করতে পারি ?
Could I sit here ?
আমি কি এখানে বসতে পারি ?
উপদেশ বা পরামর্শ বোঝাতে Could ব্যবহার করা হয়ে থাকে । যেমন :-
You could have helped the poor.
তুমি গরীব মানুষদের সাহায্য করতে পারতে ।
You could have given up smoking.
তুমি ধূমপান ত্যাগ করতে পারতে ।
You could have achieved the target.
তুমি টার্গেট পূরণ করতে পারতে ।
You could have learnt English here.
তুমি এখানে ইংরেজি শিখতে পারতে ।
He could have prayed for me.
সে আমার জন্য প্রার্থনা করতে পারত ।
Criticism বা কোনো কাজ না করার জন্য কোন ব্যক্তিকে সমালোচনা করতে Could ব্যবহার করা হয় । যেমন :-
You could told me that you were doing it.
তুমি আমাকে বলতে পারতে যে তুমি এটা করছিলে ।
He could ask his father before he tooks the loan.
সে লোনটি নেওয়ার আগে তার বাবার কাছে জিজ্ঞাসা করতে পারত ।
You could took permission before you going to abroad.
বিদেশ যাওয়ার আগে আপনি অনুমতি নিতে পারতেন ।
She could ask me before going to the wedding ceremony of Raju.
সে রাজুর বিবাহ অনুষ্ঠানে যাওয়ার আগে আমার কাছে জিজ্ঞাসা করতে পারত ।
Mintu could ask me before buying the mobile phone.
মিন্টু মোবাইল ফোন কেনার আগে আমাকে জিজ্ঞাসা করতে পারত ।
Could এর আরো অনেক ব্যবহার আছে , সেগুলো আমরা পরে ধাপে ধাপে আলোচনা করব ।
আশাকরি Could এর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয়ে যত বেশি চর্চা করা যাবে ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ