ONE DAY OR OTHER ( কোন না কোন একদিন ) এর ব্যবহার



         One day or other                 
      কোন না কোন একদিন /                             একদিন না একদিন 
 

      
        বাংলা বাক্যে যদি ভবিষ্যতে কোন না কোন একদিন বা একদিন না একদিন কিছু হওয়া বা করা অর্থ প্রকাশ পায় তাহলে সেই বাক্য ইংরেজিতে অনুবাদ করার সময় Oneday or other ব্যবহার করতে হবে । 

Structure:-                                                  Oneday or other + future sentence

              

One day or other, I will be successful in life

একদিন না একদিন আমি জীবনে সফল হব ।


One day or other, I will punish you

কোন না কোন একদিন আমি তোমাকে শাস্তি দেব।


One day or other, I will die

একদিন না একদিন আমি মরে যাব ।


One day or other, I will teach you

কোন না কোন একদিন আমি তোমায় শিক্ষা দেব।


One day or other, I will visit Taj Mahal

একদিন না একদিন আমি তাজমহল ঘুরে দেখব।


One day or other, I will learn English

একদিন না একদিন আমি ইংরেজি শিখব ।


One day or other, I will be your friend.

কোন না কোন একদিন আমি তোমার বন্ধু হব ।


One day or other, I will do something for poor people

একদিন না একদিন আমি দরিদ্র মানুষের জন্য কিছু করব ।


One day or other, he will be established in life

একদিন না একদিন সে জীবনে প্রতিষ্ঠিত হবে ।


One day or other, they must do something for the society

একদিন না একদিন তাঁরা অবশ্যই সমাজের জন্য কিছু করবে ।


One day or other , I will marry you 

একদিন না একদিন আমি তোমাকে বিয়ে করব ।


One day on other, I will be a teacher.

একদিন না একদিন আমি শিক্ষক হব।

    

        সবাইকে আরো অনেক নতুন নতুন Sentence বা বাক্য গঠন করে Practice বা অভ্যাস  করতে হবেে।  তবেই মুখের জরতা কাটবে এবং Fluency বারবে ।                                                     


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ