PERSON (পুরুষ) কাকে বলে? PERSON কত প্রকার ও কি কি? Person নিয়ে বিস্তারিত আলোচনা

    


                    -: Person :-

                    ( পুরুষ )


     বাংলায় যাকে "পুরুষ" বলে ইংরেজিতে তাকেই বলে "Person"। Person শব্দের অর্থ হলো ব্যক্তি। আর এই ব্যক্তিকেই বাংলা ব্যাকরণে বলা হয় পুরুষ। বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকার। যথা

১. উত্তম পুরুষ

২. মধ্যম পুরুষ 

          ও

৩. প্রথম পুরুষ 

ইংরেজিতেও তেমনি Person তিন প্রকার। যথা 

1. First Person 

2. Second Person 

              &

3.Third Person 


          -: First Person :-

             ( উত্তম পুরুষ )


"আমি" ও "আমরা" বাচক যেসব Word আছে তাদেরকেই বলে First Person বা উত্তম পুরুষ।

আমি , আমার , আমাকে , আমরা , আমাদের , আমাদেরকে ইত্যাদি শব্দ কে বাংলায় বলে উত্তম পুরুষ। তেমনই I , My , Me , We , Our , Us , Myself , Ourselves ইত্যাদি word কে ইংরেজিতে বলা হয় First Person।

এবার First Person দিয়ে কিছু Sentence তৈরি করা যাক।


I am a student.

আমি একজন ছাত্র।

We should respect our parents.

আমাদের বাবা মাকে সম্মান করা উচিত।

This is my pen.

এটা আমার কলম।

Give me a glass of water.

আমাকে এক গ্লাস জল দাও।

There is a temple in our village.

আমাদের গ্রামে একটি মন্দির আছে।

Cow gives us milk.

গুগোল আমাদেরকে দুধ দেয়।


          -: Second Person :-

              ( মধ্যম পুরুষ )

তুমি ও তোমরা বাচক যেসব word আছে তাদেরকে Second Person বা মধ্যম পুরুষ বলে।

তুমি , তোমরা ইত্যাদি শব্দ কে বাংলায় বলে মধ্যম পুরুষ। You , Your ইত্যাদি word কে ইংরেজিতে বলা হয় Second Person।

এবার Second Person দিয়ে কিছু Sentence তৈরি করা যাক।


You are a learner.

তুমি একজন শিক্ষার্থী।

You have a book.

তোমার একটি বই আছে।

It is your phone.

এটা তোমার ফোন।

You may go now.

তুমি এখন যেতে পারো।

You have no sister.

তোমার কোন বোন নেই।

You may go now.

তোমরা এখন যেতে পারো।


এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে "You"এর অর্থ "তুমি" আবার "You" এর অর্থ "তোমরা" উভয়ই হয়।


           -: Third Person :-

              ( প্রথম পুরুষ )


সে , তারা , এটা , রাম-শ্যাম-যদু-মধু ( কোন মানুষের নাম ) , কুকুর , বিড়াল , পাখি ( কোন জীব জন্তুর নাম ) ইত্যাদি শব্দ কে বাংলায় প্রথম পুরুষ বলে।

He , She , They , It , Ram , Amal , Gita , Dog , Cat , Bird ইত্যাদি word কে ইংরেজিতে বলা হয় Third Person।

অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি 

"আমি -আমরা, তুমি -তোমরা ছাড়া

 রইল বাকি যারা 

Third Person তারা।"

এবার Third Person দিয়ে কিছু Sentence বা বাক্য তৈরি করা যাক।


Amar is a good student.

অমর একজন ভালো ছাত্র।

It is my pen.

এটা আমার কলম।

They are good players.

তারা ভাল খেলোয়ার।

He is a good boy.

সে ভালো ছেলে।

Gita sings well.

গিতা ভালো গান গায়।

She is a good writer.

সে একজন ভাল লেখিকা।


এই অধ্যায়টি ভালো করে শিখতে হবে। প্রয়োজনে নিজের খাতায় লিখে অভ্যাস করতে হবে। Person সম্বন্ধে সঠিকভাবে জানা না থাকলে Sentence শুদ্ধভাবে লিখতে বা বলতে পারা যাবে না। কেননা Person এর উপর Sentence এর Verb নির্ভর করে। এগুলো সম্পর্কে পরবর্তী অধ্যায় গুলোতে বিস্তারিতভাবে জানতে পারা যাবে।


আশাকরি "Person" সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।


আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।


পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।


বিশেষ দ্রষ্টব্য:-

(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)



PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM        

                           

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ