-: Parts of Speech কি ও এর প্রকারভেদ :-
Part of Speech কি?
Part of Speech আসলে কি তা এর নামের মধ্যেই লুকিয়ে আছে। 'Part' যার অর্থ হল 'অংশ' এবং 'Speech' যার অর্থ হলো 'কথা' বা 'বাক্য'। অর্থাৎ Part of Speech এর মূল অর্থ দাঁড়ালো বাক্যের অংশ। Sentence বা বাক্য কতগুলো word বা শব্দের সমন্বয়ে গঠিত হয়। এই word গুলি যখন sentence- এ ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। আর এই পদ গুলি হল Part of Speech বা বাক্যের অংশ। কিন্তু যখন এই word গুলি sentence-এ ব্যবহৃত না হয়ে আলাদা আলাদাভাবে থাকে তখন এগুলোকে word বা শব্দ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম Part of Speech আসলে কাকে বলে।
এবার একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক-
Kolkata was the capital of India.
এই sentence- এ ছয়টি word আছে কিন্তু পদ আছে পাঁচটি। এই পাঁচটি পদ বা word- ই হলো Part of Speech বা বাক্যের এক একটি অংশ। 'the' কিন্তু কোন Part of Speech নয় কেননা 'a', 'an' এবং 'the' এদেরকে article বলে।
Part of Speech কে আট ভাগে ভাগ করা হয়। অর্থাৎ sentence তৈরি করতে এই আট রকমের পদ ব্যবহৃত হয়ে থাকে। এই এক প্রকারের Part of Speech হলো -
১. NOUN বা বিশেষ্য পদ
২. PRONOUN বা সর্বনাম পদ
৩. VERB বা ক্রিয়াপদ
৪. ADVERB ক্রিয়া বিশেষণ পদ
৫. ADJECTIVE বা বিশেষণ পদ
৬. PREPOSITION বা সম্বন্ধসূচক অব্যয় পদ
৭. CONJUNCTION বা সংযোগ সূচক অব্যয় পদ
৮. INTERJECTION বা আবেগ সূচক অব্যয় পদ
সাধারণভাবে Part of Speech কে সহজে মনে রাখার জন্য J. Neale একটি মজার ছোট কবিতা রচনা করেছেন। কবিতাটি হল এইরকম--
Three Little words we often see,
The Articles a, an and the.
A Noun is the name of anything,
As school or garden, hoop or swing.
Adjectives tell the kind of noun,
As great, small, pretty, white or brown.
Instead of nouns Pronouns stand,
Her head, his face, my arm, your hand.
Verbs tell of something being done,
To read, write, count, sing, jump or run.
How things are done the Adverbs tell,
As slowly, quickly, ill or well.
A Preposition stands before,
A noun as in or through a door.
Conjunctions join the nouns together,
As man and children, wind or weather.
The Interjection shows surprise,
As oh! how pretty, ah! how wise.
জনপ্রিয় এই কবিতাটির বাংলা অনুবাদ হল--
তিনটি ছোট শব্দ নিয়ে,
Article, the, an, আর a।
কোন কিছুর নামেই ফোটে Noun এর আনন,
দোলনা কিংবা বলয়, পাঠগৃহ বা কানন।
Adjective বলে দেয় Noun এর ধরন,
বড়, ছোট, বাদামি, সাদা কিংবা মনোহরণ।
Pronoun বসে সদাই Noun এর বদলে,
তোমার হাত, আমার বাহু, তার মাথা ও মুখের আদলে।
Verb বলে করা হচ্ছেই কিছু না কিছু,
পড়া, লেখা, গোনা, গাওয়া, ছোটা, লাফ হয়েছে নিচু।
কেমন করে হচ্ছে কিছু Adverb বলে,
সুস্থ জোরে ছোটে বটে, রুগ্ন ধীরে চলে।
বসবে জেনো Preposition Noun এর আগে,
দরজার মধ্য দিয়ে ভিতরে ভাগে।
Conjunction যুক্ত করে Noun দুটি সাচ্চা,
বাতাস বা জলবায়ু, মানুষজন আর বাচ্চা।
Interjection দেখায় বিস্ময় ও হরি,
আহা! কি রুপ, কত না জ্ঞানী আনন্দেতে মরি।
এবার একে একে আট প্রকারের প্রত্যেক Part of Speech সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি।
১.NOUN বা বিশেষ্য পদ
Noun অর্থাৎ নাম। যেসব word দ্বারা ব্যাক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দোষ, গুণ প্রভৃতি বুঝায় সেইসব word কে Noun বা বিশেষ্য পদ বলে।
যেমন--
Ram, Shyam, Jadu, Madhu, Sushil প্রভৃতি হল ব্যক্তির নাম।
Pen, Book, Cap, Chair, Table প্রভৃতি হল বস্তুর নাম।
Tiger, Lion, Dog, Cat, Cow প্রভৃতি হল প্রাণীর নাম।
Kolkata, Dhaka, India, Mumbai, West Bengal প্রভৃতি হলো স্থানের নাম।
Sunday, Winter, Spring, Day, Night প্রভৃতি হলো কাল এর নাম।
Iron, Steel, Water, Milk, Tea প্রভৃতি হলো পদার্থের নাম।
Cruelty, Weakness, Madness, Cowardice প্রভৃতি হলো দোষের নাম।
Honesty, Calmness, Kindness, Intelligence, Beauty প্রভৃতি হলো গুণের নাম।
উপরের উদাহরণ গুলি থেকে বোঝাই যাচ্ছে যে কোন কিছুর নাম বুঝালেই তাকে Noun বা বিশেষ্য পদ বলে।
Noun চেনার সহজ উপায়
যা কিছু দেখতে পাওয়া যায় তাই হলো Noun বা বিশেষ্য পদ। যেমন-
Man, Beast, Bird etc.
যা কিছু কানে শুনতে পাওয়া যায় তা হলো Noun বা বিশেষ্য পদ। যেমন--
Sound, Music, Song etc.
যা কিছু শরীর দ্বারা অনুভব করা বা বুঝতে পারা যায় তা হলো Noun বা বিশেষ্য পদ। যেমন--
Hot, Cold, Air etc.
যা কিছু চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আবার শরীর দ্বারা অনুভবও করা যায় না।
যেমন--
Honesty, Poverty, Friendship etc.
Sentence এ Noun বা বিশেষ্য পদের ব্যবহার করা যাক।
The boy is reading.
বালকটি পড়ছে।
এখানে 'boy' শব্দটি হলো Noun বা বিশেষ্য পদ।
A girl is writing a letter.
একটি মেয়ে একটি চিঠি লিখছে।
এই sentence এ 'girl' ও 'letter' এই শব্দ দুটি হল Noun বা বিশেষ্য পদ।
The intelligence of Swami Vivekananda is known to all.
স্বামী বিবেকানন্দের বুদ্ধির কথা সকলেরই জানা।
এখানে 'intelligence' ও 'Swami Vivekananda' শব্দদুটি 'Noun' বা বিশেষ্য পদ।
২.PRONOUN বা সর্বনাম পদ
Latin 'Pro' শব্দের অর্থ হলো 'জন্য'। সুতরাং Pronoun এর আক্ষরিক অর্থ হলো Noun এর জন্য। অর্থাৎ Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য এর পরিবর্তে যে সব word ব্যবহৃত হয় এগুলোকে Pronoun বা সর্বনাম পদ বলা হয়।
যেমন--
I, We, You, He, She, It প্রভৃতি হলো Pronoun বা সর্বনাম পদের উদাহরণ।
Pronoun বা সর্বনাম পদের বাক্যে প্রয়োগ
Rubina is a student. She is a good girl.
রুবিনা একজন ছাত্রী। সে ভালো মেয়ে।
এখানে দুটি sentence আছে। প্রথম বাক্যে 'Rubina' হলো Noun বা বিশেষ্য পদ। দ্বিতীয় বাক্যে 'she' রুবিনার পরিবর্তে বসেছে। অতএব 'she' হলো Pronoun বা সর্বনাম পদ।
Cow is domestic animal.It gives us milk.
গরু গৃহপালিত পশু। এরা আমাদের দুধ দেয়।
এখানে দুটি বাক্য বা sentence আছে। প্রথম বাক্যে 'cow' হলো Noun বা বিশেষ্য পদ। দ্বিতীয় বাক্যে cow- এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য 'it' ব্যবহার করা হয়েছে। তাই 'it' হল Pronoun বা সর্বনাম পদ।
Robi is a good boy. He can speak English well.
এখানে প্রথম বাক্যে 'Robi' হল Noun বা বিশেষ্য পদ। কিন্তু দ্বিতীয় বাক্যে রবির পরিবর্তে 'he' ব্যবহার করা হয়েছে তাই 'he' হলো Pronoun বা সর্বনাম পদ।
pronoun-এর সংখ্যা খুবই সীমিত। নিচে খুব প্রচলিত কিছু Pronoun এর তালিকা দেওয়া হল।
I, we, us, my, me, myself, our, ours, ourselves, you, your, yours, yourself, yourselves, he, him, his, himself, she, her, hers, herself, it, its, itself, they, them, their, theirs, themselves, this, these, that, those, all, some, none, any, each, every, many, either, neither, who, whom, what, which, whose etc.
৩.VERB বা ক্রিয়াপদ
যেসব word দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, নাচা, গাওয়া প্রভৃতি অর্থাৎ এককথায় কোন কাজ করা বোঝায় সেইসব Word কে verb বা ক্রিয়াপদ বলা হয়।
যেমন--
Read, Write, Talk, Go, Sing, Dance প্রভৃতি।
Sentence এ verb এর ব্যবহার
I read.
আমি পড়ি।
এখানে 'read' দ্বারা কোন কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে, তাই 'read' হল verb।
He is going to market.
সে বাজারে যাচ্ছে।
এই বাক্যে 'going' দ্বারা কোন কাজ করা বোঝাচ্ছে, তাই এটি হলো verb।
She can speak English.
সে ইংরেজিতে কথা বলতে পারে।
এই sentence এ 'speak' শব্দ দ্বারা কোন কর্ম করা বোঝাচ্ছে, তাই এটি হলো verb।
Amit sings.
অমিত গান গায়।
এখানে 'sing' দ্বারা গান গাওয়া বোঝাচ্ছে, তাই এটি verb।
They were playing.
তারা খেলছিল।
এই বাক্যে 'playing' দ্বারা খেলা করা বোঝাচ্ছে, সুতরাং এটি verb।
৪.ADVERB বা ক্রিয়া বিশেষণ পদ
যেসব word দ্বারা verb-এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় সেইসব ওয়ার্ডকে adverb বা ক্রিয়া বিশেষণ পদ বলে।
যেমন--
Slowly, Fast, Clearly, Correctly, Carefully প্রভৃতি।
Sentence এ adverb এর ব্যবহার
She was walking slowly.
সে ধীরে হাঁটছিল।
এই বাক্যে 'slowly' শব্দ দ্বারা verb সম্পর্কে বলা হয়েছে। তাই 'slowly' হল adverb।
Joy runs fast.
জয় দ্রুত দৌড়ায়।
এখানে 'fast' দ্বারা verb কে প্রকাশ করা হচ্ছে। তাই এটি adverb।
He explained correctly.
সে সঠিকভাবে বর্ণনা করেছিল।
এই sentence এ 'correctly' শব্দ দ্বারা verb কে বর্ণনা করা হয়েছে, তাই 'correctly' হল adverb।
৫.ADJECTIVE বা বিশেষণ পদ
যেসব word দ্বারা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতি বোঝায় সেই সব word গুলোকে adjective বা বিশেষণ পদ বলে।
যেমন--
Good, Bad, Tall, Short, White, Black প্রভৃতি।
Sentence এ adjective এর ব্যবহার
RAM is a good student.
রাম ভালো ছাত্র।
এখানে 'good' শব্দটি দ্বারা রামের গুন প্রকাশ পাচ্ছে তাই 'good' হল adjective।
He is a bad boy.
সে খারাপ ছেলে।
এখানে 'bad' শব্দ দ্বারা 'boy' এর দোষ প্রকাশ পাচ্ছে তাই এটি হল adjective বা বিশেষণ পদ।
The cat was white.
বিড়ালটি সাদা ছিল।
এই sentence এ 'white' শব্দ দ্বারা বিড়ালের রং প্রকাশ করছে অতএব 'white' হলো adjective।
There is a tall tree in our house.
আমাদের বাড়িতে একটা লম্বা গাছ আছে।
এই বাক্যে 'tall' শব্দটি দ্বারা গাছের উচ্চতা সম্পর্কে বলা হয়েছে তাই 'tall' হলো adjective।
A black car is coming.
একটি কালো রঙের গাড়ি আসছে।
এই বাক্যে 'black' দ্বারা গাড়ির রং সম্পর্কে বলা হয়েছে তাই 'black' হল adjective।
উপরের sentence গুলো লক্ষ্য করলে দেখা যাবে যে adjective কখনো noun এর আগে আবার কখনো noun এর পরে বসেছে। সুতরাং এটা স্পষ্ট হলো যে adjective, noun বা pronoun এর আগেও বসতে পারে আবার পরেও বসতে পারে।
Adjective কে চিনতে গেলে noun বা pronoun কে কেমন, কতটা প্রভৃতি দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলেই adjective পাওয়া যায়।
৬.PREPOSITION বা সম্বন্ধসূচক অব্যয় পদ
'pre' শব্দের অর্থ হলো 'আগে' এবং 'position' শব্দের অর্থ হলো 'বসা' বা 'অবস্থান'। অর্থাৎ যে সমস্ত word noun বা pronoun এর আগে বসে sentence টির সঙ্গে ওই noun বা pronoun-এর সম্পর্ক নির্দেশ করে সেইসব word কে বলা হয় Preposition বা সম্বন্ধসূচক অব্যয় পদ।
যেমন--
In, On, Of, Above, Under, প্রভৃতি।
Sentence এ preposition এর প্রয়োগ
There are three books on the table.
টেবিলের উপর তিনটি বই আছে।
এই বাক্যে 'on' শব্দটি table এর আগে বসে book ও table এর মধ্যে সম্পর্ক নির্দেশ করছে তাই 'on' হলো Preposition।
He is not at home now.
সে এখন বাড়িতে নেই।
এই বাক্যে'at' শব্দটি home এর আগে বসে বাক্যের মধ্যে he ও home এর মধ্যে সম্পর্ক বলে দিচ্ছে তাই 'at' হলো Preposition।
There is a school in our village.
এই বাক্যে 'in' শব্দটি our village এর আগে বসে village এবং school এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে তাই 'in' হলো Preposition।
৭.CONJUNCTION বা সংযোগ সূচক অব্যয় পদ
যেসব word একাধিক word, phrase, clause বা sentence-কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদের বলে conjunction বা সংযোগ সূচক অব্যয় পদ।
যেমন--
And, Or, But, Because, Therefore প্রভৃতি।
বাক্যে Conjunction এর ব্যবহার
Ram and Shyam are two brothers.
রাম ও শ্যাম দুই ভাই।
এই বাক্যে 'and' Ram ও Shyam এই দুজনের মধ্যে সংযোগ ঘটাচ্ছে তাই 'and' হলো conjunction।
Come here or go there.
এখানে এসো অথবা ওখানে যাও।
এই বাক্যে 'or' দুটি বাক্য কে সংযুক্ত করছে তাই 'or' হলো conjunction।
He is a good boy but not a good student.
সে একজন ভালো ছেলে কিন্তু ভালো ছাত্র নয়।
এখানে 'but' দুটি বাক্য কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়েছে তাই 'but' হল conjunction।
৮.INTERJECTION বা আবেগ সূচক অব্যয় পদ
Interjection হঠাৎ কোনো অনুভূতি বা উত্তেজনার প্রকাশ করে। কথা বলার সময় আমরা নানা রকম ভাবে মনের ভাব প্রকাশ করে থাকি। যেমন কখনো আনন্দিত হই, কখনো দুঃখিত হই, কখনো হাসি, কখনো কাঁদি ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে মনের এইসব ভাব প্রকাশ করার জন্য আমরা যে সমস্ত word ব্যবহার করে থাকি সেইসব word কেই বলে Interjection বা আবেগ সূচক অব্যয় পদ। ব্যাকরণ গত দিক থেকে কিন্তু Interjection বাক্যের অন্য কোন শব্দের সঙ্গে যুক্ত নয়।
যেমন--
Alas!, Hurrah!, Fie!, Bravo!, Oh! প্রভৃতি।
Interjection বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করে থাকে।
যেমন--
Disgust বা বিরক্তি
Ugh!, Damn!, Phew! প্রভৃতি।
Sorrow বা দুঃখ
Alas!, Ah!, Oh! প্রভৃতি।
Surprise বা বিস্ময়
Oh!, Wow!, Oops!, Gee! প্রভৃতি।
Greetings বা সৌজন্য
Hi!, Hello!, Ho!, Bye!, Goodbye! প্রভৃতি।
Appreciation বা প্রশংসা
Bravo!, Encore! প্রভৃতি।
Hatred বা ঘৃণা
Fie!, Pooh! ইত্যাদি।
Delight বা আনন্দ উচ্ছাস
Cheers!, Hurrah!, Yippee! প্রভৃতি।
Pain বা যন্ত্রণা
Ow!, Ouch! ইত্যাদি।
বাক্যে Interjection এর ব্যবহার
Hurrah! We have won the game.
হো হো! আমরা খেলায় জিতেছি।
এখানে 'hurrah!' শব্দ দ্বারা উল্লাস প্রকাশ করা হচ্ছে তাই এটি Interjection।
Fie! You are a thief.
ছি ছি! তুমি একটা চোর।
এই বাক্যে 'fie!' দ্বারা ঘৃণা প্রকাশ পাচ্ছে তাই এটি Interjection।
Alas! He is no more.
হায় হায়! তিনি আর বেঁচে নেই।
এই sentence এ 'alas!' দ্বারা বিমর্ষতা প্রকাশ পেয়েছে তাই এটি Interjection বা আবেগ সূচক অব্যয় পদ।
Ah! Our dog has died.
আহা! আমাদের কুকুরটা মারা গেছে।
এখানে 'ah!' দ্বারা দুঃখ প্রকাশ পাচ্ছে তাই এটি Interjection।
Oh! What a nice scenery this is.
এই বাক্যে 'oh!' দ্বারা আনন্দ প্রকাশিত হয়েছে সুতরাং এটি Interjection বা আবেগ সূচক অব্যয় পদ।
আশাকরি "Part of Speech" কাকে বলে? "Part of Speech" কত প্রকার ও কি কি? সে সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ