-: Uses of Prepositions :-
আজকের এই অধ্যায়ে Preposition সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। Preposition আসলে কি তা এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে।"Pre" যার অর্থ হলো "আগে", এবং "position" যার অর্থ হলো "অবস্থান"। অর্থাৎ Preposition হলো সেই সব শব্দ যেগুলি সাধারণভাবে Noun বা Pronoun এর আগে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে সেই Noun বা Pronoun- এর সম্পর্ক নির্দেশ করে।
যেমন - I go to school.
এখানে to শব্দটি school এর আগে বসে go এবং school এর মধ্যে সম্পর্ক নির্দেশ করছে।
Preposition গুলি একা ব্যবহৃত হয় না। এগুলির অর্থ সম্পূর্ণ করার জন্য এদের পরে complement বা অর্থ পূরণকারী শব্দের প্রয়োজন হয়।
Preposition সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা পেলাম। এখন শিখতে হবে Sentence এর মধ্যে কোথায় কোন Preposition বসাতে হয়। আলাদা আলাদা Preposition গুলোকে কিভাবে Sentence- এ সঠিকভাবে ব্যবহার করতে হয় তার পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই অধ্যায়ে।
AT- এর ব্যবহার
ছোট জায়গা বোঝাতে
I live at Gangarampur.
আমি গঙ্গারামপুরে বাস করি।
He lives at small village.
শেষ ছোট গ্রামে থাকে।
নির্দিষ্ট সময় বোঝাতে
I will go there at 10:00 a.m.
আমি সকাল দশটায় সেখানে যাব।
They will come here at 4:00 p.m.
তারা বিকেল চারটায় এখানে আসবে।
গতি বোঝাতে
I was riding my bike at 60 kmph.
আমি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাইক চালাচ্ছিলাম।
কিছু নির্দিষ্ট শব্দের আগে
At noon
At dawn
At night
At first
At sunset
দাম বোঝাতে
Rice was selling at 40 rupees per kg.
চাল 40 টাকা কিলো দরে বিক্রি করা হচ্ছিল।
I bought this book at 50 rupees.
আমি এই বইটি 50 টাকা দিয়ে কিনেছিলাম।
অবস্থান বোঝাতে
Then I was not at home.
আমি তখন বাড়িতে ছিলাম না।
She is at the market now.
সে এখন বাজারে আছে।
In- এর ব্যবহার
বড় জায়গা, প্রসিদ্ধ স্থান, দেশ প্রকৃতির আগে
They live in Kolkata.
তারা কলকাতায় থাকে।
The river Ganga is in India.
গঙ্গা নদী ভারতে অবস্থিত।
The Taj Mahal is situated in India.
তাজমহল ভারতে অবস্থিত।
কোন কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে
There is nobody in the room.
ঘরের ভেতরে কেউ নেই।
Shouting in the room is a bad habit.
ঘরের মধ্যে চিৎকার করা একটা খারাপ অভ্যাস।
অবস্থা বা পরিস্থিতি বোঝাতে
He is in love.
সে প্রেমে পড়েছে।
They are in a hurry.
তাদের খুব তাড়া আছে।
She said this in anger.
সে রাগের মাথায় এটা বলেছিল।
পেশা বোঝাতে
He is in the Air force.
সে বায়ুসেনায় চাকরি করে।
I am in the army.
আমি সেনাবাহিনীতে আছি।
সাল, মাস, সময় বোঝাতে
I passed the higher secondary examination in 2010.
আমি ২০১০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলাম।
I shall go to Delhi in August.
আমি আগস্ট মাসে দিল্লি যাব।
It is very hot in summer.
গ্রীষ্মকালে খুব গরম।
কিছু নির্দিষ্ট শব্দের আগে
In morning
In evening
কোন বিষয় বা ভাষা বোঝাতে
He wrote a novel in English.
সে ইংরেজিতে উপন্যাস লিখেছিল।
She studies in Bengali.
সে বাংলায় পড়াশোনা করে।
On এর ব্যবহার
কোন কিছুর ওপর ছুঁয়ে থাকা বোঝাতে
Put this book on the table.
এ বইটি টেবিলের উপরে রাখো।
Sit on the chair.
চেয়ারের উপর বস।
There are some birds on the tree.
গাছের উপর কতগুলি পাখি আছে।
There is a frame on the wall.
দেওয়ালের উপর একটি কাঠামো আছে।
বার বা তারিখ বোঝাতে
They shall come here on Monday.
তারা সোমবার এখানে আসবে।
I went there on 5th September.
আমি ৫-ই সেপ্টম্বর সেখানে গিয়েছিলাম।
কারো প্রসঙ্গে কোন কিছু করা বোঝাতে
He was speaking on Shakespeare.
সে শেক্সপিয়ার প্রসঙ্গে বলছিল।
I was writing on Rabindranath Tagore.
আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখছিলাম।
Floor এর সংখ্যা বোঝাতে
The bank is on 3rd floor.
ব্যাংক টি তিন তলায় অবস্থিত।
She was on 5th floor.
সে পাঁচ তলায় ছিল।
By এর ব্যবহার
নিকটে বা কাছে বোঝাতে
She was standing by me all the time.
সে সবসময় আমার পাশে দাঁড়িয়েছিল।
There is a house by the temple.
মন্দিরের পাশে একটা বাড়ি আছে।
দ্বারা,দিয়া বোঝাতে
I was helped by them.
তারা আমাকে সাহায্য করেছিল।
We cook our food by gas.
আমরা গ্যাস দিয়ে আমাদের খাবার রান্না করি।
Passive voice এর ক্ষেত্রে
The thief was arrested by the police.
পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছিল।
He has been killed by the terrorist.
সে সন্ত্রাসবাদীদের হাতে মারা গেছে।
Of এর ব্যবহার
'এর' বা 'র' বোঝাতে
This is the book of mine.
এটা আমার বই।
This is the car of my uncle.
এটা আমার কাকার গাড়ি।
কারণ বোঝাতে
He died of cholera.
সে কলেরায় মারা গিয়েছিল।
I am proud of his success.
তার সাফল্যে আমরা গর্বিত।
একক বোঝাতে
Give me five Kgs of potato.
আমাকে পাঁচ কিলো আলু দাও।
Take 5 pieces of banana.
পাঁচটা কলা নাও।
সৃষ্টি বোঝাতে
This is the statue of Rabindranath Tagore.
এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি।
We like the drama of Shakespeare.
আমরা শেক্সপিয়ারের নাটক পছন্দ করি।
To এর ব্যবহার
দিকে, প্রতি বোঝাতে
They were going to school.
তারা স্কুলে যাচ্ছিল।
The tiger was running to the deer.
বাঘটা হরিণ টির দিকে দৌড়াচ্ছিল।
Verb এর গতি বোঝাতে
Come to our house.
আমাদের বাড়িতে এসো।
Go to their office.
তাদের অফিসে যাও।
সম্ভাবনা বোঝাতে
She is 30 to 40 years old.
সে ৩০ থেকে ৪০ বছর বয়স্ক।
I need 5 to 8 thousand rupees.
আমার পাঁচ থেকে আট হাজার টাকার দরকার।
সময় কাল বোঝাতে
It is quarter to ten.
এখন পৌনে দশটা বাজে।
She works from morning to night.
সে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে।
From এর ব্যবহার
হতে, থেকে বোঝাতে
She has come from Kolkata.
সে কলকাতা থেকে এসেছে।
He came from school.
সে স্কুল থেকে এসেছিল।
ব্যাপ্তি বোঝাতে
She has been suffering from fever for seven days.
সে সাত দিন ধরে জ্বরে ভুগছে।
He has been suffering from joint pain.
সে গাঁটের ব্যথায় ভুগছে।
উৎস বোঝাতে
I am from Kolkata.
আমি কলকাতায় থাকি।
Bees collect honey from flowers.
মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে।
শুরু করার স্থান, শুরু করার সময় বোঝাতে
I started my career from pharma company.
আমি ওষুধের কোম্পানিতে ক্যারিয়ার শুরু করেছিলাম।
She is returning from office.
সে অফিস থেকে ফিরছে।
Winter starts from December.
ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়।
I have been appointed as a school teacher from February 15.
আমি ফেব্রুয়ারির 15 তারিখ থেকে স্কুল শিক্ষক পদে নিযুক্ত হয়েছে।
For এর ব্যবহার
কারও বা কোন কিছুর জন্য বোঝাতে
Gather some knowledge for examination.
পরীক্ষার জন্য কিছু জ্ঞান আহরণ করো।
Earn some money for future.
ভবিষ্যতের জন্য কিছু টাকা উপার্জন করুন।
Do not wait for me.
আমার জন্য অপেক্ষা করো না।
সময়ের ব্যাপ্তি বোঝাতে
It has been raining for two hours.
দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে।
I have been reading for three hours.
আমি তিন ঘন্টা ধরে পড়ছি।
কাজ করা বোঝাতে
I am working for a pharma company.
আমি ওষুধের কোম্পানিতে কাজ করছি।
She works for a news channel.
সে নিউজ চ্যানেলের হয়ে কাজ করে।
উদ্দেশ্য বোঝাতে
I am learning English for job.
আমি চাকরীর জন্য ইংরেজি শিখছি।
He saves money for future.
সে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করছে।
বিকল্প বোঝাতে
He exchanged his bike for a new one.
সে পুরাতন বাইক পরিবর্তন করে নতুন বাইক নিয়ে ছিল।
I want to exchange my mobile phone for a new one.
আমি পুরাতন মোবাইলের বদলে নতুন মোবাইল নিতে চাই।
সময়ের ব্যাপ্তি বোঝাতে
I am going to Delhi for three months.
আমি তিন মাসের জন্য দিল্লি যাচ্ছি।
He has gone for ever.
সে চিরদিনের জন্য চলে গেছে।
কারণ বোঝাতে
I gave him gift for his birthday.
আমি তাকে জন্মদিনের জন্য উপহার দিয়েছিলাম।
Sachin Tendulkar is famous for cricket.
ক্রিকেটের কারণে শচীন তেন্ডুলকর বিখ্যাত।
মূল্য বোঝাতে
I have bought this mobile phone for ten thousand rupees.
আমি দশ হাজার টাকা দিয়ে এই মোবাইল ফোনটি কিনেছি।
He bought a pen for ten rupees.
সে দশ টাকা দিয়ে কলম কিনেছিল।
সাহায্য অর্থে
Please do something for the poor.
দয়া করে গরিব লোক গুলোর জন্য কিছু করুন।
With এর ব্যবহার
সঙ্গে, সাথে অর্থ বোঝাতে
He will go with me.
সে আমার সঙ্গে যাবে।
I live with my family.
আমি আমার পরিবারের সঙ্গে থাকি।
জর পদার্থের সাহায্যে বোঝাতে
He killed the snake with a stick.
সে লাঠি দিয়ে সাপটি মেরেছিল
Cut the mango with a knife.
ছুরি দিয়ে আমটি কাটুন।
I am writing a letter with a ball pen.
আমি বল পেন দিয়ে চিঠি লিখছি।
ধরন বোঝাতে
I enjoyed my victory with pleasure.
আমি আনন্দের সঙ্গে আমার জয়কে উপভোগ করছিলাম।
She went there with fear.
সে ভয় সেখানে গিয়েছিল।
দ্বারা, দিয়া বোঝাতে
The car was decorated with flowers.
গাড়িটি ফুল দিয়ে সাজানো ছিল।
Fill the glass with water.
জল দিয়ে গ্লাসটি পূর্ণ করো।
Before এর ব্যবহার
পূর্বে বা আগে বোঝাতে
He came before me.
সে আমার আগে এসেছিল।
The patient had died before the doctor came.
ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল।
সম্মুখে বোঝাতে
I stood before him.
আমি তাঁর সম্মুখে দাঁড়িয়ে ছিলাম।
They were fighting before me.
তারা আমার সামনে মারামারি করছিল।
After এর ব্যবহার
পরে বোঝাতে
She came after me.
সে আমার পরে এসেছিল।
We went there after five o'clock.
আমরা পাঁচটার পর সেখানে গিয়েছিলাম।
মোটের উপর বোঝাতে
After all we are Indians.
মোটের ওপর আমরা ভারতীয়।
After all she is a good girl.
মোটের ওপর সে ভালো মেয়ে।
পিছনে পিছনে বোঝাতে
The dog was running after the fox.
কুকুরটি শিয়ালের পিছনে পিছনে দৌড়াচ্ছিল।
The Police ran after the thief.
পুলিশ চোরটির পিছনে পিছনে দৌড়ে ছিল।
ঠিক পরবর্তী বোঝাতে
He is most educated after me in our village.
আমাদের গ্রামে সে আমার পরে সবচেয়ে বেশি শিক্ষিত।
She is most beautiful after me in our class.
সে আমার পরে ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী।
একের পর এক বোঝাতে
They entered the field one after another.
তারা একের পর এক মাঠে প্রবেশ করেছিল।
We have been waited day after day.
আমরা দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছি।
Between এর ব্যবহার
দুইয়ের মধ্যে বোঝাতে
I stood between two sisters.
আমি দুই বোনের মাঝে দাঁড়িয়ে ছিলাম।
He was sleeping between two brothers.
সে দুই ভাইয়ের মাঝে ঘুমাচ্ছিল।
Divide the Apple between two friends.
দুই বন্ধুর মধ্যে আপেল টি ভাগ করে দাও।
Among এর ব্যবহার
অনেকের মধ্যে বোঝাতে
Divided these mangoes among them.
আমগুলি তাদের মধ্যে ভাগ করে দাও।
He stood among his school mates.
সে তার স্কুল বন্ধুদের মধ্যে দাঁড়িয়ে ছিল।
কোন কিছুর মধ্যে বেষ্টিত থাকা বোঝাতে
There is a temple among the trees.
গাছগুলোর মাঝে একটি মন্দির আছে।
The house is among palm trees.
বাড়িটি তাল গাছ দিয়ে ঘেরা।
Behind এর ব্যবহার
পিছনে বোঝাতে
Please stand behind me.
দয়া করে আমার পিছনে দাঁড়ান।
Go behind them.
তাদের পিছনে যান।
আশাকরি "Preposition"কাকে বলে? বিভিন্ন Preposition এর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ