-: NOUN বা বিশেষ্য পদ কাকে বলে? :-
Part of Speech গুলির মধ্যে Noun হল অন্যতম। Noun অর্থাৎ নাম। যেসব word দ্বারা ব্যাক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দোষ, গুণ প্রভৃতির নাম বুঝায় সেইসব word কে Noun বা বিশেষ্য পদ বলে।
যেমন--
Ram, Shyam, Jadu, Madhu, Sushil প্রভৃতি হল ব্যক্তির নাম।
Pen, Book, Cap, Chair, Table প্রভৃতি হল বস্তুর নাম।
Tiger, Lion, Dog, Cat, Cow প্রভৃতি হল প্রাণীর নাম।
Kolkata, Dhaka, India, Mumbai, West Bengal প্রভৃতি হলো স্থানের নাম।
Sunday, Winter, Spring, Day, Night প্রভৃতি হলো কাল এর নাম।
Iron, Steel, Water, Milk, Tea প্রভৃতি হলো পদার্থের নাম।
Cruelty, Weakness, Madness, Cowardice প্রভৃতি হলো দোষের নাম।
Honesty, Calmness, Kindness, Intelligence, Beauty প্রভৃতি হলো গুণের নাম।
উপরের উদাহরণ গুলি থেকে বোঝাই যাচ্ছে যে কোন কিছুর নাম বুঝালেই তাকে Noun বা বিশেষ্য পদ বলে।
Noun চেনার সহজ উপায়
যা কিছু দেখতে পাওয়া যায় তাই হলো Noun বা বিশেষ্য পদ। যেমন-
Man, Beast, Bird etc.
যা কিছু কানে শুনতে পাওয়া যায় তা হলো Noun বা বিশেষ্য পদ। যেমন--
Sound, Music, Song etc.
যা কিছু শরীর দ্বারা অনুভব করা বা বুঝতে পারা যায় তা হলো Noun বা বিশেষ্য পদ। যেমন--
Hot, Cold, Air etc.
যা কিছু চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, আবার শরীর দ্বারা অনুভবও করা যায় না।
যেমন--
Honesty, Poverty, Friendship etc.
Sentence এ Noun বা বিশেষ্য পদের ব্যবহার
The boy is reading.
বালকটি পড়ছে।
এখানে 'boy' শব্দটি হলো Noun বা বিশেষ্য পদ।
A girl is writing a letter.
একটি মেয়ে একটি চিঠি লিখছে।
এই sentence এ 'girl' ও 'letter' এই শব্দ দুটি হল Noun বা বিশেষ্য পদ।
The intelligence of Swami Vivekananda is known to all.
স্বামী বিবেকানন্দের বুদ্ধির কথা সকলেরই জানা।
এখানে 'intelligence' ও 'Swami Vivekananda' শব্দদুটি 'Noun' বা বিশেষ্য পদ।
Function of Noun
একটি বাক্যে Noun বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।
যেমন:-
A. Subject হিসাবে
যেমন:-
Sujoy is my brother.
সুজয় আমার ভাই।
Satyajit Ray was a director.
সত্যজিৎ রায় একজন পরিচালক ছিলেন।
(বাক্য দুটিতে Noun (Sujoy+Satyajit Ray) Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।)
B. Object হিসাবে
যেমন:-
I love Mintu.
আমি মিন্টু কে ভালবাসি।
He likes Joy.
সে জয় কে পছন্দ করে।
(বাক্য দুটিতে Noun (Mintu+Joy) Object হিসেবে ব্যবহৃত হয়েছে।)
C. অন্য Noun এর Appositive হিসাবে
যেমন:-
My younger brother, Sujoy, is a good artist.
আমার ছোট ভাই, সুজয়, একজন ভালো চিত্রশিল্পী।
My brother, Mintu, is a Bank employee.
আমার ভাই, মিন্টু, একজন ব্যাঙ্ক কর্মী।
(বাক্য দুটিতে Noun (Sujoy+Mintu) প্রথম Noun এর Appositive হিসাবে ব্যবহৃত হয়েছে।)
D. Complement হিসাবে
যেমন:-
I am Pintu.
আমি পিন্টু।
She is Prianka.
সে প্রিয়াঙ্কা।
(এই বাক্য দুটিতে Noun (Pintu+Priyanka) Complement হিসেবে ব্যবহৃত হয়েছে।)
E. Preposition এর Object হিসাবে
যেমন:-
This is the pen of Amit.
এটা অমিতের কলম।
She is the sister of Sanjoy.
সে সঞ্জয়ের বোন।
(এই বাক্য দুটিতে Noun (Amit+Sanjoy) Preposition এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।)
NOUN এর শ্রেণীবিভাগ
Noun কে প্রধানত পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়।যথা--
১. Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ
২. Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ
৩. Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ
৪. Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য পদ
৫. Abstract Noun বা দোষ, গুণ, অবস্থাবাচক বিশেষ্য পদ
১. Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ
যে Noun দ্বারা কোন ব্যাক্তি বস্তু স্থান-কাল প্রভৃতির নাম বোঝায় তাকে Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। Proper Noun কে নামবাচক বিশেষ্য পদও বলা হয়।
যেমন--
Kolkata is the capital of West Bengal.
কলকাতা ভারতের রাজধানী।
এখানে Kolkata একটি স্থানের নাম।
Sujoy can dance well.
সুজয় ভালো নাচতে পারে।
এখানে Sujoy হলো বালকের নাম।
February is the second month of the year.
ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস।
এখানে February হচ্ছে মাসের নাম।
The Ganga is the holy river of India.
গঙ্গা ভারতের পবিত্র নদী।
এখানে Ganga একটি নদীর নাম।
The Mahabharata is Holy book.
মহাভারত একটি পবিত্র গ্রন্থ।
এখানে Mahabharata একটি ধর্মগ্রন্থের নাম।
ব্যাক্তি, বস্তু, স্থান, কাল, ঋতু, বার, সপ্তাহ, মাস, পর্ব, দিন, রোগ, নদী, পর্বত, সাগর প্রভৃতির নাম বোঝালেই তা Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ হবে।
২. Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ
যে Noun দ্বারা কোন এক বিশেষ শ্রেণীর প্রাণী বা বস্তু কে আলাদাভাবে না বুঝিয়ে একসঙ্গে বোঝায় তাকে Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ বলে।
যেমন--
Cow gives us milk.
গরু আমাদের দুধ দেয়।
এখানে cow সম্পূর্ণ গরু জাতি কে বোঝাচ্ছে।
Man is mortal.
মানুষ মরণশীল।
এখানে man দ্বারা সমগ্র মানবজাতিকে বোঝানো হচ্ছে।
Tiger is a ferocious animal.
বাঘ হিংস্র পশু।
এখানে tiger বলতে সমগ্র বাঘ জাতিকে বোঝানো হয়েছে।
The English is a civilized nation.
ইংরেজ হলো সভ্য জাতি।
এখানে English বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে।
We write with pen.
আমরা কলম দিয়ে লিখি।
এখানে pen বলতে একটি শ্রেণীকে বোঝানো হয়েছে।
মানুষ, গরু, ছাগল, ঘোড়া, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাতি, বই, খাতা, কলম প্রভৃতি শ্রেণি, প্রজাতি, বা জাতিকে বুঝালেই তা Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ হবে।
৩. Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ
যেসব Noun দ্বারা কোন এক শ্রেণীর বস্তুর সমস্তটাকে একসঙ্গে বোঝায় তাকে Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ বলে।
যেমন--
Iron is a hard metal.
লোহা একটি শক্ত ধাতু।
এখানে Iron বলতে সমস্ত আয়রন কে বোঝানো হচ্ছে।
We cannot live without water.
আমরা জল ছাড়া বাঁচতে পারি না।
এখানে water বলতে সকল ওয়াটার কেই বোঝাচ্ছে।
Milk is good for health.
দুধ স্বাস্থ্যের পক্ষে ভালো।
এখানে milk বলতে সমস্ত দুধ কে বোঝানো হয়েছে।
Gold is very precious thing.
সোনা খুব মূল্যবান দ্রব্য।
এখানে gold বলতে সমস্ত গোল্ড কেই বোঝাচ্ছে।
Clouds fly in the sky.
মেঘলা আকাশে উড়ে।
এখানে cloud বলতে সকল প্রকার মেঘকে বোঝানো হয়েছে।
সোনা, রূপা, লোহা, জল, দুধ, চাল, গম প্রভৃতি বস্তুর সমস্ত টাকে একসঙ্গে বুঝালেই তা Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ হবে।
৪. Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য পদ
যে সমস্ত Noun দ্বারা কোন প্রাণী বা বস্তুকে এককভাবে না বুঝিয়ে সমষ্টিগত ভাবে বোঝায় তাকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে।
যেমন--
I am a member of this club.
আমি এই ক্লাবের সদস্য।
এখানে club বলতে কিছু লোকের সমষ্টিকে বোঝাচ্ছে।
She is the president of this mahila samiti.
সে এই মহিলা সমিতির সভাপতি।
এখানে mahila samiti বলতে কিছু মহিলার সমষ্টিকে বোঝাচ্ছে।
Sujoy reads in class x.
সুজয় দশম শ্রেণীতে পড়ে।
এখানে class বলতে কিছু ছাত্রের সমষ্টিকে বোঝানো হয়েছে।
Mintu was the manager of this company.
মিন্টু এই কোম্পানীর ম্যানেজার ছিল।
এখানে company বলতে কিছু কর্মচারীর সমষ্টিকে বোঝানো হয়েছে।
Virat Kohli is the captain of Indian cricket team.
বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
এখানে team বলতে কিছু খেলোয়াড়ের সমষ্টিকে বোঝাচ্ছে।
৫. Abstract Noun বা দোষ, গুণ, অবস্থা বাচক বিশেষ্য পদ
যে সকল Noun দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে Abstract Noun বা দোষ, গুণ, অবস্থা বাচক বিশেষ্য পদ বলে।
যেমন--
Honesty is the best policy.
সততা মহৎ গুণ।
এখানে honesty একটি গুণ কে বোঝাচ্ছে।
His braveness inspired me.
তার সাহসিকতা আমাকে অনুপ্রাণিত করেছিল।
এখানে braveness হল একটি গুণের নাম।
She has been suffering from coldness for five days.
সে পাঁচ দিন ধরে ঠান্ডায় ভুগছে।
এখানে coldness একটি অবস্থার নাম।
Cruelty is harmful to all.
নিষ্ঠুরতা সকলের কাছে ক্ষতিকর।
এখানে cruelty বলতে একটি দোষকে বোঝানো হয়েছে।
He lives in below poverty level.
সে দারিদ্র্যসীমার নিচে বাস করে।
এখানে poverty একটি অবস্থার নাম।
এই সকল Noun আবার দুই প্রকারের হয়ে থাকে।
যথা:-
1. Countable Noun বা গণনাযোগ্য বিশেষ্য পদ
এবং
2. Uncountable Noun বা গণনা-অযোগ্য বিশেষ্য পদ
এই Noun গুলি সম্পর্কে নিচে আলোচনা করার চেষ্টা করছি।
1. Countable Noun বা গণনাযোগ্য বিশেষ্য পদ
মে সকল Noun কে সরাসরি গোনা যায়, সেই সকল Noun কে Countable Noun বা গণনাযোগ্য বিশেষ্য পদ বলে।
যেমন:-
Bird, Animal, Picture, Book, Egg ইত্যাদি।
মনে রাখতে হবে :-
১. Countable Noun এর দুটি রূপ আছে - Singular ও Plural ।
যেমন:-
Pen - কলম
Pens - কলমগুলি
২. Countable Noun এর পূর্বে Article (A, An, The) ব্যবহার করা যায়।
যেমন:-
A boy - একটি বালক
An umbrella - একটি ছাতা
The girl - মেয়েটি
2. Uncountable Noun বা গণনা-অযোগ্য বিশেষ্য পদ
যে সকল Noun কে সরাসরি গণনা করা যায় না সেই সকল Noun কে Uncountable Noun বলা হয়।
যেমন:-
Knowledge, Anger, Advice, Music, News ইত্যাদি।
মনে রাখতে হবে :-
১. এই Noun গুলির সবসময় Singular রূপ ব্যবহৃত হয়। এগুলির Plural রূপ নেই।
যেমন:-
Water কখনোই Waters হবে না।
২. Uncountable Noun এর আগে Article (A, An, The) বসে না।
যেমন:-
A energy বা Two milk কখনোই হবে না।
Noun in Apposition বা পরিচয় প্রকাশক বিশেষ্য পদ
যখন কোন Noun অন্য একটি Noun- এর পরে বসে প্রথম Noun টির পরিচয় প্রকাশ করে তখন ওই পরিচয় প্রকাশক বা শেষের Noun টিকে Noun in Apposition বলা হয়।
যেমন:-
Delhi, the capital of India, is a big city.
দিল্লি, ভারতের রাজধানী, একটি বড় শহর।
(এই বাক্যে Delhi হল Noun এবং the capital of India হল Noun in Apposition)
Jyoti Basu, the chief minister of West Bengal, is no more.
জ্যোতি বসু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আর জীবিত নেই।
(এই বাক্যে Jyoti Basu হল Noun এবং the chief minister of West Bengal হল Noun in Apposition)
The Ganga, the holy river, is blowing through West Bengal.
গঙ্গা, পবিত্র নদী, পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বয়ে চলেছে।
(এই বাক্যে The Ganga হল Noun এবং the holy river হল Noun in Apposition)
Rabindranath Tagore, the great poet, won the Nobel prize.
রবীন্দ্রনাথ ঠাকুর, মহান কবি, নোবেল পুরস্কার জিতেছিলেন।
(এই বাক্যে Rabindranath Tagore হল Noun এবং the great poet হল Noun in Apposition)
Sourav Ganguly, one of the famous cricketers, will come here today.
সৌরভ গাঙ্গুলী, অন্যতম বিখ্যাত ক্রিকেটার, আজ এখানে আসবেন।
(এই বাক্যে Sourav Ganguly হল Noun এবং one of the famous cricketers হল Noun in Apposition)
মনে রাখার বিষয় :-
১. Noun in Apposition এর আগে ও পরে একটি করে Comma (,) বসে।
২. Noun in Apposition এর প্রথমে "The" বসতেও পারে আবার নাও বসতে পারে।
Verbal Noun
মে সকল Noun Verb এর সাথে 'ing' যোগ করে গঠিত হয় তাদের কে Verbal Noun বলা হয়।
যেমন:-
His acting inspired me so much.
তার অভিনয় আমাকে খুব অনুপ্রাণিত করেছিল।
(এখানে Verb (act) এর সাথে 'ing' যোগ করে Noun (acting) গঠিত হয়েছে।)
Her drawing was creative.
তার অংকন ছিল সৃজনশীল।
(এখানে Verb (draw) এর সাথে 'ing' যুক্ত হয়ে Noun (drawing) গঠিত হয়েছে।)
Verbal Noun এর গঠন অনেক সময় নিচের কাঠামো অনুযায়ী হয়ে থাকে।
"The+Verbal Noun+of................."
যেমন:-
The playing of the boys was very good.
ছেলে গুলোর খেলা খুব ভাল ছিল।
The dancing of the girls was so funny.
মেয়েগুলোর নাচ খুব মজার ছিল।
এখানে ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রতি ক্ষেত্রেই উপরের কাঠামো অনুযায়ী Sentence গঠিত হয়েছে।
আশাকরি "Noun"কাকে বলে? Noun কত প্রকার ও কি কি? এবং প্রত্যেক প্রকার Noun সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ