Sentence বা বাক্য হলো মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম । তাই Sentence বা বাক্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা সবার থাকা দরকার । সুতরাং Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি? এবং Sentence কিভাবে গঠন করতে হয় তা আমাদের জানতে হবে , যাতে আমরা ভাষাটাকে খুব সহজে রপ্ত করতে পারি । যেকোনো ভাষার ক্ষেত্রেই Sentence বা বাক্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।
SENTENCE কাকে বলে? ও
SENTENCE গঠনের পদ্ধতি
কতগুলি word পাশাপাশি বসিয়ে সেই মিলিত Word গুলি দ্বারা যদি মনের ভাব সম্পূর্ণ অর্থপূর্ণভাবে প্রকাশ পায় তাহলে উক্ত Word এর সমষ্টিকে Sentence বা বাক্য বলে । আমরা কাউকে কিছু বলতে এই Sentence বা বাক্য ব্যবহার করে থাকে । Word গুলিকে সঠিক ভাবে সাজিয়ে Sentence বা বাক্য গঠন করতে হয় ।
যেমন,
# I love you.
আমি তোমাকে ভালোবাসি ।
# They were students.
তারা ছাত্র ছিল ।
# I am a teacher.
আমি একজন শিক্ষক ।
এখানে কিন্তু মনে রাখতে হবে কয়েকটি Word শুধু পাশাপাশি বসলেই Sentence হবে না । Word গুলি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করতে হবে তবেই Sentence হবে ।
যেমন,
"School to go I" এখানে কতগুলি Word পাশাপাশি লিখলেও কিন্তু Sentence হয়নি । কারণ এটা থেকে কোনো অর্থই প্রকাশ পাচ্ছে না । কিন্তু যদি লিখি-"I go to school" তাহলে এটি একটি Sentence হবে । কারণ এর অর্থ খুবই পরিষ্কার - "আমি স্কুলে যাই" ।
আবার যদি লিখি- "the fish files in the sky" (মাছ আকাশে ওড়ে) । এর অর্থ পরিষ্কার হলেও কিন্তু এটা Sentence নয় । কারণ এই Sentence এর বক্তব্যে অসংগতি আছে - মাছ কোনদিনই আকাশে উড়তে পারে না । সুতরাং Word গুলি পাশাপাশি বসে সত্য এবং শাশ্বত কোন অর্থ প্রকাশ করতে হবে ।
বোঝার সুবিধার জন্য আরও কয়েকটি উদাহরণ দেওয়া হল -
The sun rises in the west (সূর্য পশ্চিম দিকে ওঠে) । The cow eats meat (গরুটি মাংস খায় ) । Cheetah runs slow (চিতা আস্তে দৌড়ায় ) । এগুলির কোনোটিই Sentence নয় । কারণ এগুলোর কোনোটিই সত্য নয় ।
PART OF A SENTENCE
Sentence বা বাক্য দুটি অংশের সমন্বয়ে গঠিত।
যথা --
1. SUBJECT বা উদ্দেশ্য
ও
2. PREDICATE বা বিধেয়
Sentence - এ যে ব্যাক্তি, বস্তু বা বিষয়কে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে আমরা কিছু বলি বা লিখি তাকে বলে SUBJECT বা উদ্দেশ্য ।
Sentence বা বাক্যের SUBJECT বা উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা বা লেখা হয় তাকেই বলা হয় PREDICATE বা বিধেয় । অর্থাৎ Sentence এর মধ্যে SUBJECT বা উদ্দেশ্য বাদ দিয়ে বাকি সবটুকুই PREDICATE বা বিধেয় ।
অর্থাৎ
Sentence-এর কর্তা হল SUBJECT এবং কর্তা যাকিছু করে বা বলে বা কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় তা হল PREDICATE ।
এবার কয়েকটি উদাহরণ দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে -
Ram is a student-
রাম হয় একজন ছাত্র
এটি একটি Sentence বা বাক্য । এই Sentence এ 'Ram' সম্পর্কে বলা হয়েছে । অর্থাৎ 'Ram' হল Subject বা উদ্দেশ্য । আবার Ram সম্পর্কে বলা হচ্ছে সে একজন ছাত্র (is a student) । অর্থাৎ বাকি অংশটুকু (is a student) হলো PREDICATE বা বিধেয় ।
They own the prize- তারা উপহার জিতেছিল
এই Sentence বা বাক্যে 'They' বা তাদের সম্পর্কে বলা হচ্ছে । 'They' হল SUBJECT আর বাকি অংশটুকু (won the prize) হল PREDICATE বা বিধেয় ।
Sujoy is writing a letter- সুজয় একটি চিঠি লিখছে
এই Sentence এ 'Sujoy' হল SUBJECT এবং বাকি সবটুকু অংশ অর্থাৎ 'is writing a letter' হল PREDICATE বা বিধেয় ।
SENTENCE এর প্রকারভেদ
সেন্টেন্স কে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা--
১. Affirmative Sentence বা
হ্যাঁ- বাচক বাক্য
২. Negative Sentence বা না- বাচক বাক্য
উভয় প্রকার Sentence কে আবার কার্যকারিতা বা অর্থগত দিক থেকে পাঁচটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়।এই ভাগ গুলিকে উপ-বিভাগও বলা হয়। মনে রাখতে হবে, সমস্ত উপ-বিভাগই Affirmative ও Negative উভয় প্রকারের হতে পারে। Sentence এর এই উপ-বিভাগ গুলি হল-
1. Assertive Sentence বা বিবৃতিমূলক বাক্য
2. Interrogative Sentence বা প্রশ্নবোধক বা জিজ্ঞাসা সূচক বাক্য
3. Imperative Sentence বা আদেশ, উপদেশ ও অনুরোধ সূচক বাক্য
4. Optative Sentence বা ইচ্ছা ও আশীর্বাদ মূলক বাক্য
5. Exclamatory Sentence বা আনন্দ, দূঃখ, শোক, বেদনা ও বিস্ময় সূচক বাক্য
নিচে Sentence-এর উপবিভাগ গুলি সম্পর্কে আলোচনা করা হল।
1. ASSERTIVE SENTENCE বা বিবৃতিমূলক বাক্য
বাংলা ভাষায় যে সমস্ত বিবৃতিমূলক বাক্য থাকে সেগুলো কে ইংরেজিতে Assertive Sentence বলা হয়। আমরা কাউকে কিছু বলতে অর্থাৎ আমাদের বক্তব্য বা মতামত প্রকাশ করতে যে ধরনের বাক্য ব্যবহার করে থাকি। এই বাক্যগুলি হ্যাঁ-বোধক ও হতে পারে আবার না বোধক ও হতে পারে।
RULES:-
১. এই বাক্যগুলি সবসময় Subject বা কর্তা দিয়ে শুরু হয়।
২. কর্তার পরেই Verb বা ক্রিয়া বসে।
৩. বাক্যের শেষে Full Stop (.) বসে।
Structure:-
"Sub+Verb+................................. ."
যেমন--
He is a student.
সে একজন ছাত্র।
She didn't do the work.
সে কাজটি করে নি।
I am an English teacher.
আমি একজন ইংরেজি শিক্ষক।
They will not go.
তারা যাবে না।
Sumit is writing a letter.
সুমিত একটি চিঠি লিখছে।
2. INTERROGATIVE SENTENCE বা প্রশ্নবোধক বাক্য
বাংলা ভাষায় যে সকল বাক্য দিয়ে প্রশ্ন করা হয় বা কোন কিছু জিজ্ঞাসা করা হয় সেই বাক্যগুলি কেই ইংরেজিতে Interrogative Sentence বলে। জিজ্ঞাসা সূচক বাক্যগুলি হ্যাঁ বোধক ও হতে পারে আবার না বোধকও হতে পারে।
RULES:-
১. প্রশ্নবোধক বাক্যগুলি Verb দিয়ে শুরু হয়।
২. জিজ্ঞাসা সূচক বাক্যগুলি Wh- word দিয়েও শুরু হয়।
৩. প্রশ্নবোধক বাক্যের শেষে Question mark (?) থাকে।
Structure:-
"Verb/be verb/do verb/have verb/modal verb+sub+..............….. ?"
"Wh word+verb+sub+.................... ?"
যেমন--
Are you a teacher?
আপনি কি একজন শিক্ষক?
Is he not a student?
সে কি ছাত্র নয়?
When will you go there?
আপনি সেখানে কখন যাবেন?
Have you any car?
তোমাদের কি কোন গাড়ি আছে?
Did she not do the work?
সে কি কাজটি করে নি?
3. IMPERATIVE SENTENCE বা আদেশ উপদেশ অনুরোধ সূচক বাক্য
যেসব Sentence বা বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ করা প্রভৃতি বোঝায় এ ধরনের বাক্যকে ইংরেজিতে Imperative Sentence বলে। Imperative Sentence হ্যা বোধক ও না-বোধক উভয় প্রকারের হতে পারে।
RULES:-
১. এই বাক্যগুলি verb-এর Present Form দিয়ে শুরু হয়।
২. এইসব বাক্যের Subject বা কর্তা হিসেবে Second Person (You) সবসময়ই উহ্য থাকে।
৩. বাক্যের শেষে Full Stop (.) থাকে।
Structure:-
"Verb+obj+..…..........…............ ."
যেমন--
Come here.
এখানে এস।
Go there.
সেখানে যাও।
Open the door.
দরজাটা খোলো।
Do not stand up on the table.
টেবিলের উপর দাঁড়িও না।
Do not speak loudly.
জোরে কথা বলো না।
4. OPTATIVE SENTENCE বা ইচ্ছা ও আশীর্বাদ সূচক বাক্য
যে সব Sentence বা বাক্য দ্বারা ইচ্ছা বা আশীর্বাদ সূচক অর্থ প্রকাশ পায় সেগুলো কে ইংরেজিতে Optative Sentence বলে। ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য হ্যা বোধক ও না-বোধক উভয় প্রকারের হতে পারে।
RULES:-
১. এই সকল বাক্য দ্বারা ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পায়।
২. এই বাক্যগুলি বেশিরভাগ ক্ষেত্রে May বা Let বা Long দিয়ে শুরু হয়।
৩. বাক্যের শেষে Full Stop (.) থাকে।
Structure:-
"May/Let+sub+verb (Assertive Sentence)+......................... ."
যেমন--
May God bless you.
ঈশ্বর তোমার মঙ্গল করুন।
May you be happy.
তুমি সুখী হও।
Let me go home.
আমাকে বাড়ি যেতে দাও।
Long live the king.
রাজা মশাই দীর্ঘজীবী হোন।
May she not be happy.
সে সুখী হবে না।
May you not be successful.
তুমি সফল হবে না।
5. EXCLAMATORY SENTENCE বা আনন্দ, দুঃখ, শোক, বেদনা ও বিস্ময় সূচক বাক্য
যে সব Sentence বা বাক্য দ্বারা আনন্দ, দুঃখ, সুখ, বিষাদ, বেদনা, উল্লাস, বিস্ময় প্রভৃতি মনের ভাব প্রকাশ পায় তাকে ইংরেজিতে Exclamatory Sentence বলা হয়। এক্ষেত্রেও হ্যা বোধক অর্থ ও না বোধক অর্থ প্রকাশ পায়।
RULES:-
১. এই Sentence গুলি কখনো কখনো Interjection দিয়ে শুরু হয় এবং Interjection এর পরে Exclamation mark (!) বসে।
২. এই বাক্যগুলি আবার অনেক সময় Wh Word দিয়ে শুরু হয়।
৩. বাক্যের শেষে Exclamation mark (!) থাকে।
Structure:-
"Interjection !+sub+verb+................ ."
"Wh word+complement+sub
+verb !"
যেমন--
Hurrah! We have won the game.
হো হো! আমরা খেলায় জিতেছি।
How beautiful the picture is!
ছবিটা দেখতে কি সুন্দর!
Ah! They haven't won the prize.
আঃ! তারা পুরস্কার টি জিততে পারেনি।
Fie! You are a thief.
ছি ছি! তুমি একটা চোর।
What a fool she is!
সে কী বোকা!
Alas! He is no more.
হায় হায়! তিনি আর বেঁচে নেই।
আশাকরি Sentence সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয়ে যত বেশি চর্চা করা যাবে ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
Sentence এর গঠনগত দিক নিয়ে এর পরের কোন অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করব।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
1 মন্তব্যসমূহ
Post টি পড়ে খুব ভালো লাগল
উত্তরমুছুন