PRONOUN বা সর্বনাম পদ কাকে বলে?
Latin 'Pro' শব্দের অর্থ হলো 'জন্য'। সুতরাং Pronoun এর আক্ষরিক অর্থ হলো Noun এর জন্য। অর্থাৎ Noun এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য এর পরিবর্তে যে সব word ব্যবহৃত হয় এগুলোকে Pronoun বা সর্বনাম পদ বলা হয়।
এককথায় Noun এর পরিবর্তে যেসব word ব্যবহৃত হয় তাকে Pronoun বা সর্বনাম পদ বলে।
যেমন--
I, We, You, He, She, It প্রভৃতি হলো Pronoun বা সর্বনাম পদের উদাহরণ।
এই অধ্যায়ে Pronoun সম্পর্কে বিস্তারিত আলোচনার চেষ্টা করছি।
Rubina is a student. She is a good girl.
রুবিনা একজন ছাত্রী। সে ভালো মেয়ে।
এখানে দুটি sentence আছে। প্রথম বাক্যে 'Rubina' হলো Noun বা বিশেষ্য পদ। দ্বিতীয় বাক্যে 'she' রুবিনার পরিবর্তে বসেছে। অতএব 'she' হলো Pronoun বা সর্বনাম পদ।
Cow is domestic animal.It gives us milk.
গরু গৃহপালিত পশু। এরা আমাদের দুধ দেয়।
এখানে দুটি বাক্য বা sentence আছে। প্রথম বাক্যে 'cow' হলো Noun বা বিশেষ্য পদ। দ্বিতীয় বাক্যে cow- এর পুনরাবৃত্তি এড়ানোর জন্য 'it' ব্যবহার করা হয়েছে। তাই 'it' হল Pronoun বা সর্বনাম পদ।
Robi is a good boy. He can speak English well.
এখানে প্রথম বাক্যে 'Robi' হল Noun বা বিশেষ্য পদ। কিন্তু দ্বিতীয় বাক্যে রবির পরিবর্তে 'he' ব্যবহার করা হয়েছে তাই 'he' হলো Pronoun বা সর্বনাম পদ।
pronoun-এর সংখ্যা খুবই সীমিত। নিচে খুব প্রচলিত কিছু Pronoun এর তালিকা দেওয়া হল।
I, we, us, my, me, myself, our, ours, ourselves, you, your, yours, yourself, yourselves, he, him, his, himself, she, her, hers, herself, it, its, itself, they, them, their, theirs, themselves, this, these, that, those, all, some, none, any, each, every, many, either, neither, who, whom, what, which, whose ইত্যাদি.
PRONOUN এর শ্রেণীবিভাগ
Pronoun প্রধানত নয় প্রকারের হয়ে থাকে।
যথা--
১. Personal Pronoun বা ব্যক্তিগত সর্বনাম পদ
২. Possessive Pronoun বা অধিকার সূচক সর্বনাম পদ
৩. Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম পদ
৪. Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম পদ
&
Emphatic Pronoun বা ঝোঁকপ্রবণ সর্বনামপদ
৫. Relative Pronoun বা সম্বন্ধসূচক সর্বনাম পদ
৬. Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম পদ
৭. Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম পদ
৮. Distributive Pronoun বা জাতী বা দলের অন্তর্গত প্রতিটি ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনাম পদ
৯. Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম পদ
প্রত্যেক প্রকার প্রোনাউন কাকে বলে? এবং Sentence এ তাদের ব্যবহার উদাহরণ সহযোগে আলোচনা করা হল-
১. Personal Pronoun বা ব্যক্তিবাচক সর্বনাম পদ
যেসব Pronoun কোন Noun এর পরিবর্তে না বসে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয় সেসব Pronoun কে Personal Pronoun বা ব্যক্তিগত সর্বনাম পদ বলে।
যেমন--
I, me, we, us, you, your, they, them, he, him, she, her, it ইত্যাদি।
<<<উদাহরণ>>>
I am an English teacher.
আমি একজন ইংরেজি শিক্ষক।
এখানে I কোন Noun এর পরিবর্তে না বসে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে।
You have a dog.
তোমার একটি কুকুর আছে।
এখানে You কোন Noun এর পরিবর্তে বসেনি।
Thou face is very beautiful.
তোমার মুখমন্ডল খুব সুন্দর।
এখানে Thou কোন Noun এর পরিবর্তে বসেনি, ব্যক্তিগতভাবে বসেছে।
Types of Personal Pronoun
Personal Pronoun কে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়।
যথা:-
>>> First Person বা উত্তম পুরুষ
এই Pronoun গুলি First Person হিসাবে ব্যবহৃত হয়।
যেমন:-
I, my, me, we, our, us ইত্যাদি।
>>> Second Person বা মধ্যম পুরুষ
এই Pronoun গুলি Second Person হিসাবে ব্যবহৃত হয়।
যেমন:-
You, your, yours, thou, thy, thee, thine ইত্যাদি।
>>> Third Person বা প্রথম পুরুষ
এই Pronoun গুলি Third Person হিসাবে ব্যবহৃত হয়।
যেমন:-
He, him, his, she, her, hers, they, them, it ইত্যাদি।
Personal Pronoun কখনও কখনও Subject আবার কখনও কখনও Object হিসাবে ব্যবহৃত হয়। এবার তালিকার মাধ্যমে আমরা এই রূপগুলি দেখব।
Subject --------------------- Object
I me
We us
You you
He him
She her
They them
It it
২. Possessive Pronoun বা অধিকার সূচক সর্বনাম পদ
যেসব Pronoun কোন ব্যাক্তি, বস্তু বা প্রানীর অধিকার কে নির্দেশ করে সেইসব Pronoun কে Possessive Pronoun বলে।
যেমন:-
My, mine, our, ours, your, yours, his, hers, their, theirs, its ইত্যাদি।
<<<উদাহরণ>>>
He is my friend.
সে আমার বন্ধু।
এখানে my শব্দ দ্বারা অধিকার কে নির্দেশ করছে।
This is your book.
এটা তোমার বই।
এই বাক্যে your শব্দ দ্বারা অধিকার কে প্রকাশ করছে।
It was first job of mine.
এটা ছিল আমার প্রথম চাকরি।
এখানে mine শব্দ দ্বারা অধিকার প্রকাশ পাচ্ছে।
দুই ধরনের Possessive বা অধিকার সূচক শব্দ আছে এবং প্রতিটির আলাদা আলাদা কাজও আছে।এই দুই ধরনের Possessive হল-
>>> Possessive Adjective
Possessive Adjective Noun এর আগে বসে Adjective এর কাজ করে।
যেমন:-
He is my brother.
সে আমার ভাই।
This is your pen.
এটা তোমার কলম।
Sumit is her home tutor.
সুমিত তার গৃহশিক্ষক।
ওপরের Sentence গুলিতে Possessive (my, your, her) Noun এর আগে বসে Adjective হিসাবে কাজ করছে।
>>> Possessive Pronoun
Possessive Pronoun এর পরে কোন Noun বসে না। এগুলো সরাসরি Pronoun হিসাবে কাজ করে।এই Pronoun গুলির আগে অনেক সময় 'of' বসে।
যেমন:-
He is brother of mine.
সে আমার ভাই।
This pen is yours.
এইটা তোমার কলম।
Sumit is home tutor of hers.
সুমিত তার গৃহশিক্ষক।
ওপরের Sentence গুলিতে Possessive (mine, yours, hers) Pronoun হিসাবে কাজ করছে।
নিচের তালিকার মাধ্যমে Possessive Adjective ও Possessive Pronoun এর পার্থক্য দেখে নেওয়া যাক-
Possessive Adj ----------- Possessive Pron
My mine
Our ours
Your yours
Thy thine
His his
Her hers
Their theirs
Its its
৩. Demonstrative Pronoun বা নির্দেশ সূচক সর্বনাম পদ
যে সমস্ত Pronoun কোনো ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করে সেই সব Pronoun কে বলে Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম পদ।
যেমন--
This, these, that, those, it, such ইত্যাদি।
<<<উদাহরণ>>>
These are my pens.
এগুলো আমার কলম।
এখানে These শব্দ দ্বারা একটি কলম কে নির্দেশ করে বলা হয়েছে।
Those are her books.
ওগুলো তার বই।
এখানে Those শব্দ দ্বারা একটি বইকে কে নির্দেশ করা হয়েছে।
It is a car.
এটা একটা গাড়ি।
এখানে It বলতে একটি গাড়িকে নির্দেশ করা হচ্ছে।
This is a dog.
এটা একটা কুকুর।
এখানে This দ্বারা কুকুরকে নির্দেশ করা হয়েছে।
That is an elephant.
ওইটা একটা হাতি।
এখানে That দ্বারা একটি হাতিকে নির্দেশ করে বলা হচ্ছে।
মনে রাখতে হবে
Demonstrative গুলির দুটি Number হয় - Singular ও Plural। এখানে মনে রাখতে হবে it বসে কেবলমাত্র জড়বস্তুর বেলায় it হল singular word, এর plural হিসেবে they ব্যবহৃত হয়। প্রাণী ও জড় বস্তু উভয়ের বেলাতেই this, that ব্যবহৃত হয়। কাছের জিনিস কে বোঝাতে this ও these এবং দূরের জিনিস কে বোঝাতে that ও those বসে। This এবং that হল singular word। This এর plural হল these এবং that এর plural হল those।
৪. Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম পদ
আমি নিজে, তুমি নিজে, সে নিজে, তারা নিজেরা, আমরা নিজেরা, তোমরা নিজেরা প্রভৃতি আত্মবাচক শব্দ কে ইংরেজিতে Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম পদ বলে। Reflexive Pronoun সাধারণত Verb বা Preposition এর পরে বসে। Reflexive Pronoun দ্বারা subject ও object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে।
যেমন--
Myself, ourselves, yourself, yourselves, himself/herself, themselves ইত্যাদি।
<<<উদাহরণ>>>
I learnt myself English.
আমি নিজে ইংরেজি শিখেছিলাম।
এখানে myself একটি আত্মবাচক শব্দ।
He blamed himself for his failure.
সে তার ব্যর্থতার জন্য নিজেকেই দোষারোপ করল।
এখানে himself একটি আত্মবাচক শব্দ।
They saved themselves.
তারা নিজেরা নিজেদেরকে রক্ষা করেছিল।
এখানে themselves অর্থাৎ 'তারা নিজেরা' একটি আত্মবাচক শব্দ।
Emphatic or Emphasizing Pronoun বা ঝোঁকপ্রবণ সর্বনাম পদ
গঠনগত দিক থেকে Emphatic Pronoun এবং Reflexive Pronoun একই হয়। এটিও Personal Pronoun এর সঙ্গে 'self' ও 'selves' যুক্ত করে গঠিত হয়। Subject-র উপর জোর প্রদান করতে এদের প্রয়োগ করা হয়। প্রথমে Noun বা Pronoun ব্যবহার করে তারপরে Emphatic Pronoun ব্যবহার করা হয়। Subject আর কারো সাহায্য না নিয়ে নিজেই কাজটি করছে এটা জোর দিয়ে বোঝাতে Emphatic Pronoun ব্যবহার করা হয়।
যেমন--
Myself, ourselves, yourself, yourselves, himself/herself, themselves ইত্যাদি।
<<<উদাহরণ>>>
I myself went there.
আমি নিজে সেখানে গিয়েছিলাম।
এখানে Myself Subject-র উপর জোর প্রদান করছে।
He himself has done this.
সে নিজে কাজটি করেছে।
এই বাক্যে Himself Pronoun এর পরে বসে Subject-র উপর জোর প্রদান করছে।
They themselves came here.
তারা নিজেরা এখানে এসেছিল।
এই Sentence এ Themselves Pronoun এর পরে বসে এর অর্থ কে আরও জোর দিয়ে উল্লেখ করছে।
Reflexive ও Emphatic Pronoun এর দুটি রূপ ব্যবহৃত হয়। নিচের তালিকায় Reflexive Pronoun ও Emphatic Pronoun এর Singular এবং Plural রূপ দেখে নেওয়া যাক-
Singular form ------------ Plural form
Myself Ourselves
Yourself Yourselves
Himself/Herself Themselves
Itself Themselves
৫. Relative Pronoun বা সম্বন্ধসূচক সর্বনাম পদ
Who, which ও that এই তিনটি word যখন কোন sentence এ ব্যবহৃত হয়ে সেই sentence এ প্রথমে ব্যবহৃত হওয়া Noun এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন এই word গুলিকে বলে Relative Pronoun বা সম্বন্ধসূচক সর্বনাম পদ।
যেমন--
Who, whom, whose, which, what ইত্যাদি।
<<<উদাহরণ>>>
A boy has come here who is a dancer.
একটি ছেলে এখানে এসেছে যে একজন নৃত্যশিল্পী।
এখানেও who প্রথমে ব্যবহৃত Noun 'boy' এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে।
Give me your book who is you purchased some days ago.
তোমার বই টা আমাকে দাও যেটা কয়েকদিন আগে কিনেছিলে।
এখানে which প্রথমে ব্যবহৃত Noun 'book' এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।
Balaram has given me a pen that was his favourite.
বলরাম আমাকে একটি কলম দিয়েছে যেটা তার প্রিয় ছিল।
এখানে that বলরামের সাথে সম্পর্ক স্থাপন করছে।
৬. Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম পদ
যেসব Pronoun নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝায় সেসব Pronoun কে Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম পদ বলে।
যেমন--
Any, one, some, many, none ইত্যাদি।
<<<উদাহরণ>>>
Both of them are student.
তারা দুজনেই ছাত্র।
এখানে both of them দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না।
One of you will go there.
তোমাদের মধ্যে একজন সেখানে যাবে।
এখানে one of you দ্বারা নির্দিষ্ট কোন লোক কে বোঝাচ্ছে না।
Anyone of you can give answer.
তোমাদের মধ্যে যে কেউ উত্তর দিতে পারো।
এখানে anyone of you দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না।
৭. Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম পদ
Who, What, When, Where Which এই word গুলি যখন প্রশ্নবোধক হিসেবে sentence এ ব্যবহৃত হয় তখন এগুলিকে Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম পদ বলা হয়।
যেমন--
Who, what, when, where, which ইত্যাদি।
<<<উদাহরণ>>>
Who are you?
তুমি কে?
এখানে who প্রশ্নবোধক শব্দ রূপে ব্যবহৃত হয়েছে।
What are you doing?
তুমি কি করছ?
এখানে what প্রশ্নবোধক word রূপে ব্যবহৃত হয়েছে।
Which is your pen?
তোমার কলম কোনটি?
এখানে which প্রশ্নবোধক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।
এখানে মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে who, বস্তুর ক্ষেত্রে which, ব্যক্তি ও বস্তু উভয়ের ক্ষেত্রে what ব্যবহৃত হয়।
৮. Distributive Pronoun বা জাতি বা দলের অন্তর্গত প্রতিটি ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনাম পদ
কোন এক নির্দিষ্ট জাতী, দল বা শ্রেণীর অন্তর্গত প্রত্যেক ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে সমস্ত Pronoun ব্যবহৃত হয় সেগুলিকে Distributive Pronoun বলে। এক জাতি, দল বা শ্রেণীর না হলে সেইসব Pronoun কে Distributive Pronoun বলা যাবে না।
যেমন--
Each, either, neither ইত্যাদি।
<<<উদাহরণ>>>
Each of the players played well.
খেলোয়ারদের সকলেই ভালো খেলেছিল।
এখানে each দ্বারা প্রত্যেক প্লেয়ার কে নির্দেশ করা হয়েছে।
You may give me either of your wrist watches.
তুমি তোমার যে কোন একটা হাত ঘড়ি আমাকে দিতে পারো।
এখানে either শব্দটি প্রত্যেক রিস্ট ওয়াচ কে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে।
Neither of the pens is good.
কলমগুলির একটাও ভাল নয়।
এখানে neither দ্বারা প্রত্যেকটি কলম কে বোঝানো হয়েছে।
৯. Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম পদ
যে সব Pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর সম্বন্ধ কে প্রকাশ করে তাকে Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম পদ বলে।
যেমন:-
Each other, One another ইত্যাদি।
<<<উদাহরণ>>>
These two girls know each other.
এই মেয়ে দুটি একে অপরকে চেনে।
এখানে 'each other' শব্দ দ্বারা দুটি মেয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ পাচ্ছে।
The villagers help one another in their bad situation.
গ্রামবাসীরা তাদের খারাপ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করে।
এখানে 'one another' শব্দ দ্বারা অনেকজন গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ পাচ্ছে।
মনে রাখতে হবে
দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে 'each other' এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে 'one another' ব্যবহৃত হয়।
আশাকরি "Pronoun"কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি? এবং প্রত্যেক প্রকার Pronoun সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
Post টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ