50 Best Teachers’ Day Greetings in English with Bengali Meaning | শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তা



Teachers’ Day এমন একটি বিশেষ দিন যেদিন আমরা আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। একজন শিক্ষক শুধু পাঠ্যপুস্তক শেখান না, তিনি আমাদের জীবন গড়ে তোলেন, সঠিক পথে চলতে সাহায্য করেন, স্বপ্ন দেখতে শেখান। একজন সত্যিকারের শিক্ষক আমাদের জীবনের আলো হয়ে ওঠেন। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে সুন্দর সময় হলো শিক্ষক দিবস। আজকের এই আর্টিকেলে তোমরা পাবে ৫০টি ইংরেজি Teachers’ Day Greetings বাংলায় অর্থ ও উচ্চারণসহ, যা তোমরা সহজেই শিক্ষকদের শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবে।

তাহলে চলো শুরু করা যাক।


-----


1. Happy Teachers’ Day to my guiding star.  

(হ্যাপি টিচারস ডে টু মাই গাইডিং স্টার)  

আমার দিশারি শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


2. You are the light of knowledge in my life.  

(ইউ আর দ্য লাইট অফ নলেজ ইন মাই লাইফ)  

আপনি আমার জীবনের জ্ঞানের আলো।  


3. Wishing you a wonderful Teachers’ Day.  

(উইশিং ইউ আ ওয়ান্ডারফুল টিচারস ডে)  

আপনাকে জানাই এক সুন্দর শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


4. Thank you for shaping my future.  

(থ্যাঙ্ক ইউ ফর শেপিং মাই ফিউচার)  

আমার ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ধন্যবাদ।  


5. You inspire me every day.  

(ইউ ইনস্পায়ার মি এভরি ডে)  

আপনি আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেন।  


6. A teacher is a true friend for life.  

(আ টিচার ইজ আ ট্রু ফ্রেন্ড ফর লাইফ)  

শিক্ষক আজীবনের সত্যিকারের বন্ধু।  


7. Happy Teachers’ Day to the best mentor.  

(হ্যাপি টিচারস ডে টু দ্য বেস্ট মেন্টর)  

সেরা পরামর্শদাতাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


8. Your lessons will always stay with me.  

(ইওর লেসন্স উইল অলওয়েজ স্টে উইথ মি)  

আপনার শেখানো পাঠ আমার সাথে চিরকাল থাকবে।  


9. You are my second parent.  

(ইউ আর মাই সেকেন্ড পেরেন্ট)  

আপনি আমার দ্বিতীয় অভিভাবক।  


10. Wishing you health, happiness, and respect.  

(উইশিং ইউ হেলথ, হ্যাপিনেস অ্যান্ড রেসপেক্ট)  

আপনাকে জানাই স্বাস্থ্য, সুখ ও শ্রদ্ধা।  


11. Thank you for being my role model.  

(থ্যাঙ্ক ইউ ফর বিং মাই রোল মডেল)  

আমার আদর্শ হওয়ার জন্য ধন্যবাদ।  


12. Without you, learning would be incomplete.  

(উইদআউট ইউ, লার্নিং উড বি ইনকমপ্লিট)  

আপনাকে ছাড়া শেখা অসম্পূর্ণ হতো।  


13. Teachers create tomorrow.  

(টিচারস ক্রিয়েট টুমরো)  

শিক্ষকেরাই আগামীকাল সৃষ্টি করেন।  


14. You make learning fun and easy.  

(ইউ মেক লার্নিং ফান অ্যান্ড ইজি)  

আপনি শেখাকে মজার ও সহজ করে দেন।  


15. Happy Teachers’ Day to my favorite teacher.  

(হ্যাপি টিচারস ডে টু মাই ফেভারিট টিচার)  

আমার প্রিয় শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


16. Your guidance is priceless.  

(ইওর গাইডেন্স ইজ প্রাইসলেস)  

আপনার দিশা অমূল্য।  


17. A teacher plants seeds of wisdom.  

(আ টিচার প্লান্টস সিডস অফ উইজডম)  

শিক্ষক জ্ঞানের বীজ রোপণ করেন।  


18. You teach from the heart.  

(ইউ টিচ ফ্রম দ্য হার্ট)  

আপনি হৃদয় থেকে শিক্ষা দেন।  


19. Thank you for your patience.  

(থ্যাঙ্ক ইউ ফর ইওর পেশেন্স)  

আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ।  


20. You made me believe in myself.  

(ইউ মেড মি বিলিভ ইন মাইসেলফ)  

আপনি আমাকে নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছেন।  


21. You are the ladder to success.  

(ইউ আর দ্য ল্যাডার টু সাকসেস)  

আপনি সাফল্যের সিঁড়ি।  


22. Happy Teachers’ Day to my inspiration.  

(হ্যাপি টিচারস ডে টু মাই ইনস্পিরেশন)  

আমার প্রেরণাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


23. You showed me the right path.  

(ইউ শোড মি দ্য রাইট পাথ)  

আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন।  


24. Thank you for your blessings.  

(থ্যাঙ্ক ইউ ফর ইওর ব্লেসিংস)  

আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ।  


25. You turned my weakness into strength.  

(ইউ টার্ন্ড মাই উইকনেস ইনটু স্ট্রেংথ)  

আপনি আমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করেছেন।  


26. A teacher is a nation builder.  

(আ টিচার ইজ আ নেশন বিল্ডার)  

শিক্ষকই জাতি গঠন করেন।  


27. You make dreams possible.  

(ইউ মেক ড্রিমস পসিবল)  

আপনি স্বপ্নগুলোকে সম্ভব করেন।  


28. Thank you for teaching with love.  

(থ্যাঙ্ক ইউ ফর টিচিং উইথ লাভ)  

ভালোবাসা দিয়ে শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ।  


29. You are the candle of knowledge.  

(ইউ আর দ্য ক্যান্ডল অফ নলেজ)  

আপনি জ্ঞানের প্রদীপ।  


30. Happy Teachers’ Day to the most respected teacher.  

(হ্যাপি টিচারস ডে টু দ্য মোস্ট রেসপেক্টেড টিচার)  

সবচেয়ে সম্মানিত শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


31. You are my source of wisdom.  

(ইউ আর মাই সোর্স অফ উইজডম)  

আপনি আমার জ্ঞানের উৎস।  


32. Your words guide me forever.  

(ইওর ওয়ার্ডস গাইড মি ফরএভার)  

আপনার কথা আমাকে সারাজীবন পথ দেখাবে।  


33. Teachers open the door to success.  

(টিচারস ওপেন দ্য ডোর টু সাকসেস)  

শিক্ষকেরা সাফল্যের দরজা খুলে দেন।  


34. Thank you for believing in me.  

(থ্যাঙ্ক ইউ ফর বিলিভিং ইন মি)  

আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।  


35. You are the architect of my future.  

(ইউ আর দ্য আর্কিটেক্ট অফ মাই ফিউচার)  

আপনি আমার ভবিষ্যতের স্থপতি।  


36. Learning from you is a blessing.  

(লার্নিং ফ্রম ইউ ইজ আ ব্লেসিং)  

আপনার কাছ থেকে শেখা আশীর্বাদ।  


37. Teachers change lives forever.  

(টিচারস চেঞ্জ লাইভস ফরএভার)  

শিক্ষকেরা জীবনকে চিরতরে বদলে দেন।  


38. You gave me the gift of knowledge.  

(ইউ গেভ মি দ্য গিফট অফ নলেজ)  

আপনি আমাকে জ্ঞানের উপহার দিয়েছেন।  


39. Thank you for being so kind.  

(থ্যাঙ্ক ইউ ফর বিং সো কাইন্ড)  

এত দয়ালু হওয়ার জন্য ধন্যবাদ।  


40. Your lessons are life lessons.  

(ইওর লেসন্স আর লাইফ লেসন্স)  

আপনার পাঠই জীবনের শিক্ষা।  


41. You are the power of education.  

(ইউ আর দ্য পাওয়ার অফ এডুকেশন)  

আপনি শিক্ষার শক্তি।  


42. Happy Teachers’ Day to my beloved teacher.  

(হ্যাপি টিচারস ডে টু মাই বিলাভড টিচার)  

আমার প্রিয় শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


43. Teachers are true heroes.  

(টিচারস আর ট্রু হিরোজ)  

শিক্ষকেরাই সত্যিকারের নায়ক।  


44. You showed me how to live with values.  

(ইউ শোড মি হাউ টু লিভ উইথ ভ্যালুজ)  

আপনি আমাকে মূল্যবোধ নিয়ে বাঁচতে শিখিয়েছেন।  


45. Thank you for every lesson.  

(থ্যাঙ্ক ইউ ফর এভরি লেসন)  

প্রতিটি পাঠের জন্য ধন্যবাদ।  


46. Teachers spread love and knowledge.  

(টিচারস স্প্রেড লাভ অ্যান্ড নলেজ)  

শিক্ষকেরা ভালোবাসা ও জ্ঞান ছড়িয়ে দেন।  


47. You taught me to never give up.  

(ইউ টট মি টু নেভার গিভ আপ)  

আপনি আমাকে কখনও হাল না ছাড়তে শিখিয়েছেন।  


48. You are my forever teacher.  

(ইউ আর মাই ফরএভার টিচার)  

আপনি আমার চিরকালীন শিক্ষক।  


-----


49. Happy Teachers’ Day to the one who made me strong.  

(হ্যাপি টিচারস ডে টু দ্য ওয়ান হু মেড মি স্ট্রং)  

যিনি আমাকে শক্তিশালী করেছেন তাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।  


50. Thank you, dear teacher, for everything.  

(থ্যাঙ্ক ইউ, ডিয়ার টিচার, ফর এভরিথিং)  

ধন্যবাদ প্রিয় শিক্ষক, সবকিছুর জন্য।


শিক্ষক দিবস কেবল একটি দিন নয়, এটি আমাদের জীবনের সেই আলোকবর্তিকাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর দিন, যাঁরা আমাদের জীবনকে আলোকিত করেন। একজন ভালো শিক্ষক জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক হয়ে থাকেন। তাই শিক্ষক দিবসে শুধু একটি শুভেচ্ছা নয়, আমাদের হৃদয়ের গভীর থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এসো আমরা সকলে মিলে আমাদের শিক্ষকদের সম্মান জানাই এবং তাঁদের অবদানকে স্মরণ করি।

              ভালো থাকবেন সকল শিক্ষক। 

                            নমস্কার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ