50 Daily Use English Sentences | Learn Spoken English Easily | Bangla to English



আজকের আর্টিকেলে তুমি শিখবে একদম নতুন ৫০টি ইংরেজি বাক্য ✅  

বাংলা উচ্চারণ আর বাংলা অর্থসহ — যা তোমার প্রতিদিনের English conversation-এ কাজে লাগবে।  

চলো শুরু করি আজকের Spoken English ক্লাস! 🚀



1. I woke up early today.  

(আই উওক আপ আর্লি টুডে)  

আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি।


2. Don’t forget your homework.  

(ডোন্ট ফরগেট ইয়োর হোমওয়ার্ক)  

তোমার হোমওয়ার্ক ভুলে যেও না।


3. Please close the window.  

(প্লিজ ক্লোজ দ্য উইন্ডো)  

দয়া করে জানালাটা বন্ধ করো।


4. She sings very well.  

(শি সিংস ভেরি ওয়েল)  

সে খুব ভালো গান গায়।


5. I am waiting for the bus.  

(আই অ্যাম ওয়েটিং ফর দ্য বাস)  

আমি বাসের জন্য অপেক্ষা করছি।


6. They are playing outside.  

(দে আর প্লেইং আউটসাইড)  

ওরা বাইরে খেলছে।


7. Can you help me?  

(ক্যান ইউ হেল্প মি)  

তুমি কি আমাকে সাহায্য করতে পারবে?


8. The phone is ringing.  

(দ্য ফোন ইজ রিংগিং)  

ফোন বেজে উঠছে।


9. I need some water.  

(আই নিড সাম ওয়াটার)  

আমার একটু জল দরকার।


10. The baby is sleeping.  

(দ্য বেবি ইজ স্লিপিং)  

শিশুটি ঘুমাচ্ছে।


11. Don’t touch my bag.  

(ডোন্ট টাচ মাই ব্যাগ)  

আমার ব্যাগে হাত দিও না।


12. He is my best friend.  

(হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড)  

সে আমার সেরা বন্ধু।


13. Open the door slowly.  

(ওপেন দ্য ডোর স্লোলি)  

দরজাটা আস্তে করে খোলো।


14. I am very tired.  

(আই অ্যাম ভেরি টায়ার্ড)  

আমি খুব ক্লান্ত।


15. Let’s go for shopping.  

(লেটস গো শপিং)  

চলো বাজার করতে যাই।


16. She is watching TV.  

(শি ইজ ওয়াচিং টিভি)  

সে টিভি দেখছে।


17. The tea is hot.  

(দ্য টি ইজ হট)  

চা টা গরম।


18. Please wait here.  

(প্লিজ ওয়েট হিয়ার)  

দয়া করে এখানে অপেক্ষা করো।


19. I lost my pen.  

(আই লস্ট মাই পেন)  

আমি আমার কলম হারিয়ে ফেলেছি।


20. The sky looks beautiful.  

(দ্য স্কাই লুকস বিউটিফুল)  

আকাশটা সুন্দর লাগছে।


21. I am learning English.  

(আই অ্যাম লার্নিং ইংলিশ)  

আমি ইংরেজি শিখছি।


22. We are going to school.  

(উই আর গোয়িং টু স্কুল)  

আমরা স্কুলে যাচ্ছি।


23. Don’t make noise.  

(ডোন্ট মেক নয়েজ)  

শব্দ কোরো না।


24. It’s raining outside.  

(ইটস রেইনিং আউটসাইড)  

বাইরে বৃষ্টি হচ্ছে।


25. The food smells good.  

(দ্য ফুড স্মেলস গুড)  

খাবারের গন্ধটা ভালো।


26. She is reading a book.  

(শি ইজ রিডিং আ বুক)  

সে একটি বই পড়ছে।


27. Please turn on the light.  

(প্লিজ টার্ন অন দ্য লাইট)  

দয়া করে লাইটটা জ্বালাও।


28. I like your idea.  

(আই লাইক ইয়োর আইডিয়া)  

তোমার ধারণাটা আমার ভালো লেগেছে।


29. Don’t be late.  

(ডোন্ট বি লেট)  

দেরি কোরো না।


30. I can swim well.  

(আই ক্যান সুইম ওয়েল)  

আমি ভালো সাঁতার কাটতে পারি।


31. My brother is tall.  

(মাই ব্রাদার ইজ টল)  

আমার ভাই লম্বা।


32. Where are you going?  

(হোয়্যার আর ইউ গোয়িং)  

তুমি কোথায় যাচ্ছ?


33. I will call you later.  

(আই উইল কল ইউ লেটার)  

আমি পরে তোমাকে ফোন করব।


34. This room is clean.  

(দিস রুম ইজ ক্লিন)  

এই ঘরটা পরিষ্কার।


35. Don’t run here.  

(ডোন্ট রান হিয়ার)  

এখানে দৌড়িও না।


36. She is very smart.  

(শি ইজ ভেরি স্মার্ট)  

সে খুব বুদ্ধিমান।


37. I am hungry now.  

(আই অ্যাম হাঙ্গরি নাও)  

এখন আমি ক্ষুধার্ত।


38. We had a good time.  

(উই হ্যাড আ গুড টাইম)  

আমরা ভালো সময় কাটিয়েছি।


39. The flowers are beautiful.  

(দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল)  

ফুলগুলো সুন্দর।


40. Don’t open the box.  

(ডোন্ট ওপেন দ্য বক্স)  

বাক্সটা খুলো না।


41. He is very strong.  

(হি ইজ ভেরি স্ট্রং)  

সে খুব শক্তিশালী।


42. Let’s play cricket.  

(লেটস প্লে ক্রিকেট)  

চলো ক্রিকেট খেলি।


43. She looks happy.  

(শি লুকস হ্যাপি)  

তাকে খুশি দেখাচ্ছে।


44. The dog is barking.  

(দ্য ডগ ইজ বার্কিং)  

কুকুরটা ঘেউ ঘেউ করছে।


45. I am feeling cold.  

(আই অ্যাম ফিলিং কোল্ড)  

আমার ঠান্ডা লাগছে।


46. The bus is full.  

(দ্য বাস ইজ ফুল)  

বাসটা ভর্তি।


47. Please write your name.  

(প্লিজ রাইট ইয়োর নেম)  

দয়া করে তোমার নামটা লেখো।


48. I like this place.  

(আই লাইক দিস প্লেস)  

আমার এই জায়গাটা ভালো লাগে।


49. Don’t forget to smile.  

(ডোন্ট ফরগেট টু স্মাইল)  

হাসতে ভুলে যেও না।


50. The train is late.  

(দ্য ট্রেন ইজ লেট)  

ট্রেনটি দেরি করছে।




এই ৫০টি বাক্য যদি প্রতিদিন প্র্যাকটিস করো, তাহলে তোমাদের English বলার Confidence অনেক বেড়ে যাবে।  

আর্টিকেলটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে Share করতে ভুলো না।  

See you in the next lesson — Keep learning, keep growing! ✨


                                   ভালো থেকো 

                                   Thank You 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ