Letters & Alphabet
( বর্ণ ও বর্ণমালা )
যেকোনো ভাষার প্রাথমিক স্তর হল Letter বা বর্ণ। কোন ভাষাকে জানতে বা বুঝতে হলে সেই ভাষার Letter বা বর্ণ গুলোকে অবশ্যই শিখতে হবে ।
Letter বা বর্ণ ছাড়া Word বা শব্দ তৈরি করা যায় না । আবার Word বা শব্দ ছাড়া Sentence বা বাক্য গঠন করা যায় না । আবার যেকোনো ভাষাভাষীর মানুষেরই মনের ভাব প্রকাশ করতে এই Sentence বা বাক্যের প্রয়োজন হয় । সুতরাং এই Letter বা বর্ণ হল সকল ভাষার প্রাণ বা মূল ভিত্তি ।
আজকের এই lesson এ আমরা আলোচনা করব "Letter & Alphabet" অর্থাৎ "বর্ণ ও বর্ণমালা" নিয়ে । বাংলা ভাষায় যেমন 'অ' থেকে 'চন্দ্রবিন্দু 'পর্যন্ত মোট "52" টি বর্ণ বা অক্ষর রয়েছে,তেমনি ইংরেজি ভাষাতেও "26" টি "বর্ণ" বা "Letter" রয়েছে । বাংলা ভাষায় যেমন 'অ', 'আ', 'ক' ,'খ' না চিনলে ভাষা শেখা যায় না,সেইরূপ ইংরেজি ভাষাতেও 'A' , 'B' ,'C' , 'D' না চিনলে এই ভাষা শেখা যাবে না । ভাষার এই এক একটি অক্ষর কে "বর্ণ" বা "Letter" বলা হয় ।
ইংরেজিতে 'A' থেকে 'Z' পর্যন্ত মোট "26" টি "Letter" আছে । এই "26" টি "Letter" কেই একত্রে বলা হয় "Alphabet" বা "বর্ণমালা" ।
অর্থাৎ ইংরেজিতে বাংলার অর্ধেক "বর্ণ" বা "Letter" রয়েছে । এই "26" টি বর্ণের তৈরি শব্দ দিয়েই এই ভাষা পৃথিবীর সমস্ত কিছু বোঝাতে পারে । যেহেতু "Letter" সংখ্যা কম সেহেতু বলাই বাহুল্য ইংরেজির এক একটি শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় ।
প্রতিটি "Letter" বা বর্ণের দুটি করে রূপ ব্যবহার করা হয় । "বড় অক্ষর" কে বলা হয় "Capital Letter" এবং "ছোট অক্ষর" কে বলা হয় "Small Letter" ।আবার "হাতের লেখার" সময় অন্য ধরনের "Letter" ব্যবহৃত হয়,এই "Letter" গুলোকে "Script Letters" বলা হয় । এইসব "Letter" বা "বর্ণ" গুলোকে খুব ভালো করে চিনে নিতে হবে ।
এখন আমরা ইংরেজির Capital ও Small Letter গুলো চিনব এবং তাদের উচ্চারণ শিখব।
Capital L Small L pronunciation
(বড় অক্ষর) (ছোট অক্ষর) (উচ্চারণ)
A a এ
B b বি
C c সি
D d ডি
E e ই
F f এফ
G g জি
H h এইচ
I i আই
J j জে
K k কে
L l এল
M m এম
N n এন
O o ও
P p পি
Q q কিউ
R r আর
S s এস
T t টি
U u ইউ
V v ভি
W w ডব্লিউ
X x এক্স
Y y ওয়াই
Z z জেড
ইংরেজির এই "Letter" গুলোকে ভালো করে চিনে নিতে হবে এবং এদের উচ্চারণ গুলোকে বারবার মুখে বলে আয়ত্ত করতে হবে । এইসব বর্ণগুলো না আয়ত্ত করতে পারলে ইংরেজিতে ছাপা কোনোকিছু পড়া যাবে না,লেখা যাবে না এবং ইংরেজিতে কথাও বলা যাবে না ।
0 মন্তব্যসমূহ