VOWEL & CONSONANT (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ) কাকে বলে?


     Vowel & Consonant 

       (স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ )

     


     বাংলা বর্ণমালকে যেমন দুই ভাগে ভাগ করা হয়-

                     (১) স্বরবর্ণ  

( যে বর্ণ অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই একা একা উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে । )

                              ও

                     (২) ব্যঞ্জন্ বর্ণ  

( যে বর্ণের উচ্চারণের সময় স্বর বর্ণের সাহায্যের প্রয়োজন হয় সেই বর্ণকে ব্যঞ্জনবর্ণ বলে । )


      সেইরূপ ইংরেজি Alphabet কেও প্রধানত দুই ভাগে ভাগ করা হয় 

                      (1) Vowel 

( যে Letter বা বর্ণ একা একাই উচ্চারিত হতে পারে অন্য কোন বর্ণের সাহায্য ছাড়াই সেই বর্ণ বা Letter কে Vowel বলে । )

                               এবং 

                      (2) Consonant 

( যে Letter বা বর্ণ একা একা উচ্চারিত হতে পারে না অর্থাৎ Vowel বা স্বরবর্ণের প্রয়োজন হয় তাকে Consonant বলে । )


        স্বরবর্ণের সাহায্য ছাড়া যেমন ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হতে পারে না,তেমনই Vowel ছাড়া Consonant উচ্চারিত হতে পারে না । ইংরেজিতে যে সর্বমোট ২৬ টি Letter আছে তার মধ্যে Vowel এর সংখ্যা হল ৫টি । A,E,I,O,U এই পাচটি হল Vowel, আর বাকিগুলি হল Consonant । তবে এর মধ্যে ব্যতিক্রম হল Yও W। O (ও) + I (আই) এই দুটি Letter যুক্ত হয়ে হয়েছে 'Y'।U (ইউ) + U (ইউ) [ double 'U'] Letter দুটি যুক্ত হয়ে হয়েছে 'W'। সুতরাং এই Letter দুটি অনেক সময় Vowel হিসাবে ব্যবহৃত হয় । অর্থাৎ 'Y' ও 'W' Vowel ও Consonant উভয় হিসাবেই ব্যবহৃত হয় । তাই এই Letter দুটিকে (Y ও W) বলা হয় অর্ধস্বর বা Semi-Vowel ।



                                                   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ