grammatical abbreviations
( ব্যাকরণগত সংক্ষেপণ )
Abbreviation আসলে কি? প্রথমে আমরা জেনে নেবার চেষ্টা করি। English dictionary তে আমরা দেখতে পাই word এর পাশে adv,adj,v ইত্যাদি লেখা থাকে । এগুলো হল এক একটি সংক্ষিপ্ত রূপ । আর এগুলোকেই ইংরেজিতে বলে Abbreviation . যেমন adv হল adverb এর সংক্ষিপ্ত রূপ , adj হল adjective এর সংক্ষিপ্ত রূপ , এবং v হল verb এর সংক্ষিপ্ত রূপ । যেহেতু এগুলো Grammar বা ব্যাকরণ সম্পর্কিত সংক্ষিপ্ত রূপ তাই এগুলোকে বলে Grammatical Abbreviation .
এই অধ্যায়ে আমরা আলোচনা করবো কিছু ব্যাকরণগত সংক্ষিপ্ত রূপ এর বিষয় নিয়ে । এই সংক্ষিপ্ত রূপ গুলি জেনে রাখা ভীষণ দরকার ।
Abbr = abbreviation
Adj = adjective
Adv = adverb
Ant = antonym
Attr = attributive
Aux v = auxiliary verb
Coll = collocation
Comp = compound
Conj = conjunction
Fem = feminine
Ger = gerund
Idm = idiom
Inf = infinitive
Intr = intransitive
Interj = interjection
Masc = masculine
N = noun
Nom = nominative
Nom com = nominal compound
Obj = object
Phr = phrase
Phr v = phrasal verb
Pl = plural
Pp = past participle
Pred = predictive
Pref = prefix
Prep = preposition
Pron = Pronoun
Pres t. = present tense
Prtcl = participle
Pt = past tense
Sb = somebody
Sing = singular
Sth = something
Subj = subject
Suff = suffix
V = verb
এই Grammatical Abbreviation গুলো ভালো করে মুখস্ত করে রাখতে হবে । কারণ Dictionary তে কোন Word এর অর্থ দেখতে গেলে যাতে আমরা বুঝতে পারি সেই ওয়ার্ডটি আসলে কি Verb না Adverb না Adjective না অন্য কিছু ।
0 মন্তব্যসমূহ