English phrases
( ইংরেজি বাক্যাংশ )
"Phrase" বলতে বোঝায় কতগুলি পদের সমষ্টি কে, যা একটি বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় । Sentence এ এইসব Phrase প্রয়োগ করলে Sentence টি অনেক বেশি শ্রুতিমধুর হয় । এগুলি বাংলা অর্থসহ ভালো করে মুখস্থ করে রাখতে হবে , যাতে Sentence বা বাক্য গঠন করার সময় এই Phrases বা শব্দগুচ্ছ গুলোকে ব্যবহার করা যায় । Sentence বা বাক্যকে আলংকারিক করতে Phrase বা শব্দগুচ্ছের ব্যবহার খুব গুরুত্বপূর্ণ ।
নিচে কতগুলি দৈনন্দিন জীবনে ব্যবহৃত এবং বহুল প্রচলিত Phrase এর উদাহরণ দেওয়া হল।
According to
মতানুসারে
I started this business according to my father's advice
বাবার পরামর্শ অনুযায়ী আমি এই ব্যবসা শুরু করলাম।
All the time
শুরু থেকে শেষ পর্যন্ত বা সারাক্ষণ
All the time he was in the field
সারাক্ষণ তিনি মাঠে ছিলেন ।
All the way
সারা পথ ধরে
Joy did not speak a single word with me all the way
জয় সারা পথ ধরে আমার সঙ্গে একটাও কথা বলেনি ।
At last
অবশেষে
At last I have got the job
অবশেষে আমি চাকরিটা পেয়েছি ।
All of a sudden
আচমকা বা হঠাৎ করে
All of a sudden he has come to our house
আচমকা সে আমাদের বাড়িতে এসেছে ।
Because of
কারণে
He walked slowly because of his illness
তার অসুস্থতার কারণে সে ধীরে হাঁটছিল ।
Each other
একে অপরকে
Two brothers love each other very much
তারা দুই ভাই এক অপরকে খুব ভালবাসে ।
In the end
অবশেষে
In the end he has won the prize
অবশেষে সে পুরস্কারটি জিতেছে ।
On time
ঠিক সময়ে
The bus arrived on time
বাসটি ঠিক সময়ে পৌঁছাল ।
Next time
পরের বার
Next time I will pass the examination
পরের বার আমি পরীক্ষায় উত্তীর্ণ হব ।
On top of
কোন কিছুর ওপরে
I kept my books on top of table
আমি টেবিলের উপরে আমার বইগুলি রেখেছিলাম ।
Once upon a time
একদা বা কোন এক সময়
Once upon a time there was a temple in our village
কোন এক সময় আমাদের গ্রামে একটি মন্দির ছিল ।
So far
এখনো পর্যন্ত
I have not done my homework so far
আমি এখনো পর্যন্ত আমার বাড়ির কাজ করিনি ।
0 মন্তব্যসমূহ