English proverbs
( ইংরেজি প্রবাদ বাক্য )
English Proverb series - এর চতুর্থ অধ্যায়ে প্রতিদিনের জীবনযাত্রায় ব্যবহৃত ৫২ টি অতি প্রয়োজনীয় প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করা হলো ।
Self help is the best help.
চাচা আপন প্রাণ বাঁচা।
To get without spending.
কই মাছের তেলেই কই মাছ ভাজা।
Let us enjoy while in leisure.
নেই কাজ, তো খই ভাজ।
If at first try you don't succeed , try and try again.
একবার না পারলে দেখো বার বার ।
Tit for tat.
ঢিল মারলে পাটকেলটি খেতে হয় ।/যেমন কর্ম তেমন ফল।
A square peg in a round hole.
কাঁঠালের আমসত্ত্ব।
Every dog is a lion at home.
আপন গায়ে কুকুর রাজা ।
Heart alone buys heart.
মন দিয়েই মন জয় করা যায়।
Many men many minds.
নানা মুনির নানা মত ।
A Still tongue makes a wise head.
জ্ঞানীরা স্বল্পভাষী হয়।
Brothers will part.
ভাই ভাই ঠাই ঠাই ।
No man is born wise.
কেউই জ্ঞানী হয়ে জন্মায় না।
Time and tide wait for none.
সময় এবং সমুদ্র স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না ।
Given the one the other will follow.
কান টানলে মাথা আসে ।
A succession of festivities all the year round.
বারো মাসে তেরো পার্বণ।
Danger often comes where it is feared.
যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় ।
The more man gets , the more he wants.
যত পায় ততই চায় ।
What is sport to the cat is death to the rat.
কারো খেলা তো কারো জ্বালা।
A tree is known by its fruits.
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ।
A tempest in a tea-pot.
চায়ের কাপে তুফান।
Necessity is the mother of invention.
প্রয়োজনই আবিষ্কারের মূল ।
The cobbler should stick to his last.
যার কাজ তারই সাজে।
One's harvest mouth is another's complete devastation.
কারো পৌষ মাস কারো সর্বনাশ ।
A guilty mind is always suspicious.
ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি ।
A thing of beauty is joy forever.
সুন্দর সব সময়ই আনন্দ দায়ক হয়।
Morning shows the day.
উঠন্তি মুলো পত্তনেই চেনা যায় ।
The fool strays from the safe path.
কানা ঘোড়ার সিধা দৌড়।
All that is old is not bad.
পুরনো চাল ভাতে বাড়ে ।
A trouble shared is a trouble halved.
ভাগাভাগি করলে সমস্যা অর্ধেক হয়ে যায়।
The day we would not listen to the scriptures.
চোর শোনে না ধর্মের কাহিনী ।
A jest driven hard , losses its point.
লেবু বেশি কচলালে তেতো হয়ে যায় ।
Catch at the shadow and lose the substance.
কাজের এদিক-ওদিক দুই দিকই পন্ড।
Slow and steady wins the race.
ধীর স্থির ব্যক্তিরাই জয়লাভ করে ।
Like father like son.
যেমন বাপ তেমন বেটা ।
Care killed the cat.
অতি যত্নে মরণ ফাঁদ।
Ill news runs apace.
দুঃসংবাদ বাতাসের থেকেও আগে যায় ।
Slow of work but quick to eat.
কাজের বেলায় কুড়ে ভোজনের বেলায় দেড়ে।
The more you will read , the more you will learn.
যত করবে ততই শিখবে ।
Wishes never feel the bag.
শুধু কথায় পেট ভরে না ।
What is done can not be undone.
অতীতকে শুধরানো যায় না।
To break a butterfly on a wheel.
মশা মারতে কামান দাগা ।
He who gets easy, loses easy.
কাছের লোক ট্রেন ধরতে পারে না।
Do not cry down your enemy.
শত্রুকে ছোট করে দেখতে নেই ।
It is no use crying over split milk.
অতীতের কথা মনে করে দুঃখ করে লাভ নেই।
Even death is preferable to bondage.
অধীনতা অপেক্ষা মৃত্যু শ্রেয় ।
You will know now what's what.
কত ধানে কত চাল ।
Out of debt out of danger.
ঋণ না থাকলে কষ্ট নাই।
All weeds grow apace.
আগাছার বাড় বেশি ।
Let bygones be bygones/Past is past.
অতীতের কথা ভুলে যাও।
A bully is always a cow.
তর্জনকারী সবসময় কাপুরুষ হয় ।
Being unnecessarily flashy is pointless.
কম জলের মাছ বেশি জলে পড়লে অনেক বেশি লাফায়।
A full purse never lacks friends.
ভাত ছড়ালে কাকের অভাব হয় না ।
0 মন্তব্যসমূহ