English proverbs
( ইংরেজি প্রবাদ বাক্য )
English Proverb series - এর পঞ্চম অধ্যায়ে প্রতিদিনের জীবনযাত্রায় খুব বেশি ব্যবহৃত হওয়া ৫১ টি প্রয়োজনীয় প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করা হল।
The grapes are sour.
আঙ্গুর ফল টক ।
What can not be cured must be endured.
কপালের ভোগান্তি ভুগতেই হয়।
Money begets money.
টাকায় টাকা বাড়ায় ।
Half truth is more frightening than falsehood.
অর্ধসত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর।
To blow hot and cold in the same. breath
এক মুখে দুই কথা বলা ।
To err is human.
মানুষ মাত্রই ভুল করে ।
Action speaks louder than words.
কথার চেয়ে কাজের মূল্য বেশি।
A man is known by the company he keeps.
সঙ্গ দেখে লোক চেনা যায় ।
Black will take no other hue.
কয়লা ধুলে ময়লা যায় না ।
It takes time to get used to things.
অনভ্যাসের ফোটা কপালে চড় চড় করে।
Necessity never makes a bargain.
কিনতে পাগল আর বেচতে ছাগল ।
Better late than never.
একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো।
Handsome is what handsome does.
রূপে কালো আর গুনে আলো ।
A figure among cyphers.
অন্ধের দেশে দৃষ্টিহীন রাজা।
Constant dripping wears out the stone.
ঘষতে ঘষতে পাথর ও ক্ষয় হয় ।
A burnt child dreads the fire.
ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ।
To add fuel to the fire.
একেই নাচুনি বুড়ি তাতে পেয়েছে ঢোলের বাড়ি।
The very ruins of greatness are great.
মরা হাতি লাখ টাকা ।
Don't poke your nose into the affairs of others.
অপরের বিষয়ে নিজের নাক গলিও না।
Look before you leap.
ভাবিয়া করিও কাজ ।
Unity is strength, disruption is ruin./
United we stand divided we fall.
একতায় উত্থান, বিভেদে পতন।
Perseverance is the key to success.
অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি ।
Great minds are immortal.
মহৎ এরা অমর হয় ।
Discretion is the better part of valour.
অযথা বিপদের মুখে না যাওয়াই ভালো।
To cherish a serpent in one's bossom.
দুধ কলা দিয়ে কালসাপ পোষা ।
One man's meat is another's poison.
একজনের মাংস তো অন্যজনের বিষ।
Pride goeth before destruction.
অহংকার পতনের কারণ ।
Indolens is the mother of poverty.
অলসতা দারিদ্র্যের কারণ।
Even a fool knows his business.
পাগলেও নিজের ভালো বোঝে ।
Money is the root of all evils.
অর্থই সকল অনর্থের মূল ।
One flower makes no garland.
এক ফুল দিয়ে মালা হয় না।
Fortune favours the Brave.
ভাগ্য সর্বদা সাহসীদের সঙ্গ দেয় ।
Ambition has no rest.
আকাঙ্ক্ষার শেষ নেই।
Example is better than percept.
উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো ।
He does not know the A-B-C of this subject.
তার এই বিষয়ে অ-আ-ক-খ জ্ঞান নেই।
Blood is thicker than water.
রক্তের টান বড় টান।/রক্তের সম্পর্ক বড় সম্পর্ক।
Practice makes a man perfect.
গাইতে গাইতে গায়েন ।
You can not make a silk purse out of a sow's ear.
আমড়া গাছে আম হয় না।
Do not regret for the past.
অতীতের সময়ের জন্য দুঃখ কোরোনা ।
What is lotted can not be blotted.
ভাগ্যের লিখন খন্ডানো যায় না ।
Nothing ventured, nothing have.
প্রচেষ্টা ছাড়া কিছুই হয় না।
Nobody believes a liar.
মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না ।
Interest is sweeter than the principal.
আসলের থেকে সুদ মিষ্টি হয়।
No roses without throns.
কষ্ট না করলে কেষ্ট মেলে না ।
An old bird is not to be caught with chaff.
অভিজ্ঞ লোককে সহজে বোকা বানানো যায় না।
Something is better than nothing.
নেই মামার চেয়ে কানা মামা ভাল ।
To add insult to injury.
কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া ।
We live in deeds, not in years.
আমরা কাজের মাধ্যমে বেঁচে থাকি, বয়সে নয়।
Diamond cuts diamond.
মানিকে মানিক চেনে ।
The nearer the church, the further from God.
আলোর নিচেই অন্ধকার থাকে।
Do not live above your means.
আয়ের চেয়ে অধিক ব্যয় করো না ।
0 মন্তব্যসমূহ