Proverbs
প্রথমে আমরা জানার চেষ্টা করব Proverb আসলে কাকে বলে? আমরা বাংলাতে অনেক সময় নানা ধরনের প্রবাদ - বাক্য ব্যবহার করে থাকি । যেমন "একতাই বল", "অল্প বিদ্যা ভয়ংকরী", "চোর পালালে বুদ্ধি বাড়ে" ইত্যাদি । এইসব প্রবাদ বাক্য কে ইংরেজিতে বলা হয় "Proverb" । এইসব "Proverb" গুলিকে মুখস্ত করে রাখা ভীষণ দরকার । কেননা মুখস্ত করে রাখলে সুযোগ মত প্রয়োগ করা যায় । নিচে এই ধরনের ৫১ টি "Proverb" বা প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করা হলো । তোমরা এই "Proverb" গুলোকে ভাল করে মুখস্ত করে রাখবে।
A bad workman quarrels with his tools.
নাচতে না জানলে উঠোন বাঁকা ।
No one knows the weight of another's burner.
পরের দুঃখ কেউ বোঝেনা।
Familiarity breeds contempt.
বেশি মাখামাখিতে মান থাকে না।
A tree is known by its fruit.
বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ।
Harm watch, harm catch.
পরের মন্দ করতে গেলে নিজের মন্দই আগে হয়।
After death comes the doctor.
চোর পালালে বুদ্ধি বাড়ে ।
Faith will move mountains.
বিশ্বাস পাহাড় কেউ টলিয়ে দেয়।
As the wind blows , you must set your sail.
ঝোপ বুঝে কোপ মারো ।
Every sin carries its own punishment.
পাপে ছারেনা বাপেকে।
A little learning is a dangerous thing.
অল্প বিদ্যা ভয়ংকরী ।
Delays are dangerous.
বিলম্বের বিচার অবিচারের নামান্তর।
To be up and doing.
আদাজল খেয়ে লেগে পড়া ।
The wages of sin is death.
পাপ মৃত্যু ডেকে আনে।
Out of sight , out of mind.
চোখের আড়াল হলেই মনের আড়াল ।
Think twice before you take a risk.
বিয়ে করতে কড়ি, ঘর বানাতে দড়ি।
One swallow does not make a summer.
মেঘ দেখলেই বর্ষাকাল বলা চলে না ।
Virtue is its own reward/Virtue is never unpaid.
পুণ্য কাজ পুরস্কারের অপেক্ষা রাখে না।
All things come to him who waits.
সবুরে মেওয়া ফলে ।
As is the evil , as is the remedy.
যেমন বুনো ওল তেমন বাঘা তেতুল ।
Suffering is the test of virtue.
বিপদের দিনেই গুণের প্রকাশ হয়।
Kill the goose that lays golden eggs.
অতি লোভে তাঁতি নষ্ট ।
Old habits die hard.
পুরানো অভ্যাস যেতে চায়না।
As you make your bed , so you must lie on it.
যেমন কর্ম তেমন ফল ।
Waste not , want not.
অপচয় করো না , অভাব হবে না ।
Brevity is the soul of wit.
মানিকের খানিক ভালো।
Unity is strength.
একতাই বল ।
Virtue thrives best in adversity.
বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয় ।
Where there is life , there is hope.
যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ।
When god wills all will bring rain.
বিধি যদি করে মন তুষ্ট হতে কতক্ষণ।
We never know the worth of water till the well is dry.
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না ।
A friend in need is a friend indeed.
অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু ।
The parent's life is the child's copy book.
বাবা-মাকে দেখে ছেলে-পুলে শেখে।
Love looks not with eyes, but with the mind.
ভালোবাসা চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভূত হয়।
Too many cooks spoil the broth.
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট ।
Cut your coat according to your cloth.
আয় বুঝে ব্যয় করা ।
Fools rush in where Angels fear in trade.
বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথায় আগে যায়।
Self preservation is the first law of nature.
নিজে বাঁচলে বাপের নাম ।
Give him an inch he will take an ell. লাই দিলে কুকুর মাথায় উঠে / বসতে পেলে শুতে চায়।
The cobbler must stick to his last.
আদার ব্যাপারীর আবার জাহাজের খবর ।
Lowliness is young ambition's ladder.
যদি বড় হতে চাও, ছোট হও আগে।
Give a dog a bad name and hang him.
কাজের সময় কাজী , কাজ ফুরালে পাজি ।
A woman's weapon is her tongue.
অবলার মুখই বল ।
The chip is tougher than the old block.
বাঁশের চেয়ে কঞ্চি বেশি শক্ত।
Fair words butter no parsnips.
মিষ্টি কথায় চিড়ে ভেজে না ।
Oil your own machine.
নিজের চরকায় তেল দাও ।
Great boast, small roast.
ফ্যান দিয়ে ভাত খায়, আর গল্পে মারে দই।
Knowledge Is Power.
জ্ঞানই শক্তি ।
Art is long, life is short.
বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত।
To Feather one's nest.
নিজের কোলে ঝোল টানা ।
All is fair in love and war.
ভালোবাসায় এবং যুদ্ধে সবই বৈধ।
Know thyself.
নিজের মনকে পরীক্ষা করো ।/নিজেকে জানো ।
0 মন্তব্যসমূহ