Sentence
( বাক্য )
Sentence বা বাক্য হলো মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম । তাই Sentence বা বাক্য সম্পর্কে সম্পূর্ণ ধারণা সবার থাকা দরকার । সুতরাং Sentence কাকে বলে এবং Sentence কিভাবে গঠন করতে হয় তা আমাদের জানতে হবে , যাতে আমরা ভাষাটাকে খুব সহজে রপ্ত করতে পারি । যেকোনো ভাষার ক্ষেত্রেই Sentence বা বাক্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।
এই Lesson এ আমরা Sentence বা বাক্য সম্পর্কে জানার চেষ্টা করব । কয়েকটি Word পাশাপাশি বসিয়ে সেই মিলিত Word গুলি দ্বারা যদি মনের ভাব সম্পূর্ণ অর্থপূর্ণভাবে প্রকাশ পায় তাহলে উক্ত Word এর সমষ্টিকে Sentence বা বাক্য বলে । আমরা কাউকে কিছু বলতে এই Sentence বা বাক্য ব্যবহার করে থাকি । Word গুলিকে সঠিক ভাবে সাজিয়ে Sentence বা বাক্য গঠন করতে হয় ।
যেমন,
# I love you.
আমি তোমাকে ভালোবাসি ।
# They were students.
তারা ছাত্র ছিল ।
# I am a teacher.
আমি একজন শিক্ষক ।
এখানে কিন্তু মনে রাখতে হবে কয়েকটি Word শুধু পাশাপাশি বসলেই Sentence হবে না । Word গুলি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করতে হবে তবেই Sentence হবে ।
যেমন,
"School to go I" এখানে কতগুলি Word পাশাপাশি লিখলেও কিন্তু Sentence হয়নি । কারণ এটা থেকে কোনো অর্থই প্রকাশ পাচ্ছে না । কিন্তু যদি লিখি-"I go to school" তাহলে এটি একটি Sentence হবে । কারণ এর অর্থ খুবই পরিষ্কার - "আমি স্কুলে যাই" ।
আবার যদি লিখি- "the fish files in the sky" (মাছ আকাশে ওড়ে) । এর অর্থ পরিষ্কার হলেও কিন্তু এটা Sentence নয় । কারণ এই Sentence এর বক্তব্যে অসংগতি আছে - মাছ কোনদিনই আকাশে উড়তে পারে না । সুতরাং Word গুলি পাশাপাশি বসে সত্য এবং শাশ্বত কোন অর্থ প্রকাশ করতে হবে ।
বোঝার সুবিধার জন্য আরও কয়েকটি উদাহরণ দেওয়া হল -
The sun rises in the west (সূর্য পশ্চিম দিকে ওঠে) । The cow eats meat (গরুটি মাংস খায় ) । Cheetah runs slow (চিতা আস্তে দৌড়ায় ) । এগুলির কোনোটিই Sentence নয় । কারণ এগুলোর কোনোটিই সত্য নয় ।
-: Sentence বা বাক্যের বৈশিষ্ট্য বা নিয়ম :-
1. Sentence বা বাক্যের অর্থ থাকবে ।
2. Sentence বড় হাতের Letter বা অক্ষরে শুরু করতে হবে ।
3. Sentence এ অবশ্যই একটি Verb বা ক্রিয়া থাকবে ।
4. সাধারণত Sentence এ একটি Subject , Verb ও একটি Object থাকে ।
5. Sentence কতগুলি শব্দের সমন্বয়ে গঠিত হবে।
6. Sentence এ এক বা একাধিক Clause থাকবে।
7. Sentence হল একটি ভাষার সবচেয়ে বড় একক।
8. Sentence এর শেষে তার ধরন অনুযায়ী Full stop (.) বা Question mark (?) বা Exclamation mark (!) বসে।
Sentence এর দুটি অংশ।
1. Subject বা কর্তা
ও
2. Predicate বা কর্ম
এই বিষয় নিয়ে পরের কোন অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করব।
আশাকরি Sentence কাকে বলে সে বিষয়ে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এরপরে Sentence নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ