( শব্দ )
Sentence বা বাক্য গঠনে Word বা শব্দের ভূমিকা অপরিসীম । কেননা Word বা শব্দ ছাড়া Sentence বা বাক্য গঠন করা যায় না । আবার Sentence বা বাক্য ছাড়া মনের ভাব প্রকাশ করা যায় না । সুতরাং মানুষের মনের ভাব প্রকাশে Word বা শব্দের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । তাই এই অধ্যায়ে আমরা Word বা শব্দ সম্পর্কে আলোচনা করব ।
বাংলা ভাষায় যেমন কয়েকটি বর্ণকে পাশাপাশি বসিয়ে শব্দ গঠন করা হয় । ঠিক তেমনই ইংরেজি ভাষাতেও কয়েকটি Letter কে পাশাপাশি বসিয়ে Word তৈরী করা হয় । তবে এই Word বা শব্দের অবশ্যই কোন অর্থ থাকতে হবে,না হলে সেটাকে Word বা শব্দ বলে গণ্য করা হয় না ।
যেমন:-
Cat,Dog,Boy, Girl,Book ইত্যাদি । এরা প্রত্যেকটি এক একটি Word বা শব্দ,কারণ এদের প্রত্যেকেরই আলাদা আলাদা অর্থ বা মানে আছে,যথাক্রমে বিড়াল,কুকুর,বালক,বালিকা,বই ।
কিন্তু যদি লেখা হত Atc, Ogd, Oyb তাহলে এগুলি কোন Word হত না কেননা এগুলির কোন অর্থ বা মানে হয় না ।
তাছাড়া মনে রাখা দরকার প্রত্যেক ইংরেজি Word- এ কমপক্ষে একটি Vowel থাকা চাই ।কারণ Vowel ছাড়া কোন Word গঠন করা যায় না,কেননা সেটা উচ্চারণই করা যাবে না । যেমন যদি লেখা হয় Qwu,Tyu ,Hgf,Ytr,Zxc - এগুলি উচ্চারণই করা যাবে না ।সুতরাং যেকোন Word - এ A,E,I,O,U এর কোন না কোন একটি Vowel অবশ্যই থাকবে । আবার ব্যতিক্রমও আছে;যেমন 'A' ও 'I' এক একটি Word বা শব্দ ।
পূর্বেই আলোচনা করা হয়েছে যে 'Y' অনেক সময় Vowel হিসাবে ব্যবহৃত হয় ।
যেমন:-
Cry,Fly,My,Sky,Try এগুলি এক একটি Word, এদের প্রত্যেকেরই আলাদা আলাদা অর্থ বা মানে আছে । যথাক্রমে কাঁদা,ওড়া,আমার,আকাশ,চেষ্টা করা । এইসব Word- এ কোন Vowel নেই,কিন্তু এই Word গুলিতে 'Y' Vowel হিসাবে কাজ করছে ।
Word এর বিষয়ে আরো কিছু জেনে রাখা দরকার । যেমন একটিমাত্র Letter দিয়ে Word গঠিত হতে পারে , আবার অনেকগুলো Letter দিয়েও Word গঠিত হতে পারে । তবে প্রতিক্ষেত্রে সেই Word টির অবশ্যই একটি অর্থ থাকতে হবে ।
-: একটি Letter দিয়ে গঠিত Word :-
I - আমি
A - একটি
-: দুইটি Letter দিয়ে গঠিত Word :-
My - আমার
Do - করা
Go - যাওয়া
We - আমরা
In - ভেতরে
-: তিনটি Letter দিয়ে গঠিত Word :-
One - এক
Cat - বিড়াল
Bed - বিছানা
Put - রাখা
Boy - বালক
-: চারটি Letter দ্বারা গঠিত Word :-
Girl - বালিকা
Call - ডাকা
Room - ঘর
Look - তাকানো
Door - দরজা
-: পাঁচটি Letter দিয়ে গঠিত Word :-
Shirt - জামা
India - ভারত
Laugh - হাসা
Table - টেবিল
Sleep - ঘুমানো
-: ছয়টি Letter দিয়ে গঠিত Word :-
School - বিদ্যালয়
Sister - বোন
Strong - বলবান
Monday - সোমবার
Inside - ভেতরে
-: সাতটি Letter দ্বারা গঠিত Word :-
Bengali - বাংলা
English - ইংরেজি
Student - ছাত্র
Teacher - শিক্ষক
Science - বিজ্ঞান
-: আটটি Letter দিয়ে গঠিত Word :-
Kindness - দয়া
Daughter - কন্যা
Headache - মাথাব্যাথা
Mosquito - মশা
Squirrel - কাঠবেড়ালি
-: নয়টি Letter দ্বারা গঠিত Word :-
Afternoon - বিকাল
President - সভাপতি
Butterfly - প্রজাপতি
Crocodile - কুমীর
Coriander - ধনিয়া
-: দশটি Letter দ্বারা গঠিত Word :-
Dictionary - অভিধান
Rhinoceros - গন্ডার
Collarbone - কাঁধের হাড়
Chimpanzee - বনমানুষ
Contractor - ঠিকাদার
Word যে কোন সংখ্যার Letter দ্বারা গঠিত হতে পারে । তবে Word যদি কোন অর্থ প্রকাশ না করে তাহলে তাকে Word বলা যাবে না ।
তাহলে একটি Word এর মধ্যে
১। এক বা একাধিক Letter বা বর্ণ থাকবে ।
২। একটি বা একাধিক Sound বা ধ্বনি থাকবে ।
৩। একটি অর্থ বা মানে থাকবে ।
৪। Word বর্ণের ( Letter ) থেকে বড় কিন্তু বাক্যের ( Sentence ) থেকে ছোট ।
0 মন্তব্যসমূহ