-: Gender :-
( লিঙ্গ )
বাংলায় যাকে আমরা লিঙ্গ বলে জানি ইংরেজিতে তাকেই বলে Gender । ইংরেজি ভাষায় যে Noun বা Pronoun সেগুলি পুরুষ-জাতীয় হতে পারে , স্ত্রী-জাতীয় হতে পারে , জড় পদার্থ হতে পারে , আবার স্ত্রী ও পুরুষ উভয় জাতীয়ও হতে পারে । অর্থাৎ যে সব Word বা শব্দ দ্বারা এসব তারতম্য ঘটে থাকে সেগুলোকেই Gender বা লিঙ্গ বলা হয় ।
Gender কে চার ভাগে ভাগ করা যায় । পুরুষ শ্রেণীকে বলে পুংলিঙ্গ বা Masculine Gender , স্ত্রী শ্রেণীকে বলে স্ত্রীলিঙ্গ বা Feminine Gender , জড় পদার্থকে বলে ক্লীবলিঙ্গ বা Neuter Gender এবং স্ত্রী ও পুরুষ উভয় শ্রেণীকে বলে উভয়লিঙ্গ বা Common Gender ।
এই অধ্যায়ে প্রত্যেক শ্রেণীর Gender সম্পর্কে আলোচনা করা হচ্ছে ।
-: Masculine Gender :-
( পুংলিঙ্গ )
Noun বা Pronoun যদি পুরুষ শ্রেণীকে বোঝায় তাহলে সেগুলিকে Masculine Gender বা পুংলিঙ্গ- বাচক শব্দ বলে । যেমন :-
God - ভগবান
Father - বাবা
King - রাজা
Actor - অভিনেতা
Tiger - বাঘ
-: Feminine Gender :-
( স্ত্রীলিঙ্গ )
Noun বা Pronoun যদি স্ত্রীজাতীয় শ্রেণীকে বোঝায় তাহলে সেগুলিকে Feminine Gender বা স্ত্রীলিঙ্গ-বাচক শব্দ বলে । যেমন :-
Mother - মা
Sister - বোন
Girl - বালিকা
Madam - মহাশয়া
Queen - রানী
-: Neuter Gender :-
( ক্লীবলিঙ্গ )
Noun বা Pronoun যদি জড় পদার্থ জাতীয় শ্রেণি কে বোঝায় তাহলে তাকে Neuter Gender বা ক্লীবলিঙ্গ-বাচক শব্দ বলে । যেমন :-
Water - জল
Book - বই
Pen - কলম
Oil - তেল
Umbrella - ছাতা
-: Common Gender :-
( উভয়লিঙ্গ )
Noun বা Pronoun দ্বারা যদি স্ত্রী ও পুরুষ উভয় শ্রেণীকেই বোঝায় তাহলে তাকে Common Gender বা উভয়লিঙ্গ বাচক শব্দ বলে । যেমন :-
Teacher - শিক্ষক
Writer - লেখক
Doctor - ডাক্তার
Pleader - উকিল
Judge - বিচারক
Gender Change
( লিঙ্গ পরিবর্তন )
Noun বা Pronoun কে Masculine Gender থেকে Feminine Gender - এ পরিবর্তন করা যায় । সাধারণত নিচের পদ্ধতিতে Masculine Gender থেকে Feminine Gender গঠন করা হয় ।
Masculine রুপের পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র "ess" যোগ করে :-
Masculine Feminine
Prince Princess
রাজপুত্র রাজকন্যা
Heir Heiress
উত্তরাধিকারী উত্তরাধিকারিণী
Author Authoress
লেখক লেখিকা
Lion Lioness
সিংহ সিংহী
Giant Giantess
দানব। দানবী
Masculine এর শেষে যদি "or" , "er" এবং "e" থাকে তাহলে তা তুলে দিয়ে তার সঙ্গে "ress" যোগ করে Feminine করা হয় ।
Masculine Feminine
Tiger Tigress
বাঘ বাঘিনী
Waiter Waitress
পরিচারক পরিচারিকা
Enchanter Enchantress
জাদুকর জাদুকরী
Conductor Conductress
পরিচালক পরিচালিকা
Hunter Huntress
শিকারি মহিলা শিকারি
Masculine এর সামান্য পরিবর্তন ঘটিয়ে তার সঙ্গে "ess" যোগ করে :-
Masculine Feminine
Votary Votaress
পুরুষ ভক্ত মহিলা ভক্ত
Abbot Abbess
মঠাধ্যক্ষ মঠাধ্যক্ষা
God Goddess
দেব দেবী
Master Mistress
শিক্ষক শিক্ষিকা
Masculine এর সঙ্গে "ine" ও "ina" যোগ করে :-
Masculine Feminine
Hero Heroine
নায়ক নায়িকা
Czar Czarina
রাশিয়ার সম্রাট রাশিয়ার সম্রাজ্ঞী
বিশেষত আইনের ভাষায় Masculine এর শেষে যদি "tor" থাকে তাহলে 'or' উঠিয়ে তার সঙ্গে "rix" যুক্ত করে Feminine করা হয় । যেমন :-
Masculine Feminine
Executor Executrix
উইল সম্পাদনকারী উইল সম্পাদনকারিণী
Prosecutor Prosecutrix
অভিযোগকারী অভিযোগকারিণী
Administrator Administratratix
কর্ম সম্পাদনকারী কর্ম সম্পাদনকারিণী
শব্দের আগে বা পরে শব্দ যোগ করে
Masculine Feminine
Foster-father Foster-mother
পালক পিতা পালক মাতা
Man-servant Maid-servant
পুরুষ পরিচারক মহিলা পরিচারিকা
Jack-ass Jenny-ass
পুরুষ গাধা মহিলা গাধা
Peacock Peahen
ময়ূর ময়ূরী
Father-in-law Mother-in-law
শশুর শাশুড়ি
Billy-goat Nanny-goat
পুরুষ ছাগল মহিলা ছাগল
ভিন্ন শব্দ ব্যবহার করে Masculine থেকে Feminine করা হয় ।
Masculine Feminine
Father Mother
বাবা মা
Sir Madam
মহাশয় মহাশয়া
Husband Wife
স্বামী স্ত্রী
Lad Lass
বালক বালিকা
Son Daughter
ছেলে মেয়ে
Male Female
পুরুষ মহিলা
আশাকরি "Gender" সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।
আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
বিশেষ দ্রষ্টব্য:-
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM
0 মন্তব্যসমূহ