ARTICLE কাকে বলে এবং ARTICLE এর ব্যবহার -:- A , AN এবং THE এর ব্যবহার এখনই জেনে নিন

 -: Uses of ARTICLES :-



ইংরেজি ভাষার প্রধান বৈশিষ্ট্য হলো Articles (A , An ও The) এর বহুল ব্যবহার। এই A , An আর The কেই ইংরেজিতে Articles বলে। যেহেতু এগুলির খুব বেশি ব্যবহার হয় তাই এদের ব্যবহার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আক্ষরিক অর্থে এইগুলি Adjective বা বিশেষণ, কেননা এরা সবসময় Noun বা বিশেষ্যের এর আগে বসে। কিন্তু Article হিসাবে এরা হলো অব্যয়, কেননা এদের রূপের কোন পরিবর্তন ঘটে না।


প্রকারভেদ 



Article কে দুই ভাগে ভাগ করা হয়। যথা - 

1. Indefinite article 

               ও 

2. Definite article


A এবং An হল Indefinite article, কেননা এরা নির্দিষ্ট করে কোন ব্যক্তি বা বস্তু কে বোঝায় না। আর The হল Definite article, কেননা এটি নির্দিষ্ট করে কোন ব্যক্তি বা বস্তু কে বোঝায়।


A , An এর ব্যবহার


কোন word যদি consonant দিয়ে শুরু হয় অর্থাৎ consonant sound এর আগে a বসে। যেমন - 

A dog 

A bird 

A man

A tiger

A book 

উপরের প্রত্যেকটি word, consonant দিয়ে শুরু হয়েছে তাই তার আগে এক বা একটি বোঝাতে a ব্যবহার করা হয়েছে।


কোন word যদি vowel দিয়ে শুরু হয় অর্থাৎ vowel sound এর আগে an বসে। যেমন - 

An apple

An umbrella

An owl

An egg

An aeroplane

উপরের প্রত্যেকটি word, vowel দিয়ে শুরু হয়েছে তাই তার আগে এক বা একটি বোঝাতে an ব্যবহার করা হয়েছে।


'O' একটি vowel। কিন্তু o এর উচ্চারণ যদি 'ওয়া'-র মত হয় তাহলে তার আগে a বসে।যেমন -

A one-sided opinion

A one-rupee note 

A one-day cricket match

উপরের প্রতিক্ষেত্রে o এর উচ্চারণ 'ওয়া'-র মত হয়েছে তাই তার আগে a বসেছে।


'H' এর উচ্চারণ যদি স্পষ্টভাবে হয় অর্থাৎ 'হ' এর মত হয় তখন সেই h এর আগে a বসে। যেমন - 

A history book

A home

A historical place

A hobby

A house

উপরের প্রতিক্ষেত্রে h এর উচ্চারণ 'হ' এর মত হয়েছে তাই এগুলির আগে a বসেছে।


"H" এর উচ্চারণ যদি silent বা উহ্য থাকে তখন তার আগে an বসে। যেমন - 

An honourable person

An honour

An honest man

An hour

উপরের প্রতিক্ষেত্রে এইচ এর উচ্চারণ silent বা উহ্য রয়েছে তাই এগুলির আগে an বসেছে।


U, EU, EW এদের উচ্চারণ যদি 'ইউ' এর মত হয় তাহলে তার আগে a বসবে।যেমন -

A unit

A ewe 

A unique opportunity

A university

A Ukrainian

A eulogy

উপরের প্রতিক্ষেত্রে U, EU, EW - এর উচ্চারণ 'ইউ' এর মত হয়েছে তাই এদের আগে a বসেছে।


Consonant এর উচ্চারণ যখন vowel এর মত হয় তখন তার আগে an বসে। যেমন - 

An N.C.C cadet

An M.A

An L.L.B 

An M.L.A 

An S.D.O 

উপরের প্রতিক্ষেত্রে consonant এর উচ্চারণ vowel এর মত হয়েছে তাই তাদের আগে an বসেছে।


"The" এর ব্যবহার


The যখন vowel এর পূর্বে বসে তখন এর উচ্চারণ হয় "দি" এবং যখন consonant এর পূর্বে বসে তখন উচ্চারণ হয় "দ্য"।


নির্দিষ্ট করে কাউকে কিছু বললে তার আগে the বসে।

I saw the boy.

আমি ছেলেটিকে দেখেছিলাম।

Call the girl.

মেয়েটিকে ডাকো।

Have you taken the medicine?

তুমি কি ওষুধটি নিয়েছো?


সম্পূর্ণ একটি শ্রেণীকে বোঝালে তার আগে the বসে।

The cow gives us milk.

গরু আমাদের দুধ দেয়।

The dog is a useful animal.

কুকুর হল উপকারি জন্তু।

The tiger is powerful animal.

বাঘ হল শক্তিশালী পশু।


প্রাকৃতিক পরিবেশের পরিচিত জিনিসগুলির পূর্বে the বসে।

The trees

The fruits

The weather

The sunshine

The moonlight


পৃথিবীতে একটি মাত্র আছে এমন শব্দের পূর্বে the বসে।

The sun

The moon 

The earth

The universe

The planet


যখন adjective দ্বারা কোন শ্রেণীকে বোঝানো হয় তখন তার পূর্বে the বসে।

The poor people

The rich

The middle class


Superlative degree-র পূর্বে the বসে।

Delhi is the largest city in India.

দিল্লি ভারতের সবচেয়ে বড় শহর।

He is the best boy in the class.

সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে।

She is the cleverest girl in our village.

সে হল আমাদের গ্রামের সবচেয়ে চালাক মেয়ে।


Ordinal number-র এর আগে the বসে।

Sujoy is the first boy in our class.

সুজয় আমাদের ক্লাসের ফার্স্ট বয়।

Puja is the second contestant in the dance competition.

পূজা হলো নৃত্য প্রতিযোগীতার দ্বিতীয় প্রতিযোগিনী।


কোন জাতি, গোষ্ঠী বা শ্রেণীর পূর্বে the বসে।

The Indian

The English

The Hindus

The French

The Muslims 

The Christians 


Proper noun কে কিছুর সাথে তুলনা করা বোঝাতে noun এর পূর্বে the বসে।

Kalidas is the Shakespeare of India.

কালিদাস হলো ভারতের শেক্সপিয়ার।

Ahmedabad is called the Manchester of India.

আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়।

Jaipur is the pink City of India.

জয়পুর হলো ভারতের গোলাপি শহর।


কোন কিছুর ওপর বিশেষ জোর দেওয়ার জন্য noun এর পূর্বে the বসে।

This is the accurate time to read.

এটা পড়ার সঠিক সময়।

This is the thing I needed.

এটা সেই জিনিস যেটা আমার প্রয়োজন ছিল।

This is the book that I wanted.

এটা সেই বই যেটা আমি চেয়েছিলাম।


নিচের নামগুলির পূর্বে সর্বদা the ব্যবহার করা হয়।


১. নদী

The Ganga

The Sindhu

The Mahananda


২. সাগর 

The Bay of Bengal

The Arabian sea


৩. মহাসাগর

The Indian Ocean

The Pacific Ocean

The Atlantic Ocean


৪. পর্বতমালা

The Alps 

The Himalayas


৫. ভৌগোলিক স্থান

The Deccan

The Punjab

The U.S.A

The U.K 


৬. দ্বীপপুঞ্জ

The Andamans 

The Maldives

The West Indies


 ৭. পবিত্র ধর্মগ্রন্থ

The Gita 

The Ramayana

The Mahabharata

The Bible

The Koran


৮. বিখ্যাত সৌধ

The Taj Mahal 

The Highcourt

The Qutub Minar


৯. জাহাজ 

The Titanic

The Heather Mary 

The M.V Akbar


 ১০. সংবাদপত্র

The Statesman

The Business Standard

The Ananda Bazar Patrika 

The Hindu

The Bartaman


১১. ট্রেন

The Rajdhani Express

The Mahananda Express

The Toofan Mail 


১২. ঐতিহাসিক ঘটনা

The Industrial Revolution

The French Revolution

The Quit India Movement


১৩. প্লেন

The Rajdoot

The Boeing 707

The Raphael


১৪. বাদ্যযন্ত্র

The violin

The flute

The guitar

The piano


১৫. মরুভূমি 

The Sahara

The Thar 

The Gobi

The Kalahari 


১৬. অরণ্য

The Sundarbans

The Amazon Forest 

The Sherwood Forest


১৭. রাজনৈতিক দল

The Congress

The Trinamool Congress

The Bharatiya Janata party

The Communist Party

The Aam Aadmi Party 


১৮. দিক 

The East

The West

The North 

The South 


১৯. উৎসব 

The Durgapuja

The Christmas

The Eid



২০. জাতি 

The Bengalis

The British

The French 


২১. দোকান 

The Mobile Stores

The Variety Stores

The Fashion Shop


২২. হোটেল

The Taj Hotel

The Golden Park Hotel

The Hindustan Hotel 


আশাকরি "Article"কাকে বলে? Article কত প্রকার ও কি কি? এবং প্রত্যেকটি Article এর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।


আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।


পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।


বিশেষ দ্রষ্টব্য:-

(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)


PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ