PART OF SPEECH কাকে বলে? -:- PART OF SPEECH কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার PART of Speech সম্পর্কে বিস্তারিত আলোচনা (PART-2)



MORE ABOUT PART OF SPEECH 


Part of Speech কাকে বলে এবং Part of Speech কত প্রকারের সে বিষয়ে আগের অধ্যায়ে অল্প বিস্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে প্রত্যেকটি Part of Speech সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি।


NOUN 


Part of Speech গুলির মধ্যে Noun হলো অন্যতম। এর আগের অধ্যায়ে Noun সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে Noun সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে।


NOUN এর শ্রেণীবিভাগ 


Noun কে প্রধানত পাঁচটি শ্রেণীতে ভাগ করা হয়।যথা-- 

১. Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ

২. Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ 

৩. Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ

৪. Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য পদ

৫. Abstract Noun বা দোষ, গুণ, অবস্থাবাচক বিশেষ্য পদ 


১. Proper Noun 


যে Noun দ্বারা কোন ব্যাক্তি বস্তু স্থান-কাল প্রভৃতির নাম বোঝায় তাকে Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলে। Proper Noun কে নামবাচক বিশেষ্য পদও বলা হয়।

যেমন-- 

Kolkata is the capital of West Bengal.

কলকাতা ভারতের রাজধানী।

এখানে Kolkata একটি স্থানের নাম।


Sujoy can dance well.

সুজয় ভালো নাচতে পারে।

এখানে Sujoy হলো বালকের নাম।


February is the second month of the year.

ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস।

এখানে February হচ্ছে মাসের নাম।


The Ganga is the holy river of India.

 গঙ্গা ভারতের পবিত্র নদী।

এখানে Ganga একটি নদীর নাম।


The Mahabharata is Holy book.

মহাভারত একটি পবিত্র গ্রন্থ।

এখানে Mahabharata একটি ধর্মগ্রন্থের নাম।


ব্যাক্তি, বস্তু, স্থান, কাল, ঋতু, বার, সপ্তাহ, মাস, পর্ব, দিন, রোগ, নদী, পর্বত, সাগর প্রভৃতির নাম বোঝালেই তা Proper Noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ হবে।


২. Common Noun 


যে Noun দ্বারা কোন এক বিশেষ শ্রেণীর প্রাণী বা বস্তু কে আলাদাভাবে না বুঝিয়ে একসঙ্গে বোঝায় তাকে Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ বলে।

যেমন-- 

Cow gives us milk.

গরু আমাদের দুধ দেয়।

এখানে cow সম্পূর্ণ গরু জাতি কে বোঝাচ্ছে।


Man is mortal.

মানুষ মরণশীল।

এখানে man দ্বারা সমগ্র মানবজাতিকে বোঝানো হচ্ছে।


Tiger is a ferocious animal.

বাঘ হিংস্র পশু।

এখানে tiger বলতে সমগ্র বাঘ জাতিকে বোঝানো হয়েছে।


The English is a civilized nation.

ইংরেজ হলো সভ্য জাতি।

এখানে English বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে।


We write with pen.

আমরা কলম দিয়ে লিখি।

এখানে pen বলতে একটি শ্রেণীকে বোঝানো হয়েছে।


মানুষ, গরু, ছাগল, ঘোড়া, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হাতি, বই, খাতা, কলম প্রভৃতি শ্রেণি, প্রজাতি, বা জাতিকে বুঝালেই তা Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ হবে।


৩.Material Noun 


যেসব Noun দ্বারা কোন এক শ্রেণীর বস্তুর সমস্তটাকে একসঙ্গে বোঝায় তাকে Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ বলে।

যেমন-- 

Iron is a hard metal.

লোহা একটি শক্ত ধাতু।

এখানে Iron বলতে সমস্ত আয়রন কে বোঝানো হচ্ছে।


We cannot live without water.

আমরা জল ছাড়া বাঁচতে পারি না।

এখানে water বলতে সকল ওয়াটার কেই বোঝাচ্ছে।


Milk is good for health.

দুধ স্বাস্থ্যের পক্ষে ভালো।

এখানে milk বলতে সমস্ত দুধ কে বোঝানো হয়েছে।


Gold is very precious thing.

সোনা খুব মূল্যবান দ্রব্য।

এখানে gold বলতে সমস্ত গোল্ড কেই বোঝাচ্ছে।


Clouds fly in the sky.

মেঘলা আকাশে উড়ে।

এখানে cloud বলতে সকল প্রকার মেঘকে বোঝানো হয়েছে।


সোনা, রূপা, লোহা, জল, দুধ, চাল, গম প্রভৃতি বস্তুর সমস্ত টাকে একসঙ্গে বুঝালেই তা Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ হবে।


৪.Collective Noun 


যে সমস্ত Noun দ্বারা কোন প্রাণী বা বস্তুকে এককভাবে না বুঝিয়ে সমষ্টিগত ভাবে বোঝায় তাকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে।

যেমন-- 

I am a member of this club.

আমি এই ক্লাবের সদস্য।

এখানে club বলতে কিছু লোকের সমষ্টিকে বোঝাচ্ছে।


She is the president of this mahila samiti.

সে এই মহিলা সমিতির সভাপতি।

এখানে mahila samiti বলতে কিছু মহিলার সমষ্টিকে বোঝাচ্ছে।


Sujoy reads in class x.

সুজয় দশম শ্রেণীতে পড়ে।

এখানে class বলতে কিছু ছাত্রের সমষ্টিকে বোঝানো হয়েছে।


Mintu was the manager of this company.

মিন্টু এই কোম্পানীর ম্যানেজার ছিল।

এখানে company বলতে কিছু কর্মচারীর সমষ্টিকে বোঝানো হয়েছে।


Virat Kohli is the captain of Indian cricket team.

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

এখানে team বলতে কিছু খেলোয়াড়ের সমষ্টিকে বোঝাচ্ছে।


৫.Abstract Noun 


যে সকল Noun দ্বারা ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে Abstract Noun বা দোষ, গুণ, অবস্থা বাচক বিশেষ্য পদ বলে। 

যেমন-- 

Honesty is the best policy.

সততা মহৎ গুণ।

এখানে honesty একটি গুণ কে বোঝাচ্ছে।


His braveness inspired me.

তার সাহসিকতা আমাকে অনুপ্রাণিত করেছিল।

এখানে braveness হল একটি গুণের নাম।


She has been suffering from coldness for five days.

সে পাঁচ দিন ধরে ঠান্ডায় ভুগছে।

এখানে coldness একটি অবস্থার নাম।


Cruelty is harmful to all.

নিষ্ঠুরতা সকলের কাছে ক্ষতিকর।

এখানে cruelty বলতে একটি দোষকে বোঝানো হয়েছে।


He lives in below poverty level.

সে দারিদ্র্যসীমার নিচে বাস করে।

এখানে poverty একটি অবস্থার নাম।


PRONOUN 


Noun এর পরিবর্তে যেসব word ব্যবহৃত হয় তাকে Pronoun বা সর্বনাম পদ বলে। আগের অধ্যায়ে Pronoun সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করছি।


PRONOUN এর শ্রেণীবিভাগ


Pronoun প্রধানত নয় প্রকারের হয়ে থাকে। 

যথা-- 

১. Personal Pronoun বা ব্যক্তিগত সর্বনাম পদ 

২. Possessive Pronoun বা অধিকার সূচক সর্বনাম পদ

৩. Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম পদ

৪. Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম পদ

৫. Relative Pronoun বা সম্বন্ধসূচক সর্বনাম পদ

৬. Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম পদ

৭. Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম পদ

৮. Distributive Pronoun বা জাতী বা দলের অন্তর্গত প্রতিটি ব্যক্তি বা বস্তু নির্দেশক সর্বনাম পদ 

৯. Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম পদ


১. Personal Pronoun


যেসব Pronoun কোন Noun এর পরিবর্তে না বসে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয় সেসব Pronoun কে Personal Pronoun বা ব্যক্তিগত সর্বনাম পদ বলে।

যেমন-- 

I am an English teacher.

আমি একজন ইংরেজি শিক্ষক।

এখানে I কোন Noun এর পরিবর্তে না বসে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে।


You have a dog.

তোমার একটি কুকুর আছে।

এখানে You কোন Noun এর পরিবর্তে বসেনি।


Thou face is very beautiful.

তোমার মুখমন্ডল খুব সুন্দর।

এখানে Thou কোন Noun এর পরিবর্তে বসেনি, ব্যক্তিগতভাবে বসেছে।


২. Possessive Pronoun 


যেসব Pronoun কোন ব্যাক্তি, বস্তু বা প্রানীর অধিকার কে নির্দেশ করে সেইসব Pronoun কে Possessive Pronoun বলে।

যেমন:-

He is my friend.

সে আমার বন্ধু।

এখানে my শব্দ দ্বারা অধিকার কে নির্দেশ করছে।


This is your book.

এটা তোমার বই।

এই বাক্যে your শব্দ দ্বারা অধিকার কে প্রকাশ করছে।


It was first job of mine.

এটা ছিল আমার প্রথম চাকরি।

এখানে mine শব্দ দ্বারা অধিকার প্রকাশ পাচ্ছে।


৩. Demonstrative Pronoun


যে সমস্ত Pronoun কোনো ব্যক্তি বা বস্তু কে নির্দেশ করে সেসব Pronoun কে বলে Demonstrative Pronoun বা নির্দেশক সর্বনাম পদ। 

যেমন-- 

He is a singer.

সে একজন গায়ক।

এখানে He বলতে একজন গায়ক কে নির্দেশ করে বলা হয়েছে।


She can dance well.

সে ভালো নাচতে পারে।

এখানে She বলতে একজন নৃত্যশিল্পী কে নির্দেশ করা হয়েছে।


It is a car.

এটা একটা গাড়ি।

এখানে It বলতে একটি গাড়িকে নির্দেশ করা হচ্ছে।


This is a dog.

এটা একটা কুকুর।

এখানে This দ্বারা কুকুরকে নির্দেশ করা হয়েছে।


That is an elephant.

ওইটা একটা হাতি।

এখানে That দ্বারা একটি হাতিকে নির্দেশ করে বলা হচ্ছে।


এখানে মনে রাখতে হবে it বসে কেবলমাত্র জড়বস্তুর বেলায় it হল singular word, এর plural হিসেবে they ব্যবহৃত হয়। প্রাণী ও জড় বস্তু উভয়ের বেলাতেই this, that ব্যবহৃত হয়। কাছের জিনিস কে বোঝাতে this এবং দূরের জিনিস কে বোঝাতে that বসে। This এবং that হল singular word। This এর plural হল these এবং that এর plural হল those।


৪. Reflexive Pronoun


আমি নিজে, তুমি নিজে, সে নিজে, তারা নিজেরা, আমরা নিজেরা, তোমরা নিজেরা প্রভৃতি আত্মবাচক শব্দ কে ইংরেজিতে Reflexive Pronoun বা আত্মবাচক সর্বনাম পদ বলে।

প্রথমে নাউন ব্যবহার করে তারপরে Reflexive Pronoun ব্যবহার করতে হয়।

যেমন-- 

I myself went there.

আমি নিজে সেখানে গিয়েছিলাম।

এখানে myself একটি আত্মবাচক শব্দ।


He himself has done this.

সে নিজে কাজটি করেছে।

এখানে himself একটি আত্মবাচক শব্দ।


They themselves came here.

তারা নিজেরা এখানে এসেছিল।

এখানে themselves অর্থাৎ তারা নিজেরা একটি আত্মবাচক শব্দ।


৫. Relative Pronoun


Who, which ও that এই তিনটি word যখন কোন sentence এ ব্যবহৃত হয়ে সেই sentence এ প্রথমে ব্যবহৃত হওয়া Noun এর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তখন এই word গুলিকে বলে Relative Pronoun বা সম্বন্ধসূচক সর্বনাম পদ।

যেমন-- 

A boy has come here who is a dancer.

একটি ছেলে এখানে এসেছে যে একজন নৃত্যশিল্পী।

এখানেও who প্রথমে ব্যবহৃত নাউন boy এর সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছে।


Give me your book who is you purchased some days ago.

তোমার বই টা আমাকে দাও যেটা কয়েকদিন আগে কিনেছিলে।

এখানে which প্রথমে ব্যবহৃত Noun 'book' এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।


Balaram has given me a pen that was his favourite.

বলরাম আমাকে একটি কলম দিয়েছে যেটা তার প্রিয় ছিল।

এখানে that বলরামের সাথে সম্পর্ক স্থাপন করছে।


৬. Indefinite Pronoun 


যেসব Pronoun নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু কে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝায় সেসব Pronoun কে Indefinite Pronoun বা অনির্দিষ্ট সর্বনাম পদ বলে। 

যেমন-- 

Both of them are student.

তারা দুজনেই ছাত্র।

এখানে both of them দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না।


One of you will go there.

তোমাদের মধ্যে একজন সেখানে যাবে।

এখানে one of you দ্বারা নির্দিষ্ট কোন লোক কে বোঝাচ্ছে না।


Anyone of you can give answer.

তোমাদের মধ্যে যে কেউ উত্তর দিতে পারো।

এখানে anyone of you দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না।



৭. Interrogative Pronoun


Who, What, Which এই তিনটি word যখন প্রশ্নবোধক হিসেবে sentence এ ব্যবহৃত হয় তখন এগুলিকে Interrogative Pronoun বা প্রশ্নবোধক সর্বনাম পদ বলা হয়। 

যেমন-- 

Who are you?

তুমি কে?

এখানে who প্রশ্নবোধক শব্দ রূপে ব্যবহৃত হয়েছে।


What are you doing?

তুমি কি করছ?

এখানে what প্রশ্নবোধক word রূপে ব্যবহৃত হয়েছে।


Which is your pen?

তোমার কলম কোনটি?

এখানে which প্রশ্নবোধক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে।


এখানে মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে who, বস্তুর ক্ষেত্রে which, ব্যক্তি ও বস্তু উভয়ের ক্ষেত্রে what ব্যবহৃত হয়।


৮. Distributive Pronoun


কোন এক নির্দিষ্ট জাতী, দল বা শ্রেণীর অন্তর্গত প্রত্যেক ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে সমস্ত Pronoun ব্যবহৃত হয় সেগুলিকে Distributive Pronoun বলে। এক জাতি, দল বা শ্রেণীর না হলে সেইসব Pronoun কে Distributive Pronoun বলা যাবে না।

যেমন-- 

Each of the players played well.

খেলোয়ারদের সকলেই ভালো খেলেছিল।

এখানে each দ্বারা প্রত্যেক প্লেয়ার কে নির্দেশ করা হয়েছে।


You may give me either of your wrist watches.

তুমি তোমার যে কোন একটা হাত ঘড়ি আমাকে দিতে পারো।

এখানে either শব্দটি প্রত্যেক রিস্ট ওয়াচ কে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে।


Neither of the pens is good.

কলমগুলির একটাও ভাল নয়।

এখানে neither দ্বারা প্রত্যেকটি কলম কে বোঝানো হয়েছে।


৯. Reciprocal Pronoun 


যে সব Pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পর সম্বন্ধ কে প্রকাশ করে তাকে Reciprocal Pronoun বা পরস্পর সম্বন্ধসূচক সর্বনাম পদ বলে। 

যেমন:-

These two girls know each other.

এই মেয়ে দুটি একে অপরকে চেনে।

এখানে 'each other' শব্দ দ্বারা দুটি মেয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ পাচ্ছে।


The villagers help one another in their bad situation.

গ্রামবাসীরা তাদের খারাপ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করে।

এখানে 'one another' শব্দ দ্বারা অনেকজন গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ পাচ্ছে।


মনে রাখতে হবে 

দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে 'each other' এবং দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে 'one another' ব্যবহৃত হয়।


ADJECTIVE 


যেসব word দ্বারা verb-এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় সেইসব ওয়ার্ডকে adverb বা ক্রিয়া বিশেষণ পদ বলে।


Adjective এর শ্রেণীবিভাগ 


Adjective কে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা হয়।

যথা-- 

১. Adjective of Quality বা দোষ, গুণ, অবস্থাবাচক বিশেষণ পদ

২. Adjective of Quantity বা  পরিমাণবাচক বিশেষণ পদ

৩. Adjective of Number বা সংখ্যাবাচক বিশেষণ পদ

৪. Pronominal Adjective বা সম্বন্ধবাচক বিশেষণ পদ


১. Adjective of Quality


যে সমস্ত word দ্বারা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতি প্রকাশ পায় তাকে Adjective of Quality বা দোষ, গুণ, অবস্থা বাচক বিশেষণ পদ বলে। 

যেমন-- 

Amal is a good student.

অমল ভালো ছাত্র।

এখানে good শব্দটি দ্বারা অমলের গুন প্রকাশ করা হয়েছে।


Manik is a bad boy.

মানিক খারাপ ছেলে।

এখানে bad শব্দটি দ্বারা মানিকের দোষ প্রকাশ করা হয়েছে।


Haran is a blind man.

হারান অন্ধ মানুষ।

এখানে blind শব্দটি দিয়ে হারানের অবস্থা প্রকাশ হচ্ছে।


২. Adjective of Quantity


যে সকল word দ্বারা noun বা pronoun-এর পরিমাণ প্রকাশ পায় সেই সব word কে Adjective of Quantity বা পরিমাণ বাচক বিশেষণ পদ বলে। 

যেমন-- 

Give me some food.

আমাকে কিছু খাবার দাও।

এখানে some শব্দ দ্বারা খাবারের পরিমাণ বোঝানো হয়েছে।


He has enough money to start a new business.

তার কাছে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট অর্থ আছে।

এখানে enough শব্দ দ্বারা অর্থের পরিমাণ বোঝাচ্ছে।


There are many men in the house.

বাড়িতে অনেক লোক আছে।

এখানে many শব্দের দ্বারা মানুষের সংখ্যা বোঝানো হয়েছে।


There were Much water in this pond.

এই পুকুরে অনেক জল ছিল।

এখানে much শব্দটি দ্বারা water এর পরিমাণ বোঝানো হয়েছে।


Pay a little attention to this subject.

এই বিষয়টির প্রতি একটু নজর দাও।

এখানে a little শব্দ দ্বারা attention এর পরিমাপ বোঝানো হয়েছে।


৩. Adjective of Number 

যে সব শব্দ বা Word দ্বারা Noun বা Pronoun এর সংখ্যা প্রকাশ পায় তাকে Adjective of Number বলা হয়।

যেমন-

Raja bought five bananas.

রাজা পাঁচটি কলা কিনেছিল।


Three birds are there on the roof.

ছাদের উপরে তিনটি পাখি আছে।


February is the second month of the year.

ফেব্রুয়ারি বছরের দ্বিতীয় মাস।


উপরের তিনটি বাক্যে five, threesecond শব্দ দ্বারা যথাক্রমে banana, bird ও February-র সংখ্যা প্রকাশ পাচ্ছে।


Adjective of Number কে আবার তিন ভাগে ভাগ করা হয়। যথা-

1.Cardinal Numeral Adjective (One, Two, Three, Four, Five, etc)

2.Ordinal Numeral Adjective (First, Second, Third, Fourth, Fifth, etc)

3.Multiplicative Numeral Adjective (Single, Double, Triple, etc)


৪. Pronominal Adjective

যখন কোনো Pronoun কোনো Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে, তখন তাকে Pronominal Adjective বলে।

যেমন-

I like this book.

আমি এই বই পছন্দ করি।


I can not forget that moment.

আমি সেই মুহূর্ত ভুলতে পারিনি।


This boy is very clever.

এই ছেলেটি খুব চালাক।


উপরের তিনটি Sentence এ Pronoun (this, that, this) Noun (book, moment, boy) এর আগে বসে Adjective এর কার্য সম্পাদন করছে তাই এগুলো হলো Pronominal Adjective।


He likes this picture.

Pronominal Adjective-কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথা-

1. Distributive Adjective
2. Demonstrative Adjective
3. Interrogative Adjective
4. Possessive Adjective 

Adjective নিয়ে পরের কোন অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব।


VERB 


যেসব word দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, নাচা, গাওয়া প্রভৃতি অর্থাৎ এককথায়  কোন কাজ করা বোঝায় সেইসব ওয়ার্ডকে verb বা ক্রিয়াপদ বলা হয়।


Verb এর শ্রেণীবিভাগ


Sentence এ দুই ধরনের verb ব্যবহার করা হয়ে থাকে।

যথা-- 

১.Principal Verb বা প্রধান ক্রিয়াপদ

                         ও 

২.Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়াপদ 


Sentence এ যেসব ভার স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাদের Principal Verb বলে।Principal Verb দ্বারা sentence সম্পুর্ণ অর্থপূর্ণ হতে পারে।


যে সমস্ত Verb Principal Verb কে Tense গঠনে সাহায্য করে তাদের Auxiliary Verb বলে।Auxiliary Verb এর কাজ হল Principal Verb কে সাহায্য করা এবং sentence কে অর্থপূর্ণ করে তোলা।


Am, is, are, was, were হল Auxiliary Verb কিন্তু অনেক সময় এগুলি Principal Verb হিসেবে sentence এ ব্যবহৃত হয়।


কিছু উদাহরন দিয়ে দেখা যাক-- 

I am an English teacher.

আমি একজন ইংরেজি শিক্ষক।

এখানে 'am' Principal Verb বা প্রধান ক্রিয়া রূপে ব্যবহৃত হয়েছে।


I am writing now.

আমি এখন লিখছি।

এখানে 'am' Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া রূপে ব্যবহৃত হয়েছে। এই বাক্যে প্রধান ক্রিয়াপদ হলো writing


He is a student.

সে একজন ছাত্র।

এই বাক্যে is হল Principal Verb।


He is singing a song.

সে একটি গান গাইছে।

এই বাক্যে is হল Auxiliary Verb এবং singing হল Principal Verb।


They are players.

তারা খেলোয়ার।

এখানে are প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়েছে।


They are playing football.

তারা ফুটবল খেলছে।

এখানে are সাহায্যকারী ক্রিয়া পদ রূপে ব্যবহৃত হয়েছে। Playing হল এই বাক্যের প্রধান ক্রিয়াপদ।


She was a good dancer.

সে ভালো ডান্সার ছিল।

এখানে was হল প্রধান ক্রিয়াপদ।


She was reading then.

সে তখন পড়ছিল।

এখানে was হল সাহায্যকারী ক্রিয়াপদ এবং reading হল প্রধান ক্রিয়াপদ।


We were soldiers.

আমরা সৈনিক ছিলাম।

এখানে were হল Principal Verb।


We were gossiping.

আমরা গল্প করছিলাম।

এখানে were হল Auxiliary Verb ও gossiping হল Principal Verb।


Principal Verb কে আবার দুটি ভাগে ভাগ করা হয়। 

যথা-- 

১. Transitive Verb বা সকর্মক ক্রিয়াপদ 

২. Intransitive Verb বা অকর্মক ক্রিয়াপদ 


১. Transitive Verb


যে সকল verb-এর object বা কর্ম থাকে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া পদ বলে।

যেমন-- 

He is writing a letter.

সে একটি চিঠি লিখছে।

এখানে write এর অবজেক্ট হলো a letter


They play football.

তারা ফুটবল খেলে।

এখানে play এর অবজেক্ট হলো football


A cow has two horns.

গরুর দুটি শিং আছে।

এই sentence এর object হল two horns


My mother loves me.

আমার মা আমাকে ভালোবাসে।

এই বাক্যের object হল me


The sun sets in the west.

সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।

এখানে in the west হচ্ছে object।


মনে রাখতে হবে verb বা ক্রিয়াপদকে কে, কি, কখন, কোথায় প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে object বা কর্ম খুঁজে পাওয়া যায়।


২. Intransitive Verb 


যেসব verb বা ক্রিয়াপদের কোন object বা কর্ম থাকেনা সেইসব verb কে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া পদ বলে। 

যেমন-- 

Uma sleeps.

উমা ঘুমায়।


He came.

সে এসেছিল।


Suman did.

সুমন করেছিল।


We run.

আমরা দৌড়াই।


Birds fly.

পাখি ওড়ে।


উপরের sentence গুলিতে যেসব verb আছে সেগুলিকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না অর্থাৎ এইসব verb-র কোন object বা কর্ম নেই।তাই এই verb গুলিকে Intransitive Verb বা অকর্মক ক্রিয়াপদ বলা হয়।


আশাকরি প্রত্যেক প্রকার Part of Speech সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে পেরেছি। এই বিষয় নিয়ে যত বেশি চর্চা করা যাবে বিষয়টি ততো বেশি সহজ ও পরিস্কার হয়ে যাবে।


আপনার মত পাঠক পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও গর্বিত। Post টি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের মাঝে Share করবেন যাতে আপনার বন্ধুরাও Post টি পড়ে উপকৃত হতে পারে। Post টি Share করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


নিজে শিখুন ও জানুন এবং অন্যকে শিখতে ও জানতে সাহায্য করুন। নিজে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকে সুস্থ ও ভালো রাখতে সহযোগিতা করুন।


পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।


বিশেষ দ্রষ্টব্য:-

(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)


PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL PLATFORM



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ