ADVERB কাকে বলে?
Adverb হল সেইসব word যেগুলি Verb বা ক্রিয়াপদ, Adjective বা বিশেষণ পদ, Adverb, Preposition এবং Sentence বা বাক্যে অলংকার প্রদান করে অর্থাৎ এদের সম্পর্কে কিছু বলে বা তথ্য দেয়। এক কথায় Adverb এদেরকে modify বা বিশেষিত করে।
যেমন-
Slowly, Fast, Clearly, Correctly, Carefully প্রভৃতি।
Sentence এ adverb এর ব্যবহার:
She was walking slowly.
সে ধীরে হাঁটছিল।
Joy runs fast.
জয় দ্রুত দৌড়ায়।
He explained correctly.
সে সঠিকভাবে বর্ণনা করেছিল।
Function of Adverb:
i. প্রাথমিকভাবে Adverb Verb কে বিশেষিত করে।
যেমন-
He works(verb) hard(adv).
সে কঠোর পরিশ্রম করে।
এই বাক্যে Adverb Verb কে বিশেষিত করছে।
ii. Adverb Adjective কে বিশেষিত করে।
যেমন-
She is very(adv) good(adj) girl.
সে খুব ভালো মেয়ে।
এখানে Adverb Adjective কে বিশেষিত করছে।
iii. Adverb অন্য Adverb কে বিশেষিত করে।
যেমন-
He runs very(adv) fast(adv).
সে খুব জোরে দৌড়ায়।
এখানে Adverb অন্য Adverb কে বিশেষিত করছে।
iv. Adverb Preposition কে বিশেষিত করে।
যেমন-
The bird hoverd exactly(adv) over(prep) our house.
পাখিটি ঠিক আমাদের বাড়ির উপরে ভাসছিল।
এখানে Adverb Preposition কে বিশেষিত করছে।
v. Adverb সম্পূর্ণ Sentence কেও বিশেষিত করে।
যেমন-
Fortunately(adv) no one was injured (sent).
সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।
এখানে Adverb সম্পূর্ণ Sentence কেই বিশেষিত করছে।
Adverb এর প্রকারভেদ:
ব্যবহার অনুযায়ী Adverb কে তিন ভাগে ভাগ করা হয়।
যথা-
1. Simple Adverb
2. Relative Adverb
ও
3. Interrogative Adverb
এখন প্রত্যেক প্রকার Adverb নিয়ে আলোচনা করার চেষ্টা করছি।
1. Simple Adverb:
Simple Adverb সাধারণত Manner, Time, Place, Number, Degree, Reason, Cause and Effect, Affirmation and Negation কে modify করে।
Simple Adverb এর প্রকারভেদ:
Simple Adverb আবার সাত ভাগে বিভক্ত।
যথা-
i. Adverb of Manner
ii. Adverb of Time
iii. Adverb of Place
iv. Adverb of Frequency or Number
v. Adverb of Degree
vi. Adverb of Cause and Effect
ও
vii. Adverb of Affirmation and Negation
i. Adverb of Manner:
Adverb of Manner কাজ করার ধরন বা পদ্ধতি কে প্রকাশ করে। এই Adverb গুলি কোন উপায়ে বা কিভাবে কোন কিছু ঘটে তার স্পষ্ট ইঙ্গিত দেয়। Verb কে কিভাবে বা কেমন করে প্রশ্ন করলে এই Adverb গুলি পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে Adjective এর সাথে '+ly' যুক্ত করে এই Adverb গুলো গঠিত হয়।
যেমন-
Slowly, gladly, rapidly, honestly, wisely ইত্যাদি।
>>> উদাহরণ <<<
He comes here regularly.
সে প্রতিদিন এখানে আসে।
He writes clearly.
সে পরিষ্কার ভাবে লেখে।
Please sing confidently.
দয়াকরে আত্মবিশ্বাসের সঙ্গে গান করুন।
ii. Adverb of Time:
Adverb of Time কোন সময়ে কাজটি ঘটেছে অর্থাৎ Verb এর কাজ করার সময় কে প্রকাশ করে।
যেমন-
Before, after, ago, early, daily, now, then, soon, late, already, yesterday, today, tomorrow ইত্যাদি।
>>> উদাহরণ <<<
He came here yesterday.
সে গতকাল এখানে এসেছিল।
I have seen her before.
আমি তাকে আগে দেখেছি।
They will go to Kolkata tomorrow.
তারা আগামী কাল কলকাতা যাবে।
iii. Adverb of Place:
Adverb of Place কোন স্থানে কাজ ঘটছে অর্থাৎ কাজ সম্পন্ন করার স্থানকে প্রকাশ করে। Verb কে কোথায় দিয়ে প্রশ্ন করলে এই Adverb গুলি পাওয়া যায়।
যেমন-
Here, there, in, out, up, down, above, below, near, away, upward, down ইত্যাদি।
>>> উদাহরণ <<<
She stood outside.
সে বাইরে দাঁড়িয়েছিল।
Come here.
এখানে এসো।
Go there.
ওখানে যাও।
iv. Adverb of Frequency or Number:
এই Adverb গুলি কত ঘন ঘন বা কতবার কোন কাজ সম্পন্ন হয় তা প্রকাশ করে।
যেমন-
Once, twice, thrice, always, never, again, frequently, sometimes ইত্যাদি।
>>> উদাহরণ <<<
I have go there twice.
আমি সেখানে দুইবার গেছি।
He never makes mistakes.
সে কখনো ভুল করে না।
I always wake up in the morning.
আমি সর্বদা সকালে ঘুম থেকে উঠি।
v. Adverb of Degree:
Adverb of Degree Adjective বা Adverb এর মাত্রা বা পরিমাণ নির্দেশ করে। Verb কে কতদূর, কত পরিমাণ বা কতটা দিয়ে প্রশ্ন করলে তার উত্তরে এই Adverb গুলো পাওয়া যায়।
যেমন-
Very, much, more, less, little, enough, too, quite, almost, rather ইত্যাদি।
>>> উদাহরণ <<<
He was quite wrong.
সে সম্পূর্ণ ভুল ছিল।
She looks very nice.
তাকে দেখতে খুব সুন্দর।
I had enough time to read.
আমার পড়াশোনা করার জন্য যথেষ্ট সময় ছিল।
vi. Adverb of Cause and Effect:
এই Adverb গুলি কোন কার্যের কারণ ও ফলাফল নির্দেশ করে।
যেমন-
So, hence, because, therefore, likewise, on account of, consequently, doubtlessly, accordingly ইত্যাদি।
>>> উদাহরণ <<<
The boy has been suffering from fever for five days hence he is unable to go to school.
ছেলেটি পাঁচ দিন ধরে জ্বরে ভুগছে তাই সে স্কুলে যেতে পারেনি।
I could not go because I was in trouble.
আমি যেতে পারিনি কারণ আমি সমস্যার মধ্যে ছিলাম।
He wanted to buy a book therefore he went out.
সে একটি বই কিনতে চেয়েছিল তার জন্য বাইরে গিয়েছিল।
She failed because she did not work hard.
সে ব্যর্থ হয়েছিল কারণ সে কঠোর পরিশ্রম করে নি।
vii. Adverb of Affirmation and Negation:
এই Adverb গুলি কাজের সদর্থক ও নঞর্থক দিক নির্দেশ করে।
যেমন-
Surely, certainly, truly, apparently, perhaps, obviously, no, not, never ইত্যাদি।
>>> উদাহরণ <<<
He will surely help you.
সে তোমাকে নিশ্চিত ভাবে সাহায্য করবে।
I shall certainly do this work.
আমি নিশ্চিত ভাবে এই কাজটি করব।
I have never cheated anybody.
আমি কখনো কাউকে প্রতারিত করিনি।
She was not busy then.
সে তখন ব্যস্ত ছিল না।
2. Relative Adverb:
Relative Adverb বাক্যকে সংযুক্ত করার কাজ করে। এরা শুধুমাত্র শব্দকে modify করে না Relative Pronoun এর মত দুটো Clause কে যুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
যেমন-
When, where, why, how ইত্যাদি।
>>> উদাহরণ <<<
I don't know where she has gone.
সে কোথায় গেছে আমি জানিনা।
I know the reason why he did it.
আমি জানি কি কারনে সে এটা করেছিল।
I shall go when he tells me.
আমি যাব তখন সে বলবে।
3. Interrogative Adverb:
যেসব Adverb প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয় তাদের Interrogative Adverb বলে। এই Adverb গুলি শুধু কোন শব্দকে modify করে না সঙ্গে সঙ্গে প্রশ্নবোধক বাক্যের সূচনাও করে।
যেমন-
What, when, where, why, how ইত্যাদি।
>>> উদাহরণ <<<
What is her name?
তাঁর নাম কি?
When will you go?
তুমি কখন যাবে?
Where is the boy?
ছেলেটি কোথায় আছে?
Why are you crying?
তুমি কাঁদছ কেন?
How many people are there in your house?
তোমার বাড়িতে কতজন লোক আছে?
Formation of Adverb:
গঠনগত দিক থেকে Adverb চার প্রকারের হয়ে থাকে।
যথা-
i. Simple Adverb:
এই Adverb গুলি কোন suffix বা word এর সাহায্য ছাড়াই গঠিত হয়।
যেমন-
Very, well, fast, enough, too ইত্যাদি।
2. Derivative Adverb:
এই Adverb গুলি Adjective এর সঙ্গে 'ly' যুক্ত করে গঠিত হয়।
যেমন-
Quick+ly = Quickly
Slow+ly = Slowly
Glad+ly = Gladly
Rapid+ly = Rapidly
Honest+ly = Honestly ইত্যাদি।
3. Compound Adverb:
এই Adverb গুলি দুইটি শব্দ যুক্ত করে গঠিত হয়।
যেমন-
Some+thing = Something
Some+where = Somewhere
Like+wise = likewise
Any+where = anywhere ইত্যাদি।
4. Composite Adverb:
Composite Adverb গুলি আসলে phrase কিন্তু Adverb হিসাবে কাজ করে।
যেমন-
At first, At last, on account of ইত্যাদি।
Position of Adverb:
Adverb বিভিন্ন বাক্যে বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে Adverb যে শব্দকে modify করে তার পাশেই বসে। বাক্যে Adverb এর position যদি বদলে দেওয়া যায় তাহলে বাক্যের অর্থও বদলে যায়।
যেমন-
Only Sujoy saw my shirt.
শুধুমাত্র সুজয় আমার জামা দেখেছিল। (অন্য কেউ নয়)
Sujoy only saw my shirt.
সুজয় শুধুমাত্র আমার জামা দেখেছিল। (শুধু দেখেছিল আর কিছু করেনি)
Sujoy saw only my shirt.
সুজয় দেখেছিল কেবলমাত্র আমার জামা। (আর কারো নয়)
Sujoy saw my only shirt.
সুজয় দেখেছিল আমার একমাত্র জামা। (আমার কাছে থাকা একমাত্র জামা দেখেছিল)
Sujoy saw my shirt only.
সুজয় কেবল আমার জামাই দেখেছিল। (আর কিছু নয়)
প্রাথমিকভাবে বাক্যে এডভার্ব তিনটি position রয়েছে।
যথা-
a. At the Beginning:
এই Adverb গুলি বাক্যের শুরুতে বসে।
যেমন-
Then I went there.
তখন আমি সেখানে গিয়েছিলাম।
Where are you going?
তুমি কোথায় যাচ্ছ?
Today he will come here.
আজ সে এখানে আসবে।
b. Mid Position:
এই Adverb গুলি সাধারণত বাক্যের মাঝখানে বসে। এগুলি auxiliary verb, be verb, have verb ইত্যাদির পরে বসে কিন্তু main verb এর আগে বসে।
যেমন-
I am always busy.
আমি সর্বদা ব্যস্ত থাকি।
He never comes here.
তিনি কখনো এখানে আসেননি।
It will probably rain.
সম্ভবত বৃষ্টি হবে।
c. In the End:
এই Adverb গুলি প্রধানত বাক্যের শেষে বসে বাক্যের অর্থকে সম্পূর্ণ করে।
যেমন-
He came here.
সে এখানে এসেছিল।
What are you doing now?
তুমি এখন কি করছ?
They will come tomorrow.
তারা আগামী কাল আসবে।
Post টি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি Adverb সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এরপর বারবার অভ্যাস করে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবেন। ভালো থাকবেন। সাবধানে, সতর্ক ও সুস্থ থাকবেন।
নমস্কার
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ