VERB বা ক্রিয়াপদ কাকে বলে?
যেসব Word দ্বারা হওয়া, যাওয়া, খাওয়া, নাচা, গাওয়া প্রভৃতি অর্থাৎ এককথায় কোন কাজ করা বোঝায় সেইসব Word কে Verb বা ক্রিয়াপদ বলা হয়। ভার বা ক্রিয়াপদ সাবজেক্ট বা কর্তার কাজ বোঝায়। অর্থাৎ এগুলি সাবজেক্ট কি করে এই তথ্যগুলি প্রকাশ করে। বার্থ বা ক্রিয়াপদের উপস্থিতি ছাড়া বাক্যকে অসম্পূর্ণ মনে করা হয়। বা আর কোন কাজ গটনা পদ্ধতি ক্রিয়া-কলাপ বা অবস্থা প্রকাশ করতে পারে।
যেমন--
Read, Write, Talk, Go, Sing, Dance প্রভৃতি।
Sentence এ verb এর ব্যবহার
I read.
আমি পড়ি।
এখানে 'read' দ্বারা কোন কর্ম সম্পাদন করা বোঝাচ্ছে, তাই 'read' হল verb।
He is going to market.
সে বাজারে যাচ্ছে।
এই বাক্যে 'going' দ্বারা কোন কাজ করা বোঝাচ্ছে, তাই এটি হলো verb।
She can speak English.
সে ইংরেজিতে কথা বলতে পারে।
এই sentence এ 'speak' শব্দ দ্বারা কোন কর্ম করা বোঝাচ্ছে, তাই এটি হলো verb।
Amit sings.
অমিত গান গায়।
এখানে 'sing' দ্বারা গান গাওয়া বোঝাচ্ছে, তাই এটি verb।
They were playing.
তারা খেলছিল।
এই বাক্যে 'playing' দ্বারা খেলা করা বোঝাচ্ছে, সুতরাং এটি verb।
VERB এর শ্রেণীবিভাগ:
নিচের ছবিতে দেখুন
Sentence এ দুই ধরনের Verb ব্যবহার করা হয়ে থাকে।
যথা--
1. FINITE VERB বা সমাপিকা ক্রিয়া
2. NON-FINITE VERB বা অসমাপিকা ক্রিয়া
a. Principal Verb/ Main Verb বা প্রধান ক্রিয়াপদ
ও
b. Auxiliary Verb/ Helping Verb বা সাহায্যকারী ক্রিয়াপদ
a. Principal Verb
Sentence এ যেসব Verb স্বাধীনভাবে ব্যবহৃত হয় তাদের Principal Verb বা প্রধান ক্রিয়াপদ বলে।Principal Verb দ্বারা sentence সম্পুর্ণ অর্থপূর্ণ হতে পারে।
>>>>> উদাহরণ <<<<<
I shall go to Kolkata.
আমি কলকাতা যাবো।
We play in the field.
আমরা মাঠে খেলা করি।
He reads a book.
সেটি বই পড়ে।
উপরের Sentence গুলিতে Verb ( go, play, reads ) স্বাধীনভাব ব্যবহৃত হয়েছে এবং Sentence গুলি অর্থপূর্ণ বা সম্পূর্ণ হতে সাহায্য করেছে।
Principal Verb এর প্রকারভেদ:
Principal Verb কে আবার দুটি ভাগে ভাগ করা হয়।
যথা--
i. Transitive Verb বা সকর্মক ক্রিয়াপদ
ii. Intransitive Verb বা অকর্মক ক্রিয়াপদ
i. Transitive Verb
যে সকল verb-এর object বা কর্ম থাকে তাকে Transitive Verb বা সকর্মক ক্রিয়া পদ বলে।
>>>>> উদাহরণ <<<<<
He is writing a letter.
সে একটি চিঠি লিখছে।
এখানে write এর Object হল a letter।
They play football.
তারা ফুটবল খেলে।
এখানে play এর Object হল football।
A cow has two horns.
গরুর দুটি শিং আছে।
এই sentence এর object হল two horns।
My mother loves me.
আমার মা আমাকে ভালোবাসে।
এই বাক্যের object হল me।
The sun sets in the west.
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়।
এখানে in the west হচ্ছে object।
মনে রাখতে হবে Verb বা ক্রিয়াপদকে কে, কি, কখন, কোথায় প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে Object বা কর্ম খুঁজে পাওয়া যায়।
Transitive Verb এর বৈশিষ্ট্য:
১. Transitive Verb Subject এর পরে বসে।
২. এই Verb গুলির পরে এক বা একাধিক Object থাকে।
৩. Subject- র Person, Number ও Tense অনুযায়ী এদের রুপের পরিবর্তন হয়।
ii. Intransitive Verb
যেসব Verb বা ক্রিয়াপদের কোন Object বা কর্ম থাকেনা সেইসব Verb কে Intransitive Verb বা অকর্মক ক্রিয়া পদ বলে।
>>>>> উদাহরণ <<<<<
Uma sleeps.
উমা ঘুমায়।
He came.
সে এসেছিল।
Suman did.
সুমন করেছিল।
We run.
আমরা দৌড়াই।
Birds fly.
পাখিরা ওড়ে।
উপরের Sentence গুলিতে যেসব Verb আছে সেগুলিকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না অর্থাৎ এইসব Verb-র কোন Object বা কর্ম নেই। তাই এই Verb গুলিকে Intransitive Verb বা অকর্মক ক্রিয়াপদ বলা হয়।
Intransitive Verb এর বৈশিষ্ট্য:
১. Intransitive Verb বেশিরভাগ ক্ষেত্রে Sentence এর শেষে বসে।
২. এই Verb গুলির পরে কোন Object থাকে না।
b. Auxiliary Verb
যেসব Verb Sentence এর ভাব ও অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করার জন্য Principal Verb কে সাহায্য করে সেইসব Verb কে Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া পদ বলে। এই Verb গুলির Past form বা অতীতকালের রূপ ছাড়া অন্য কোন form বা রূপ হয় না।
>>>>> উদাহরণ <<<<<
I am writing a letter.
আমি একটি চিঠি লিখছি।
They will not go today.
তারা আজ যাবে না।
He has come from school.
সে স্কুল থেকে এসেছে।
উপরের বাক্য গুলিতে Auxiliary Verb (am, will, has) Sentence এর ভাব ও অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে Principal Verb গুলিকে (writing, go, come) সাহায্য করেছে।
Auxiliary Verb এর বৈশিষ্ট্য:
১. Auxiliary Verb Sentence-এ নিজে কোন অর্থ প্রকাশ করে না।
২. Auxiliary Verb Tense, Voice ও Mood এর রূপ গঠনের ক্ষেত্রে Principal Verb কে সাহায্য করে।
৩. Auxiliary Verb Sentence এর ভাব ও অর্থ প্রকাশ করতে Principal Verb কে সাহায্য করে।
Auxiliary Verb এর প্রকারভেদ:
Auxiliary Verb দুটি স্পষ্ট বিভাগে বিভক্ত।
যথা-
i. Primary Auxiliary
ii. Modal Auxiliary
i. Primary Auxiliary
Primary Auxiliary Verb গুলি হল ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ Verb বা ক্রিয়াপদ। এগুলি Main Verb বা প্রধান প্রিয়া হিসেবেও ব্যবহৃত হয় আবার Auxiliary Verb বা সাহায্যকারী ক্রিয়া রূপেও ব্যবহৃত হয়।
Primary Auxiliary Verb তিন ধরনের হয়।
যথা-
>>> Be Verb = am, is, are (present form), was, were (past form)
>>> Have Verb = has, have (present form), had (past form)
>>> Do Verb = do, does (present form), did (past form)
Primary Auxiliary Verb গুলি Tense, Voice, Question এবং Negative বাক্য গঠনে ব্যবহৃত হয়।
ii. Modal Auxiliary
Modal Auxiliary গুলি কেবলমাত্র Principal বা Main Verb এর সঙ্গে ব্যবহার করা যায়। এগুলির Past form বা অতীত কালের রূপ ছাড়া অন্য কোন রূপ বা form হয় না। Modal Auxiliary গুলির '-s' form বা '3rd person singular number' রূপ নেই এবং এগুলির সঙ্গে '-ing' বা '-ed' যোগ করা যায় না।
Modal Auxiliary গুলি হল-
Shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to, dare(to), need(to) ইত্যাদি।
অধ্যায়টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বিশ্বাস লেখাটি পড়ে আপনি অবশ্যই উপকৃত হয়েছেন। তাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনি নিজে শিখুন এবং অন্যকে শিখতে সহযোগিতা করুন।
নমস্কার
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ