CONJUNCTION বা সংযোগ সূচক অব্যয় কাকে বলে?
যেসব word একাধিক word, phrase, clause বা sentence-কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদের বলে conjunction বা সংযোগ সূচক অব্যয় পদ।
যেমন--
And, Or, But, Because, Therefore প্রভৃতি।
বাক্যে Conjunction এর ব্যবহার:
Ram and Shyam are two brothers.
রাম ও শ্যাম দুই ভাই।
এই বাক্যে 'and' Ram ও Shyam এই দুজনের মধ্যে সংযোগ ঘটাচ্ছে তাই 'and' হল conjunction।
Come here or go there.
এখানে এসো অথবা ওখানে যাও।
এই বাক্যে 'or' দুটি বাক্য কে সংযুক্ত করছে তাই 'or' হল conjunction।
He is a good boy but not a good student.
সে একজন ভালো ছেলে কিন্তু ভালো ছাত্র নয়।
এখানে 'but' দুটি বাক্য কে সংযুক্ত করতে ব্যবহৃত হয়েছে তাই 'but' হল conjunction।
Conjunction এর প্রকারভেদ :
Conjunction প্রধানত তিন প্রকার।
যথা-
1. Coordinating Conjunction.
2. Subordinating Conjunction.
3. Correlative Conjunction.
1. Co-ordinating Conjunction:
যে সকল Word সমজাতীয় বা সমান মানযুক্ত বা সমশ্রেণীর বা সমগোত্রীয় Word, Phrase, Clause বা Sentence কে যুক্ত করে তাদেরকে Co-ordinating Conjunction বলা হয়।
যেমন-
For, and, nor, but, or, yet, so ইত্যাদি।
Co-ordinating Conjunction এর প্রকারভেদ:
Co-ordinating Conjunction কে আবার চার ভাগে ভাগ করা হয়।
যথা-
i. Cumulative Conjunction
ii. Alternative Conjunction
iii. Adversative Conjunction
এবং
iv. Illative Conjunction
i. Cumulative Conjunction:
যে word দুই বা দুইয়ের বেশি সমশ্রেণীর word, phrase, clause বা Sentence কে যুক্ত করে তাকে Cumulative Conjunction বলে।
যেমন-
And, also, too ইত্যাদি।
>>> উদাহরণ <<<
Joy and Bijoy are good friends.
জয় আর বিজয় ভালো বন্ধু।
ii. Alternative Conjunction:
যে Conjunction দ্বারা দুটি বক্তব্যের মধ্যে একটিকে বাছাই করা বোঝায়, তাকে Alternative Conjunction বলে।
যেমন-
Either..........or, neither..............nor ইত্যাদি।
>>>উদাহরণ<<<
Either Sujoy or Durjoy will go to Kolkata tomorrow.
সুজয় অথবা দুর্জয় কালকে কোলকাতা যাবে।
iii. Adversative Conjunction:
যে Conjunction দ্বারা দুটি বক্তব্যের মধ্যে বিপরীত অর্থ বা বৈপরীত্য বোঝায়, তাকে Adversative Conjunction বলে।
যেমন-
Only, but, yet, still, however, nevertheless ইত্যাদি।
>>>উদাহরণ<<<
He is poor but honest.
সে গরীব কিন্তু সৎ।
iv. Illative Conjunction:
যে Conjunction দ্বারা কার্য-করণ সম্পর্ক বা অনুমান বা কোন সিদ্ধান্ত বোঝায়, তাকে Illative Conjunction বলে।
যেমন-
For, then, so, therefore ইত্যাদি।
>>>উদাহরণ<<<
I respect him for his honesty.
তাঁর সততার জন্য আমি তাকে সন্মান করি।
2. Subordinating Conjunction:
যে Conjunction গুলি Subordinating Clause কে Principle Clause/Main Clause এর সাথে যুক্ত করে তাদেরকে Subordination Conjunction বলে।
যেমন-
After, though, since, why, before, as, that, while, because, if, although ইত্যাদি।
>>>উদাহরণ<<<
He failed because he didn't study well.
সে অকৃতকার্য হয়েছিল কারণ সে ভালোকরে পড়াশোনা করেনি।
Subordinating Conjunction গুলিকে তাদের অর্থ অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে।
যেমন-
i. Time related Conjunction:
এই Conjunction গুলি কোন কার্যের সময় নির্ধারণ করতে ব্যবহৃত হয়।
যেমন-
Before, after, when, while. since, as, as soon as, till, until, as long as ইত্যাদি।
>>>উদাহরণ<<<
Wait here till we come back.
আমরা ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা কর।
ii. Purpose related Conjunction:
কোন কার্যের উদ্দেশ্য বোঝাতে এই Conjunction গুলি ব্যবহৃত হয়।
যেমন-
That, so that, in order that ইত্যাদি।
>>>উদাহরণ<<<
He studied well so that he has passed the examination.
সে ভালো করে পড়াশোনা করেছিল তাই সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
iii. Cause related Conjunction:
কারণ নির্দেশ করতে এই Conjunction গুলি ব্যবহৃত হয়।
যেমন-
As, since, because ইত্যাদি।
>>>উদাহরণ<<<
He has succeeded in life because he worked hard.
সে জীবনে সফল হয়েছে কারণ সে কঠোর পরিশ্রম করেছিল।
iv. Effect related Conjunction:
কোন কাজের ফলাফল বোঝাতে এই Conjunction গুলি ব্যবহৃত হয়।
যেমন-
So............... that ইত্যাদি।
>>>উদাহরণ<<<
The man is so weak that he can't walk.
লোকটি এত দুর্বল যে হাঁটতে পারে না।
v. Condition related Conjunction:
শর্ত বোঝাতে এই Conjunction গুলি ব্যবহৃত হয়।
যেমন-
As, if, incase, whether, unless ইত্যাদি।
>>>উদাহরণ<<<
If you practice regularly you will be able to speak English fluently.
যদি তুমি নিয়মিত চর্চা কর তাহলে তুমি অনর্গল ইংরেজি বলতে সক্ষম হবে।
vi. Comparison related Conjunction:
তুলনা করা বোঝাতে এই Conjunction গুলি ব্যবহৃত হয়।
যেমন-
As.........as, so............ as, than ইত্যাদি।
>>>উদাহরণ<<<
Mintu is taller than Pintu.
মিন্টু পিন্টুর চেয়ে লম্বা।
vii. Contrast related Conjunction:
বৈপরীত্য বোঝাতে এই Conjunction গুলি ব্যবহৃত হয়।
যেমন-
Although, even, however, if, though ইত্যাদি।
>>>উদাহরণ<<<
Though he is poor, he is honest.
যদিও সে গরীব তবুও সে সৎ।
3. Correlative Conjunction:
যে Conjunction গুলি জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় অর্থাৎ একটি ব্যবহৃত হলে অপরটিও ব্যবহৃত হয়, সেই Conjunction গুলিকে Correlative Conjunction বলা হয়।
যেমন-
So…that, no sooner..…than, such…..as, both…..and, hardly…..when, scarcely…..when, whether…..or, as..….as, not only…..but also, so..….as, either…..or, neither.....nor ইত্যাদি।
>>>উদাহরণ<<<
He was so sad that he could not speak.
সে এতটাই দুঃখী ছিল যে কথাই বলতে পারছিল না।
He is not only a teacher but also a politician.
তিনি শুধুমাত্র একজন শিক্ষক নন একজন রাজনীতিবিদ ও।
Neither Palash nor Amit will go there.
না পলাশ না অমিত সেখানে যাবে।
He is as brave as tiger.
সে বাঘের মত সাহসী।
She is both a singer and a dancer.
সে একজন গায়িকা ও নৃত্যশিল্পী।
Post টি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি Conjunction সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এরপর বারবার অভ্যাস করে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবেন। ভালো থাকবেন। সাবধানে, সতর্ক ও সুস্থ থাকবেন।
নমস্কার
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<<বিশেষ দ্রষ্টব্য>>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ