INTERJECTION বা আবেগ সূচক অব্যয় কাকে বলে?
Interjection হঠাৎ কোনো অনুভূতি বা উত্তেজনার প্রকাশ করে। কথা বলার সময় আমরা নানা রকম ভাবে মনের ভাব প্রকাশ করে থাকি। যেমন কখনো আনন্দিত হই, কখনো দুঃখিত হই, কখনো হাসি, কখনো কাঁদি ইত্যাদি ইত্যাদি। ইংরেজিতে মনের এইসব ভাব প্রকাশ করার জন্য আমরা যে সমস্ত word ব্যবহার করে থাকি সেইসব word কেই বলে Interjection বা আবেগ সূচক অব্যয় পদ। অর্থাৎ এককথায় বলতে গেলে যেসব শব্দ বা word দ্বারা দুঃখ, কষ্ট, আনন্দ, ঘৃণা, বিস্ময়, ভয় প্রভৃতি মনের আবেগ প্রকাশ পায় সেইসব word বা শব্দকে Interjection বা আবেগ সূচক অব্যয় বলা হয়।
ব্যাকরণ গত দিক থেকে কিন্তু Interjection বাক্যের অন্য কোন শব্দের সঙ্গে যুক্ত নয়।
যেমন--
Alas!, Hurrah!, Fie!, Bravo!, Oh! প্রভৃতি।
Interjection বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করে থাকে।
যেমন-
*** Disgust বা বিরক্তি:
এইসব Interjection যারা বিরক্তি প্রকাশ করা হয়।
যেমন-
Ugh!, Damn!, Phew! প্রভৃতি।
>>> উদাহরণ <<<
Ugh! The place is dirty.
Phew! I'm tired.
*** Sorrow বা দুঃখ:
এই Interjection গুলি দ্বারা দুঃখের অনুভূতি বোঝায়।
যেমন-
Alas!, Ah!, Oh! প্রভৃতি।
>>> উদাহরণ <<<
Alas! Our team leader is dead.
Ah! We have lost the game.
*** Surprise বা বিস্ময়:
এই Interjection গুলি বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়।
যেমন-
Oh!, What!, Wow!, Oops!, Gee! প্রভৃতি।
>>> উদাহরণ <<<
Oh! What a beautiful temple!
What! You have won the first prize.
Oh! What a nice scenery this is.
*** Greetings বা সৌজন্য:
এই Interjection গুলি সৌজন্য প্রকাশ করতে ব্যবহৃত হয়।
যেমন-
Hi!, Hello!, Hey!, Ho!, Bye!, Goodbye! প্রভৃতি।
>>> উদাহরণ <<<
Hi! Thanks for reading my article.
Hello! I'm an English teacher.
Hey! How are you doing?
*** Appreciation বা প্রশংসা:
কোন কাজের প্রশংসা জানাতে এই Interjection গুলি ব্যবহৃত হয়ে থাকে।
যেমন-
Bravo!, Well done!, Yummy!, Brilliant!, Encore!, Splendid! প্রভৃতি।
>>> উদাহরণ <<<
Bravo! You have done a great job.
Well done! You haven't made a single mistake.
Yummy! The cake is so tasty.
Congrats! You finally got the job.
Splendid! I like your work.
Brilliant! You have won the first prize.
*** Hatred বা ঘৃণা:
ঘৃণা প্রকাশ করতে এই Interjection গুলি ব্যবহৃত হয়।
যেমন-
Fie!, Pooh!, Yuch! ইত্যাদি।
>>> উদাহরণ <<<
Fie! You are a thief.
Pooh! I have no feelings about her.
Yuch! you are a bad person.
*** Delight বা আনন্দ উচ্ছাস:
আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে এই Interjection গুলি ব্যবহার করা হয়।
যেমন-
Cheers!, Hurrah!, Wow!, Yippee! প্রভৃতি।
>>> উদাহরণ <<<
Hurray! My article is published in the newspaper.
Wow! that was a memorable moment for me.
Yippee! I'm going with you.
*** Pain বা যন্ত্রণা:
যন্ত্রণা বা বেদনা প্রকাশ করতে এই Interjection গুলি ব্যবহৃত হয়।
যেমন-
Ow!, Ouch! ইত্যাদি।
>>> উদাহরণ <<<
Ow! My head is aching.
Ouch! I hurt my mother.
*** Attention বা মনোযোগ:
এই Interjection গুলি মনোযোগ প্রকাশ করা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।
যেমন-
Look!, Listen!, Hush! ইত্যাদি।
>>> উদাহরণ <<<
Look! Biltu sir is coming.
Listen! Today I'm teaching you about Interjection.
Post টি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি Interjection সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এরপর বারবার অভ্যাস করে নিজের আয়ত্তে আনার চেষ্টা করবেন। ভালো থাকবেন। সাবধানে, সতর্ক ও সুস্থ থাকবেন।
নমস্কার
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
<<<<< বিশেষ দ্রষ্টব্য >>>>>
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ