PREFIX কাকে বলে? PREFIX এর ব্যবহার। PREFIX যোগ করে নতুন শব্দ গঠন করার পদ্ধতি। কিছু প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ Prefix নিয়ে আলোচনা

    

নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা একটি মজাদার বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় আমাদের কাজকে fix করে দেবে। আজকে আমরা শিখব Prefix। দেখো Word এর পিছনে fix শব্দটি আছে। 

Affix কাকে বলে?

Prefix সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে Affix কাকে বলে। কেননা Prefix হলো এক প্রকারের Affix। যে সকল syllable বা ধ্বনিগুলি শব্দের শুরুতে বা শেষে যোগ করা হয় এগুলোকে Affix বলে। এই Affix গুলি কিন্তু কোন শব্দ নয় এগুলি মূল শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। অর্থাৎ Affix গুলি ছোট ছোট word এর সমন্বয়ে গঠিত হয় যেগুলো কোন word এর প্রথমে বা শেষে বসে নতুন word বা শব্দ তৈরি করে। 


Affix এর প্রকারভেদ:

এই Affix কে আবার দুই ভাগে ভাগ করা যায়। 

যথা:

1. Prefix

2. Suffix 


এই Prefix ও Suffix তোমাদের ভোকাবুলারি বাড়াতে ভীষণ ভাবে সাহায্য করবে অর্থাৎ তোমাদের কাজকে অনেক টা সহজ করে দেবে। ধরো তুমি একটি ওয়ার্ড শিখলে এবং তার সাথে Prefix ও Suffix শিখলে তাহলে তুমি তিনটি Word একসঙ্গে শিখে নিলে। Prefix এবং Suffix তোমাদের কে শিখতে হবে কেননা ইংরেজি শিখতে হলে এইটুকু পরিশ্রম তো করতেই হবে। 


তাহলে আজকের এই অধ্যায়ে আমরা Prefix কাকে বলে এবং কিভাবে Prefix যোগ করে নতুন শব্দ গঠন করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।


Prefix কাকে বলে?

শব্দের আগে ও পরে word বা syllable যুক্ত করে নতুন শব্দ গঠন করা ইংরেজি ভাষার একটি অন্যতম বৈশষ্ট্য। Prefix হচ্ছে একটি বা কয়েকটি letter এর সমষ্ঠি যেগুলো Primary Word এর আগে বসে নতুন word তৈরি করে। অর্থাৎ যে affix গুলি বা অর্থহীন syllable বা ধ্বনিগুলি কোনো Primary Word বা প্রাথমিক শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে সেগুলিকে Prefix বলে।


'Pre' শব্দের অর্থ হলো প্রথমে বা আগে। Prefix কোনো root word এর প্রথমে ব্যবহৃত হয় যাতে Word এর নতুন কোনো অর্থ পাওয়া যায়। Prefix এর মূল বিষয় হল- যে word এর আগে Prefix ব্যবহৃত হয় সেই word এর কোন letter এর কোন পরিবর্তন হয় না। ব্যাপার টা কত সহজ তাই না। কোন root word এর আগে সঠিক Prefix বসাও আর নতুন word পেয়ে যাও। এটা word stock বাড়ানোর দারুণ এবং সহজ একটা পদ্ধতি।

যেমন- 

ধরা যাক allow একটি root word যার অর্থ অনুমতি দেয়া। এর আগে Prefix 'dis' যুক্ত করে তৈরি হল নতুন word disallow যার অর্থ অনুমতি না দেয়া। 


আবার দেখো happy যার অর্থ হলো সুখী। এই word এর আগে Prefix 'un' যুক্ত করে নতুন word তৈরি হল যার অর্থ অসুখী।


>>> উদাহরণ <<<

Anti+biotic = Antibiotic

Dis+like = Dislike

A+wake = Awake

Im+partiality = Impartiality

Hemis+phere = Hemisphere


Prefix এবং Suffix এর ব্যবহার খবই common একটা বিষয়। নীচে কিছু প্রয়োজনীয় ও বহুল প্রচলিত Prefix এর ব্যবহার দেখানো হল:-


A (পাশে/ মধ্যে)

a+board = abroad 

a+side = aside 

a+rise = arise

a+sleep = asleep 

a+theist = atheist

a+wake = awake


Ab (খারাপ)

ab+use = abuse 

ab+normal = abnormal


Anti (বিপক্ষ/ বিপরীত/ বিরোধী)

anti+septic = antiseptic 

anti+social = antisocial

anti+climax = anticlimax 

anti+body = antibody 

anti+biotic = antibiotic 

anti+viral = antiviral


Auto (আত্ম/ স্বয়ং) 

auto+biography = autobiography 

auto+graph = autograph

auto+mobile = automobile


Be (পাশে)

be+fore = before

be+side = beside


Co (সাথে/ সহ) 

co+exist = co-exist

co+operate = co-operate

co+education = co-education 

co+curriculum = co-curriculum 


Counter (প্রতি/ বিরুদ্ধ)

counter+attack = counter-attack

counter+signature = counter-signature

counter+foil = counterfoil


De (উল্টো)

de+hydration = dehydration

de+code = decode

de+forestation = deforestation

de+compose = decompose

de+merit = demerit 


Em (পরিণত করা)

em+power = empower

em+body = embody


En (উপরে/ ঘটানো/ ভিতরে)

en+rich = enrich

en+act = enact 

en+large = enlarge

en+list = enlist 

en+cage = encage 

en+force = enforce


Ex (পূর্ববর্তী)

ex+student = ex-student 

ex+president = ex-president

ex+chairman = ex-chairman

ex+minister = ex-minister

ex+teacher = ex-teacher 


Hyper (অতিরিক্ত)

hyper+active = hyperactive

hyper+sensative = hypersensitive 

hyper+acidity = hyperacidity


Inter (ভিতরে/ মধ্যে) 

inter+school = interschool 

inter+net = internet

inter+national = international

inter+link = interlink

inter+connected = interconnected


Multi (অনেক/ বহু)

multi+national = multinational

multi+storeyed = multistoreyed 

multi+lingual = multilingual


Over (বেশি/ অতিরিক্ত)

over+weight = overweight

over+acting = overacting 

over+crowded = overcrowded

over+dose = overdose

over+coat = overcoat 


Pre (আগে/ পূর্বে)

pre+fix = prefix

pre+arrange = prearrange 

pre+paid = prepaid

pre+test = pretest

pre+school = preschool

pre+historic = prehistoric 


Post (পরবর্তি)

post+graduate = postgraduate

post+mortem = postmortem

post+paid = postpaid 


Re (পুনরায়)

re+birth = rebirth

re+new = renew

re+play = replay

re+open = reopen

re+placement = replacement

re+write = rewrite

re+print = reprint

re+examine = re-examine


Self (স্ব/ আত্ম)

self+confidence = self-confidence

self+control = self-control

self+employed = self-employed


Semi (অর্ধেক/ আংশিক)

semi+final = semifinal 

semi+colon = semicolon

semi+conductor = semiconductor

semi+circle = semicircle


Super (অতি/ বড়)

super+market = supermarket

super+man = Superman

super+natural = supernatural


Sub (নীচে)

sub+standard = substandard

sub+marine = submarine

sub+way = subway

sub+conscious = subconscious

sub+merge = submerge 


Ultra (অতি/ চূড়ান্ত)

ultra+violet = ultraviolet

ultra+sound = ultrasound

ultra+modern = ultramodern

ultra+sonic = ultrasonik


Vice (উপ/ সহ)

vice+captain = vice-captain 

vice+chancellor = vice-chancellor

vice+president = vice-president

vice+chairman = vice-chairman


আবার কিছু কিছু Prefix আছে যেগুলো শব্দের আগে যোগ করে বিপরীতার্থক শব্দ গঠন করা হয়। এইরকম কিছু Prefix নীচে দেওয়া হল- 


a+moral = amoral 

a+political = apolitical

a+theist = atheist


Dis 

dis+belief = disbelief

dis+appear = disappear 

dis+comfort = discomfort

dis+allow = disallow

dis+like = dislike

dis+agree = disagree

dis+obedient = disobedient 

dis+satisfied = dissatisfied


Il 

il+logical = illogical

il+legal = illegal

il+legitimate = illegitimate

il+literate = illiterate


Im 

im+possible = impossible

im+mature = immature

im+practical = impractical

im+balance= imbalance

im+patient = impatient

im+proper = improper

im+personal = impersonal


In 

in+ability = inability

in+accurate = inaccurate

in+human = inhuman

in+active = inactive

in+correct = incorrect

in+valid = invalid

in+sufficient = insufficient

in+effective = ineffective


Ir 

ir+responsible = irresponsible

ir+regular = irregular

ir+rational = irrational

ir+relevant = irrelevant


Mis 

mis+guide = misguide 

mis+behave = misbehave

mis+conduct = misconduct

mis+field = misfield

mis+fortune = misfortune

mis+fit = misfit

mis+use = misuse

mis+understand = misunderstand 


Un 

un+able = unable

un+official = unofficial

un+equal = unequal

un+fortune = unfortunate 

un+certain = uncertain 

un+ready = unready 

un+real = unreal

un+necessary = unnecessary

un+worthy = unworthy

un+wise = unwise 

un+lock = unlock


Non 

non+existent = nonexistent 

non+poisonous = nonpoisonous 

non+technical = non-technical

non+smoker = nonsmoker

non+sense = nonsense

non+commercial = non-commercial

non+infectious = noninfectious 

non+believer = non-believer 

non+government = non-government 


প্রতিক্ষেত্রে তোমরা লক্ষ করবে যে Prefix যুক্ত হবার পর প্রাইমারি ওয়ার্ডের অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটছে। 


এছাড়াও আরও অনেক Prefix আছে যাদের ব্যবহার অনেক কম কিন্তু তোমরা সেগুলো দেখে রাখার চেষ্টা করবে। আশাকরি Prefix সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। এরপর তোমরা যত চর্চা করবে তত নিজেদের আয়ত্তে আনতে পারবে। এর পরের অধ্যায়ে আমরা Suffix নিয়ে আলোচনা করার চেষ্টা করব।


পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।


>>>>> বিশেষ দ্রষ্টব্য <<<<<


(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)


PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ