নমস্কার শিক্ষার্থী বন্ধুরা এর আগের অধ্যায়ে আমরা affix পরিবারের এক সদস্য Prefix সম্পর্কে জেনেছি এই অধ্যায়ে সেই পরিবারের অন্য সদস্যের সঙ্গে পরিচিত হব। আর সেই সদস্যটি হল Suffix। Prefix ওয়ার্ডের প্রথমে বসে এবং Suffix word এর শেষে বসে। Prefix এর ক্ষেত্রে ওয়ার্ডের কোন পরিবর্তন হয় না কিন্তু Suffix Part of Speech পরিবর্তন করতে ব্যবহার করা হয়।
Suffix কাকে বলে?
Suffix হচ্ছে একটি বা কয়েকটি letter এর সমষ্ঠি যেগুলো Root Word এর পরে বসে নতুন word তৈরি করে। অর্থাৎ যে affix গুলি বা অর্থহীন syllable বা ধ্বনিগুলি কোনো Root Word বা প্রাথমিক শব্দের শেষে যুক্ত হয়ে নতুন একটি শব্দ গঠন করে সেগুলিকে Suffix বলে।
যেমন-
ধরাযাক, teach(শিক্ষা দেওয়া) একটি root word যার একটি অর্থ রয়েছে এবং বাক্যে একটি grammatical function রয়েছে কিন্তু এর শেষে Suffix ‘er’ যোগ করাতে তৈরি হল নতুন word teacher যার অর্থ শিক্ষক। সুতরাং word টির অর্থ এবং grammatical function উভয়েরই পরিবর্তন ঘটেছে।
Suffix যুক্ত শব্দগুলোতে যেসব affix থাকে সেগুলোর সাধারণত কোন অর্থ হয় না। Grammatical অর্থাৎ Part of Speech এর পরিবর্তন এবং শব্দের অর্থের পরিবর্তনের জন্য suffix ব্যবহার করা হয়।
>>> Example <<<
Read+er = reader
Care+ful = careful
Read+able = readable
Bright+en = brighten
Job+less = jobless
Suffix কত প্রকার ও কি কি?
Suffix প্রধানত দুই প্রকারের হয়ে থাকে।
যথা-
1. Inflectional Suffix
ও
2. Derivational Suffix
1. Inflectional Suffix:
ইনফ্লেকশনাল সাফিক্স প্রধানত গ্রামাটিক্যাল কারণে ব্যবহৃত হয়। এই শব্দগুলির সাহায্যে কোন শব্দ গঠন করা যায় না শুধুমাত্র বিভিন্ন ধরনের ব্যাকরণগত কাঠামো গঠনে এগুলি ব্যবহৃত হয়।
যেমন-
>>> Noun এর plural করতে
-s
Boy+s = boys
Book+s = books
Student+s = students
>>> Noun এর possessive করতে
's
Amit+'s = Amit's
Father+'s = Father's
Friend+'s = Friend's
>>> Tense অনুযায়ী verb form গঠন করতে
-s/ -es
Read+s = reads
Play+s = plays
Teach+es = teaches
-ed
Play+ed = played
Work+ed = worked
Start+ed = started
-ing
Eat+ing = eating
Sing+ing = singing
Read+ing = reading
>>> Adjective এর degree গঠন করতে
-er
Small+er = smaller
Strong+er =stronger
Clever+er = cleverer
-est
Great+est = greatest
Fast+est = fastest
Strong+est = strongest
2. Derivational Suffix:
Derivational Suffix গুলির সাহায্যে নতুন শব্দ গঠন করা হয়। এই সাফিক্স গুলির কাজ হল Part of Speech এর পরিবর্তন ঘটিয়ে অর্থের পরিবর্তন ঘটানো।
এই suffix একটি root word কে একটি noun, verb, adverb, অথবা adjective এ রুপান্তর করতে পারে।
Suffix এর সংখ্যা অনেক। এই Suffix গুলি ভিন্ন ভিন্ন Part of Speech গঠনের কাজ করতে পারে। এগুলির মধ্যে কিছু Suffix খুবই প্রচলিত আবার কিছুর ব্যবহার খুবই কম। নিচে কিছু প্রচলিত Suffix নিয়ে আলোচনা করা হল-
Noun Suffixes:
-age (একটি অবস্থা/ স্থান/ হার)
Leak+age = leakage
Orphan+age = orphanage
Bond+age = bondage
Dose+age = dosage
Bag+age = baggage
-al (কাজ/পদ্ধতি)
Remove+al = removal
Refuse+al = refusal
Approve+al = approval
Renew+al = renewal
Arrive+al = arrival
-ance (অবস্থা/ পদ্ধতি)
Attend+ance = attendance
Endure+ance = endurance
Utter+ance = utterance
-ar (ব্যক্তি)
Beg+ar = beggar
Lie+ar = liar
-cy (অবস্থা/ গুণ/ বৈশিষ্ট)
Urgence+cy = urgency
Normal+cy = normalcy
Emergence+cy = emergency
Frequency+cy = frequency
Accurate+cy = accuracy
-dom (অবস্থা/ পদমর্যাদা)
King+dom = kingdom
Duke+dom = dukedom
Martyr+dom = martyrdom
Free+dom = freedom
Wish+dom = wisdom
-ee (উদ্দিষ্ট ব্যক্তি)
Interview+ee = interviewee
Pay+ee = payee
Employ+ee = employee
Adress+ee = adressee
Train+ee = trainee
-er (যে কাজটি করে)
Read+er = reader
Teach+er = teacher
Drive+er = driver
Play+er = player
Paint+er = painter
-hood (অবস্থা/ গুণ/ চরিত্র)
Boy+hood = boyhood
False+hood = falsehood
Child+hood = childhood
Brother+hood = brotherhood
Man+hood = manhood
-ation/ -tion/ -sion (অবস্থা/ পদ্ধতি)
Dictate+ation = dictation
Act+tion = action
Form+ation = formation
Confuse+sion = confusion
Translate+ation = translation
Select+tion = selection
Examine+ation = examination
Reflect+tion = reflection
Inform+ation = information
Extent+sion = extension
Illusion
Inclusion
-ism (মতবাদ/ চর্চা/ বিশ্বাস)
Marx+ism = marxism
Critic+ism = criticism
Patriot+ism = patriotism
Modern+ism = modernism
Hindu+ism = Hinduism
-ist (নির্দিষ্ট পেশার কেউ/ বিশেষজ্ঞ)
Novel+ist = novelist
Social+ist = socialist
Marx+ist = Marxist
-logy (বিষয়/ তত্ব/ মতবাদ)
Socio+logy = sociology
Bio+logy = biology
Zoo+logy = zoology
Geo+logy = geology
Eco+logy = ecology
-ment (ফল/ কাজের অবস্থা)
Acknowledge+ment = acknowledgement
Develop+ment = development
Punish+ment = punishment
Judge+ment = judgement
Agree+ment = agreement
-on/en/an/ian (কর্তা/ দক্ষ/ মানুষ)
History+ian = historian
Artist+an = artisan
Citizen
Surgeon
-ness (বিমূর্ত অবস্থা/ পরিস্থিতি/ মাত্রা/ গুণ)
Sad+ness = sadness
Small+ness = smallness
Happy+ness = happiness
Good+ness = goodness
Rude+ness = rudeness
-or (যে কাজটি করে)
Create+or = creator
Distribute+or = distributor
Supervise+or = supervisor
Navigate+or = navigator
Sail+or = sailor
-ship (দক্ষতা/ নির্দিষ্ট সম্পর্ক)
Friend+ship = friendship
Intern+ship = internship
Member+ship = membership
Partner+ship = partnership
Author+ship = authorship
-tude (ফলাফল/ পরিস্থিতি)
Forti+tude = fortitude
Longi+tude = longitude
Magni+tude = magnitude
Atti+tude = attitude
Servi+tude = servitude
-ity (বৈশিষ্ট্য/ অবস্থা)
Able+ity = ability
Flexible+ity = flexibility
Real+ity = reality
Sensible+ity = sensibility
Visible+ity = visibility
-ture (পরিস্থিতি)
Mix+ture = mixture
Fix+ture = fixture
Verb Suffixes:
-ate (করা)
Captivate
Formulate
Annihilate
Nominate
Exterminate
-en (করা)
Broad+en = broaden
Dark+en = darken
Strength+en = strengthen
Short+en = shorten
Hard+en= harden
-er (করা)
Chatter
Glitter
Glimmer
Flutter
-ish (করা)
Publish
Nourish
Flourish
Punish
Banish
-fy (করা/ বানানো)
Rectify
Purify
Simplify
Modify
Amplify
Certify
-ize/ise (হওয়া)
Humanize
Organise
Socialize
Criticise
Legalize
Adjective Suffixes:
-able (হওয়ার যোগ্য/সক্ষম)
Presentable
Suitable
Readable
Valuable
Believable
Comfortable
-al (নির্দিষ্ট বৈশিষ্ট্যের অংশ/সম্পর্কিত)
Legal
Local
Cultural
Mental
Mortal
Historical
Fatal
Musical
Official
-ar (বৈশিষ্ট্য)
Familiar
Molecular
Regular
Circular
Spectacular
-ed (বৈশিষ্ট্য)
Gifted
Salted
Talented
Learned
Coloured
Cultured
-en (যা থেকে নির্মিত হয়েছে)
Golden
Earthen
Wooden
Drunken
Woolen
-ful (গুণসম্পন্ন/ উল্লেখযোগ্য)
Beautiful
Eventful
Wonderful
Peaceful
Doubtful
-ern (দিক সম্পর্কিত)
Eastern
Western
Northern
Southern
-ible (সক্ষম/ যোগ্য/ উপযুক্ত)
Admissible
Audible
Divisible
Visible
Sensible
Responsible
-ic (সংক্রান্ত)
Allergic
Energetic
Domestic
Patriotic
Historic
-ish (বৈশিষ্ট্যপূর্ণ/ নির্দিষ্ট গোষ্ঠীর অংশ)
Selfish
Turkish
Foolish
Irish
Bookish
Polish
Childish
-istic (নির্দিষ্ট একটি আচরণ)
Fantastic
Pessimistic
Optimistic
-ile (একটি বৈশিষ্ট্য সম্বলিত)
Fragile
Volatile
Juvenile
Erectile
Servile
-ian/an (কোন একটি গোষ্ঠী/ সময়কালের অন্তর্গত)
Indian
American
Shakespearian
African
Russian
Victorian
-ive (বৈশিষ্ট্য সম্বলিত)
Creative
Punitive
Sensitive
Divisive
Decisive
-less (ছাড়া/ হীন)
Fearless
Senseless
Helpless
Tasteless
Endless
Useless
Tireless
-ly (বৈশিষ্ট্যপূর্ণ)
Daily
Friendly
Sickly
Monthly
Scholarly
-ous (নির্দিষ্ট আচরণ সম্বলিত)
Studious
Pious
Virtuous
Religious
Joyous
-some (বৈশিষ্ট্যপূর্ণ)
Awesome
Wholesome
Quarrelsome
-y (পূর্ণ/ বৈশিষ্ট্যময়)
Airy
Smelly
Healthy
Dusty
Greedy
Sunny
Wealthy
Adverb Suffixes:
-ly
Absolutely
Slowly
Hopefully
Clearly
Positively
-wise
Likewise
Otherwise
Clockwise
-wards
Afterwards
Upwards
Downwards
প্রতিক্ষেত্রে তোমরা লক্ষ করবে যে Suffix যুক্ত হবার পর প্রাইমারি ওয়ার্ডের অর্থ পরিবর্তিত হয়ে যাচ্ছে অর্থাৎ অর্থের পরিবর্তন ঘটছে এবং সেই সঙ্গে Part of Speech এর ও পরিবর্তন ঘটছে।
উপরে বর্নিত Suffix ছাড়াও আরও অনেক Suffix আছে যাদের ব্যবহার অনেক কম কিন্তু তোমরা সেগুলো দেখে রাখার চেষ্টা করবে। আশাকরি Suffix সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। এরপর তোমরা যত চর্চা করবে তত নিজেদের আয়ত্তে আনতে পারবে। এর পরের অধ্যায়ে আমরা অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
পোস্টটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত Comment box এ লিখে জানাতে ভুলবেন না।
>>>>> বিশেষ দ্রষ্টব্য <<<<<
(অনিচ্ছাকৃত ভুল এবং typing mistake - এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের মতামত এবং উপদেশ একান্ত কাম্য।)
PLEASE SHARE THIS ARTICLE THROUGH SOCIAL MEDIA
0 মন্তব্যসমূহ